ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ক্রিকেট দলে কি আবারও কোন্দলের বার্তা!

নিউজ ডেস্ক
  • সময় ০১:৫৮:১৭ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
  • / 268

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ করে এবার সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। আসন্ন এই সিরিজ সামনে রেখে গত শুক্রবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির ঘোষণা করা ১৫ সদস্যের দলে জায়গা হয়নি তাইজুল ইসলাম, এনামুল হক বিজয় এবং শেখ মেহেদী হাসানের। দল ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে রহস্যময় পোস্ট করেছেন এই তিন ক্রিকেটার। ক্রিকেটারদের এমন রহস্যময় পোস্ট নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। প্রশ্ন উঠেছে বাংলাদেশ ক্রিকেট দলে আবারও অভ্যন্তরীণ কোন্দলের সৃষ্টি হয়েছে কি না?

দল ঘোষণার পর সবার প্রথমে পোস্ট দেন তাইজুল। তাইজুল তার পোস্টে পাঁচটি ইমোজি ব্যবহার করেছেন, যেখানে দুটি হাসির এবং তিনটি হাততালি দেওয়ার ইমোজি রয়েছে।

এরপর বিজয় ফেসবুকে একটি ছবি পোস্ট করে লিখেছেন, আমি জানি না, আল্লাহ জানেন। কিন্তু যত দিন সম্ভব, আমি চেষ্টা করে যাব। আমার স্বপ্নগুলোকে পূরণ করব। এরপর শেখ মেহেদী তার পোস্টে মুখ বন্ধ রাখার চারটি ইমোজি যুক্ত করেছেন।

ক্রিকেটারদের এমন পোস্টের পর শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। সবশেষ বাংলাদেশ ওয়ানডে খেলেছিল চলতি বছরের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে। সেই সিরিজের দলে ছিলেন এই তিন ক্রিকেটার। তবে আফগানিস্তান সিরিজে জায়গা পাননি তারা।

তাই তাদের এমন পোস্ট দেখে সবাই ধারণা করছে, আফগানিস্তানের বিপক্ষে দলে না রাখাতেই ক্রিকেটারদের এমন স্ট্যাটাস। আবার কারো কারো মন্তব্য, শান্তকে অধিনায়ক হিসেবে বহাল রাখাতেও এমনটা দিয়েছেন এই তিন ক্রিকেটার।

কেননা ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ চলাকালীন শোনা যায় বাংলাদেশ দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষেই নেতৃত্ব ছাড়ার কথা জানিয়েছিলেন তিনি। তবে আশা পূরণ হয়নি বাঁহাতি ব্যাটারের, আফগানিস্তান সিরিজেও বিসিবি তাকে দায়িত্ব দিয়েছে। আর সেটা নিয়েও অসন্তুষ্ট থাকতে পারেন এই তিন ক্রিকেটার। যার ফলে প্রশ্ন উঠছে তাহলে কি ফের জাতীয় দলে অভ্যন্তরিণ কোন্দলের সৃষ্টি হয়েছে?

বিসিবি’র একটি সূত্রে জানা গেছে প্রধান নির্বাচক দু’জনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। তাইজুল ইসলামকে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দলে না রাখার সিদ্ধান্ত বেশ আলোচিত হয়েছে। বিশেষত, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে ১৩ উইকেট নিয়েছেন তাইজুল।

তবে ওয়ানডেতে সর্বশেষ শ্রীলঙ্কার সিরিজে বল হাতে একদমই সুবিধা করতে পারেননি তিনি। দুই ম্যাচে একাদশে সুযোগ পেয়েছেন। এক ম্যাচে ৮ ওভার বোলিং করে রান দিয়েছেন ওভারপ্রতি ৬.৭৫। আরেক ম্যাচে ৫ ওভারে ৮.৬০ রান দিয়েছেন ওভারপ্রতি। উইকেট পেয়েছেন ১ টি। তার এই পারফরম্যান্স বিবেচনাতেই ওয়ানডে ফরম্যাটে তাকে রাখা হয়নি বলেই জানা গেছে।

শেয়ার করুন

ক্রিকেট দলে কি আবারও কোন্দলের বার্তা!

