জাপার সমাবেশ ঘিরে ‘নিষেধাজ্ঞা’

- সময় ০৯:৪৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
- / 310
জাতীয় পার্টির সমাবেশ কেন্দ্র করে শনিবার রাজধানীর কাকরাইল ও এর পার্শ্ববর্তী এলাকায় যেকোনও প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা,
বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (১ নভেম্বর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাজধানীর বিজয় নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের
ঘটনাকে কেন্দ্র করে শনিবার (২ নভেম্বর) কার্যালয়ের সামনে সমাবেশের ঘোষণা দিয়েছেন পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
অন্যদিকে দলটির ডাকা সমাবেশ ‘করতে দেওয়া হবে না’ বলে হুঁশিয়ারি দিয়েছে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতা’।
এদিকে, নিজেদের পোড়া কার্যালয়ের সামনে কাল শনিবার সমাবেশ করবে বলে আজ সকালে ঘোষণা দেয় জাতীয় পার্টি।
এক সংবাদ সম্মেলনে জাপা চেয়ারম্যান ঘোষণা দেন, জীবনের ঝুঁকি নিয়ে হলেও শনিবার কাকরাইলে সমাবেশ করবে তার দল।
এ সময় তিনি বলেন, ‘আমরা ২ তারিখ (২ নভেম্বর, শনিবার) যে কর্মসূচি দিয়েছি, সে কর্মসূচি চালু থাকবে।
কেউ ভয় পাবেন না যে যেখানে আছেন।…আমরা মরতে আসছি, আমরা মরতে চাই। কত লোক মারবেন ওনারা, আমরা সেটা দেখতে চাই।
মনে রাখবেন, ইসলামের শিক্ষা হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করা। হাত দিয়ে প্রতিবাদ করতে না পারলে মুখ দিয়ে করো।
মুখ দিয়ে না পারলে অন্তর দিয়ে ঘৃণা করো। আমাদের সেটা করতে হবে। তার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি।’
পাল্টাপাল্টি এমন কর্মসূচি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ডিএমপি ওই এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি দিলো।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited