ঢাকা ১২:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
প্রতিকূলতা উপক্ষো করে

মাঠে নেমেছে আওয়ামী লীগ

সিনয়র প্রতিবেদক
  • সময় ০৫:১৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
  • / 61

মাঠে নেমেছে আওয়ামী লীগ

শত বাধার মুখেও মতিঝিল বাংলাদেশ ব্যাংক এর সামনে থেকে মিছিল নিয়ে মাঠে নেমেছে আওয়ামী লীগ। দলের নেতাকর্মীরা জিরো পয়েন্টের উদ্দেশ্যে রওনা করেছেন বিএনপি, পুলিশ আর আর শিবিরের কর্মীদের বাঁধার উপক্ষো করেই।

এমন একটি পোস্ট আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পোস্ট করা হয় ১০ই নভেম্বর রবিবার বিকাল ৪ টা ৩০ এ।

মাঠে নেমেছে আওয়ামী লীগ
মাঠে নেমেছে আওয়ামী লীগ

উল্লেখ্য রবিবার (১০ নভেম্বর) জিরো পয়েন্টে ‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ জন্য বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিল আওয়ামী লীগ। সে কর্মসূচি রুখে দিতে রাত থেকেই দিনভর জিরো পয়েন্টে জড়ো হয়েছেন শত শত ছাত্র-জনতা।

নূর হোসনে দিবসেকে কেন্দ্র করে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রোববার বিকাল চারটার দিকে গুলিস্তান বিআরটিসি বাসটার্মিনাল থেকে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের ব্যানারে শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী বিক্ষোভ শুরু করে। দক্ষিণ সিটি করপোরেশনের সামনে থেকে ঢাকা মহানগর আওয়ামী লীগের আরেকটি বিক্ষোভ মিছিলে যুবরীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ করেন এবং মতিঝিলের বাংলাদেশ ব্যাংকের উল্টোপাশের গলি থেকে কেন্দ্রীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে জিরো পয়েন্ট অভিমুখে বিক্ষোভ নিয়ে আসে।

শহীদ নূর হোসেন
শহীদ নূর হোসেন

আগে থেকে অবস্থান নেয়া নূর হোসেন চত্তরে থাকা বিএনপির নেতাকর্মীদের ধাওয়া ও মারধরের শিকার হয়ে বিক্ষোভকারী আওয়ামী লীগের নেতাকর্মীরা নূর হোসেন চত্তরে আসতে পারে নি।

রোববার সকাল নয়টার পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার‌্যালয়ের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন বিএনপি ও তার অংগসংগঠনের নেতাকর্মীরা।

সকালে রাজধানীর জিরো পয়েন্টে নূর হোসেন চত্বরে বিভিন্ন রাজনৈতিক দল পুষ্পস্তবক অর্পণ করেছেন।  শ্রদ্ধা নিবেদনের পর থেকে জিরো পয়েন্টে অবস্থান না নিলেও বিএনপি ও তাদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন।

এর আগে শনিবার মধ্যরাতেই জিরো পয়েন্টে ‘ছাত্র-জনতা’ ও ‘গণঅধিকার পরিষদ’ ব্যানারে একদল মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করেন।

স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদবিরোধী আন্দোলনের সময় যুবলীগ কর্মী নূর হোসেনকে হত্যার দিনটিতে রোববার ঢাকার জিপিও এলাকার ‘নূর হোসেন চত্বরে’ শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ; যেটি সরকার পতনের পর দলটির প্রথমবারের মত রাজপথের কর্মসূচি।

নূর হোসেন
নূর হোসেন

আওয়ামী লীগের ঘোষণা অনুযায়ী বিকাল তিনটায় বিক্ষোভ মিছিল করার কথা থাকলেও জিপিও মোড়ে ছাত্র জনতা এবং বিএনপির নেতাকর্মীদের উপস্থিতির কারণে পিছিয়ে সোয়া চারটার দিকে বিক্ষোভ শুরু করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আওয়ামী লীগের কর্মী সন্দেহে কার্যালয়ের সামনে কয়েকজনকে মারধরের পর পুলিশে দেয় বিএনপি নেতা-কর্মীরা। যাদের ধরা হয়েছে, তারা কেউ কেউ ‘জয় বাংলা’, আবার কেউ ‘শেখ হাসিনা দেশে ফিরবেন’ বলে স্লোগান দেন।

এ সময় শেখ ‘হাসিনা সরকার, বারবার দরকার; ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠোক আরেকবার; ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু; ‘শেখ শেখ শেখ মুজিব, লও লও লও সালাম’ স্লোগান দিতে থাকেন।

