ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ইসি গঠনের সার্চ কমিটিতে তাহসানের মা

নিজস্ব প্রতিবেদক
  • সময় ০২:৩৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
  • / 268

জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খানের মা অধ্যাপক জিন্নাতুন নেছা তাহমিদা বেগম জায়গা করে নিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)’র ছয় সদস্যের সার্চ কমিটিতে।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে সভাপতি করে নির্বাচন কমিশন (ইসি) গঠনে ছয় সদস্যের সার্চ কমিটি (অনুসন্ধান) গঠন করেছে অন্তর্বর্তী সরকার।

৩১ অক্টোবর বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

জিন্নাতুন নেছা তাহমিদা বেগম বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসির) অষ্টম চেয়ারম্যান ছিলেন।

তিনি ১৯৬৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মান ও ১৯৬৭ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ১৯৭৭ সালে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তাহসানের মা ছাড়াও কমিটির অন্য সদস্যরা হলেন হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) চেয়ারম্যান মোবাশ্বের মোনেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

এর আগে বিসিএসের প্রশ্নে ফাঁসের ঘটনায় আলোচিত পিএসসির গাড়িচালক আবেদ আলী কাণ্ড সামনে আসার পর প্রশ্নফাঁস কেলেঙ্কারিতে নাম আসে জিন্নাতুন নেছা তাহমিদা বেগমের।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে প্রচার করেন, ২০০২ সালের ৯ মে পিএসসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন তাহসানের মা।

তিনি দায়িত্ব নেওয়ার পরই ২৪তম বিসিএস পরীক্ষার সবচেয়ে বড় প্রশ্নফাঁস কেলেঙ্কারির অভিযোগ ওঠে, যা দেশজুড়ে আলোড়ন তুলেছিল।

পরে ২৪তম বিসিএস-এর পরীক্ষা বাতিল করা হয়। সেই বিসিএসেই পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছিলেন তাহসান খান। পরে বিষয়টি নিয়ে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রচার হলে জানা যায় ঘটনাটি সঠিক নয়। ভুল তথ্য দিয়ে তাহসানকে জড়িয়ে অপপ্রচার চালানো হয়।

তাহসানের কাজের খবর হচ্ছে ২৯ নভেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ কনসার্টে অংশ নেবেন তিনি।

ত্রিপল টাইম কমিউনিকেশনের আয়োজনে এই কনসার্টের মূল আকর্ষণ পাকিস্তান ও উপমহাদেশের জনপ্রিয় শিল্পী আতিফ আসলাম।

এতে আরও পারফর্ম করবেন আরেক পাকিস্তানি তরুণ শিল্পী আবদুল হান্নান। এই কনসার্টে পারফর্ম করবেন বাংলাদেশের তাহসান খান ও ব্যান্ড কাকতাল।

শেয়ার করুন

ইসি গঠনের সার্চ কমিটিতে তাহসানের মা

সময় ০২:৩৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪

জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খানের মা অধ্যাপক জিন্নাতুন নেছা তাহমিদা বেগম জায়গা করে নিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)’র ছয় সদস্যের সার্চ কমিটিতে।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে সভাপতি করে নির্বাচন কমিশন (ইসি) গঠনে ছয় সদস্যের সার্চ কমিটি (অনুসন্ধান) গঠন করেছে অন্তর্বর্তী সরকার।

৩১ অক্টোবর বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

জিন্নাতুন নেছা তাহমিদা বেগম বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসির) অষ্টম চেয়ারম্যান ছিলেন।

তিনি ১৯৬৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মান ও ১৯৬৭ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ১৯৭৭ সালে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তাহসানের মা ছাড়াও কমিটির অন্য সদস্যরা হলেন হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) চেয়ারম্যান মোবাশ্বের মোনেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

এর আগে বিসিএসের প্রশ্নে ফাঁসের ঘটনায় আলোচিত পিএসসির গাড়িচালক আবেদ আলী কাণ্ড সামনে আসার পর প্রশ্নফাঁস কেলেঙ্কারিতে নাম আসে জিন্নাতুন নেছা তাহমিদা বেগমের।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে প্রচার করেন, ২০০২ সালের ৯ মে পিএসসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন তাহসানের মা।

তিনি দায়িত্ব নেওয়ার পরই ২৪তম বিসিএস পরীক্ষার সবচেয়ে বড় প্রশ্নফাঁস কেলেঙ্কারির অভিযোগ ওঠে, যা দেশজুড়ে আলোড়ন তুলেছিল।

পরে ২৪তম বিসিএস-এর পরীক্ষা বাতিল করা হয়। সেই বিসিএসেই পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছিলেন তাহসান খান। পরে বিষয়টি নিয়ে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রচার হলে জানা যায় ঘটনাটি সঠিক নয়। ভুল তথ্য দিয়ে তাহসানকে জড়িয়ে অপপ্রচার চালানো হয়।

তাহসানের কাজের খবর হচ্ছে ২৯ নভেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ কনসার্টে অংশ নেবেন তিনি।

ত্রিপল টাইম কমিউনিকেশনের আয়োজনে এই কনসার্টের মূল আকর্ষণ পাকিস্তান ও উপমহাদেশের জনপ্রিয় শিল্পী আতিফ আসলাম।

এতে আরও পারফর্ম করবেন আরেক পাকিস্তানি তরুণ শিল্পী আবদুল হান্নান। এই কনসার্টে পারফর্ম করবেন বাংলাদেশের তাহসান খান ও ব্যান্ড কাকতাল।