সময় ০১:৫৮:১৭ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ করে এবার সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। আসন্ন এই সিরিজ সামনে রেখে গত শুক্রবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির ঘোষণা করা ১৫ সদস্যের দলে জায়গা হয়নি তাইজুল ইসলাম, এনামুল হক বিজয় এবং শেখ মেহেদী হাসানের। দল ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে রহস্যময় পোস্ট করেছেন এই তিন ক্রিকেটার। ক্রিকেটারদের এমন রহস্যময় পোস্ট নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। প্রশ্ন উঠেছে বাংলাদেশ ক্রিকেট দলে আবারও অভ্যন্তরীণ কোন্দলের সৃষ্টি হয়েছে কি না?

দল ঘোষণার পর সবার প্রথমে পোস্ট দেন তাইজুল। তাইজুল তার পোস্টে পাঁচটি ইমোজি ব্যবহার করেছেন, যেখানে দুটি হাসির এবং তিনটি হাততালি দেওয়ার ইমোজি রয়েছে।

এরপর বিজয় ফেসবুকে একটি ছবি পোস্ট করে লিখেছেন, আমি জানি না, আল্লাহ জানেন। কিন্তু যত দিন সম্ভব, আমি চেষ্টা করে যাব। আমার স্বপ্নগুলোকে পূরণ করব। এরপর শেখ মেহেদী তার পোস্টে মুখ বন্ধ রাখার চারটি ইমোজি যুক্ত করেছেন।

ক্রিকেটারদের এমন পোস্টের পর শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। সবশেষ বাংলাদেশ ওয়ানডে খেলেছিল চলতি বছরের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে। সেই সিরিজের দলে ছিলেন এই তিন ক্রিকেটার। তবে আফগানিস্তান সিরিজে জায়গা পাননি তারা।

তাই তাদের এমন পোস্ট দেখে সবাই ধারণা করছে, আফগানিস্তানের বিপক্ষে দলে না রাখাতেই ক্রিকেটারদের এমন স্ট্যাটাস। আবার কারো কারো মন্তব্য, শান্তকে অধিনায়ক হিসেবে বহাল রাখাতেও এমনটা দিয়েছেন এই তিন ক্রিকেটার।

কেননা ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ চলাকালীন শোনা যায় বাংলাদেশ দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষেই নেতৃত্ব ছাড়ার কথা জানিয়েছিলেন তিনি। তবে আশা পূরণ হয়নি বাঁহাতি ব্যাটারের, আফগানিস্তান সিরিজেও বিসিবি তাকে দায়িত্ব দিয়েছে। আর সেটা নিয়েও অসন্তুষ্ট থাকতে পারেন এই তিন ক্রিকেটার। যার ফলে প্রশ্ন উঠছে তাহলে কি ফের জাতীয় দলে অভ্যন্তরিণ কোন্দলের সৃষ্টি হয়েছে?

বিসিবি’র একটি সূত্রে জানা গেছে প্রধান নির্বাচক দু’জনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। তাইজুল ইসলামকে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দলে না রাখার সিদ্ধান্ত বেশ আলোচিত হয়েছে। বিশেষত, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে ১৩ উইকেট নিয়েছেন তাইজুল।

তবে ওয়ানডেতে সর্বশেষ শ্রীলঙ্কার সিরিজে বল হাতে একদমই সুবিধা করতে পারেননি তিনি। দুই ম্যাচে একাদশে সুযোগ পেয়েছেন। এক ম্যাচে ৮ ওভার বোলিং করে রান দিয়েছেন ওভারপ্রতি ৬.৭৫। আরেক ম্যাচে ৫ ওভারে ৮.৬০ রান দিয়েছেন ওভারপ্রতি। উইকেট পেয়েছেন ১ টি। তার এই পারফরম্যান্স বিবেচনাতেই ওয়ানডে ফরম্যাটে তাকে রাখা হয়নি বলেই জানা গেছে।