শেয়ার করুন

প্রতিকূলতা উপক্ষো করে

মাঠে নেমেছে আওয়ামী লীগ

সময় ০৫:১৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪

শত বাধার মুখেও মতিঝিল বাংলাদেশ ব্যাংক এর সামনে থেকে মিছিল নিয়ে মাঠে নেমেছে আওয়ামী লীগ। দলের নেতাকর্মীরা জিরো পয়েন্টের উদ্দেশ্যে রওনা করেছেন বিএনপি, পুলিশ আর আর শিবিরের কর্মীদের বাঁধার উপক্ষো করেই।

এমন একটি পোস্ট আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পোস্ট করা হয় ১০ই নভেম্বর রবিবার বিকাল ৪ টা ৩০ এ।

মাঠে নেমেছে আওয়ামী লীগ
মাঠে নেমেছে আওয়ামী লীগ

উল্লেখ্য রবিবার (১০ নভেম্বর) জিরো পয়েন্টে ‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ জন্য বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিল আওয়ামী লীগ। সে কর্মসূচি রুখে দিতে রাত থেকেই দিনভর জিরো পয়েন্টে জড়ো হয়েছেন শত শত ছাত্র-জনতা।

নূর হোসনে দিবসেকে কেন্দ্র করে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রোববার বিকাল চারটার দিকে গুলিস্তান বিআরটিসি বাসটার্মিনাল থেকে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের ব্যানারে শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী বিক্ষোভ শুরু করে। দক্ষিণ সিটি করপোরেশনের সামনে থেকে ঢাকা মহানগর আওয়ামী লীগের আরেকটি বিক্ষোভ মিছিলে যুবরীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ করেন এবং মতিঝিলের বাংলাদেশ ব্যাংকের উল্টোপাশের গলি থেকে কেন্দ্রীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে জিরো পয়েন্ট অভিমুখে বিক্ষোভ নিয়ে আসে।

শহীদ নূর হোসেন
শহীদ নূর হোসেন

আগে থেকে অবস্থান নেয়া নূর হোসেন চত্তরে থাকা বিএনপির নেতাকর্মীদের ধাওয়া ও মারধরের শিকার হয়ে বিক্ষোভকারী আওয়ামী লীগের নেতাকর্মীরা নূর হোসেন চত্তরে আসতে পারে নি।

রোববার সকাল নয়টার পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার‌্যালয়ের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন বিএনপি ও তার অংগসংগঠনের নেতাকর্মীরা।

সকালে রাজধানীর জিরো পয়েন্টে নূর হোসেন চত্বরে বিভিন্ন রাজনৈতিক দল পুষ্পস্তবক অর্পণ করেছেন।  শ্রদ্ধা নিবেদনের পর থেকে জিরো পয়েন্টে অবস্থান না নিলেও বিএনপি ও তাদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন।

এর আগে শনিবার মধ্যরাতেই জিরো পয়েন্টে ‘ছাত্র-জনতা’ ও ‘গণঅধিকার পরিষদ’ ব্যানারে একদল মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করেন।

স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদবিরোধী আন্দোলনের সময় যুবলীগ কর্মী নূর হোসেনকে হত্যার দিনটিতে রোববার ঢাকার জিপিও এলাকার ‘নূর হোসেন চত্বরে’ শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ; যেটি সরকার পতনের পর দলটির প্রথমবারের মত রাজপথের কর্মসূচি।

নূর হোসেন
নূর হোসেন

আওয়ামী লীগের ঘোষণা অনুযায়ী বিকাল তিনটায় বিক্ষোভ মিছিল করার কথা থাকলেও জিপিও মোড়ে ছাত্র জনতা এবং বিএনপির নেতাকর্মীদের উপস্থিতির কারণে পিছিয়ে সোয়া চারটার দিকে বিক্ষোভ শুরু করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আওয়ামী লীগের কর্মী সন্দেহে কার্যালয়ের সামনে কয়েকজনকে মারধরের পর পুলিশে দেয় বিএনপি নেতা-কর্মীরা। যাদের ধরা হয়েছে, তারা কেউ কেউ ‘জয় বাংলা’, আবার কেউ ‘শেখ হাসিনা দেশে ফিরবেন’ বলে স্লোগান দেন।

এ সময় শেখ ‘হাসিনা সরকার, বারবার দরকার; ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠোক আরেকবার; ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু; ‘শেখ শেখ শেখ মুজিব, লও লও লও সালাম’ স্লোগান দিতে থাকেন।