বিডিআর বিদ্রোহ
পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত দ্রুতই শুরু হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- সময় ১১:১১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
- / 250
ঢাকার পিলখানায় বিডিআর সদর দফতরে সংঘঠিত হত্যাকাণ্ডের পুনঃতদন্ত দ্রুতই শুরু হবে। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি এই হত্যাকান্ড সংঘঠিত হয়। যা ইতিহাসে বিডিআর বিদ্রোহ হিসেবে পরিচিত। আজ সোমবার সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বিজিবি সদর দফতর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বিডিআর হত্যাকাণ্ডের (পিলখানা হত্যাকাণ্ড) পুনঃতদন্ত অবশ্যই হতে হবে। আর সেটা দ্রুতই হবে।’
উপদেষ্টা আজ সকালে বিজিবি সদর দপ্তরে সীমান্ত সম্মেলন কেন্দ্রে বিভিন্ন পর্যায়ের বিজিবি সদস্যদের সাথে মতবিনিময় করেন। এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন।
৫ আগস্ট পরবর্তী সময়ে সারাদেশে বিজিবির সার্বিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে সীমান্তে বিজিবিকে কঠোর হওয়ার নির্দেশ প্রদান করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, ‘সীমান্তে নিরাপত্তার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। চোরাচালান যেন না হয় সেদিকে কড়া নজর রাখতে হবে।’
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানা হত্যাকাণ্ড বিডিআর সদর দফতরে (বর্তমান নাম বিজিবি) বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। হত্যা মামলায় খালাস বা সাজাভোগ শেষে বিস্ফোরক মামলার কারণে মুক্তি আটকে আছে ৪৬৮ বিডিআর সদস্যের।
এদিকে, পিলখানায় বিডিআর হত্যার নেপথ্যের কারণ উদঘাটনে পুনঃতদন্ত কমিশন হয়েছে কি না, তা রাষ্ট্রপক্ষের কাছে জানতে চেয়েছে হাইকোর্ট।
গতকাল রবিবার সকালে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ রাষ্ট্রপক্ষের আইনজীবীর কাছে বিষয়টি জানতে চান। আগামী মঙ্গলবার এ নিয়ে আদেশ দেওয়া হবে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবীরা।