সত্যিই কি অধিনায়কত্ব ছাড়ছেন শান্ত!
- সময় ০২:২৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
- / 256
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট শেষেই নাজমুল হোসেন শান্ত’র অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জন ওঠে।
দ্বিতীয় টেস্ট চলাকালেই সেই আলোচনা আরও জোরালো হয়।
পরে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন তিনি নিজে সরাসরি শান্ত’র সঙ্গে কথা বলবেন। তবে এখনও নাকি তাদের কথা হয়নি বিষয়টি নিয়ে।
তবে ক্রিকেট মহলে জোর আলোচনা চলছে, সত্যিই কি অধিনায়কত্ব ছাড়ছেন নাজমুল হোসেন শান্ত! এ নিয়ে ক্রিকেট পাড়ায় চলছে জোর গুঞ্জন।
পারফরমেন্স বিবেচনায় নাজমুল হাসান শান্তকে চাপমুক্ত রাখতে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো উচিত বলেও মনে করেন বাংলাদেশের অনেক ক্রিকেটপ্রেমী।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম টেস্টে হারের পর সংবাদ সম্মেলনে এ ব্যাপারে শান্ত বলেছেন, ‘অধিনায়কত্বের ব্যাপারে সভাপতি (ফারুক) কথা বলেছেন আপনাদের সঙ্গে। এ ব্যাপারে এখানে আমি আর কোনো মন্তব্য না করি। হয়তো ক্রিকেট বোর্ড থেকেই একটা (খবর) পাবেন।’
বিসিবি সভাপতির সঙ্গে কথা হয়েছে কি না জানতে চাইলে শান্ত বলেন, ‘এখন পর্যন্ত (কথা) হয়নি।
আমার এখনও সভাপতির সঙ্গে কথা হয়নি এ নিয়ে। কথা হলে আমি বা সভাপতি ক্লিয়ার একটা মেসেজ দিতে পারব।’
এর আগে বুধবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানান,
‘কোনো প্রেসের সঙ্গে নাজমুল এই ব্যাপারে কথা বলেছে কি না আমি জানি না। স্যোশাল মিডিয়ার যুগে অনেক সময় ওদের স্ট্রেস কাজ করে। যেকোনো নিউজ তাদের ওপর প্রভাব ফেলতে পারে। তবে এমন কিছু হলে বাইরে কথা না বলে সরাসরি কথা বলা ভালো।’
শান্তর নেতৃত্ব ছাড়া নিয়ে প্রথম গুঞ্জন সামনে আসে ক্রিকবাজের এক প্রতিবেদনে। যেখানে বিসিবির এক কর্মকর্তা বলেছিলেন, সে আমাদের জানিয়েছে, দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে সে আর দলকে নেতৃত্ব দিতে চায় না।
একই প্রতিবেদনে শান্ত বলেন, দেখা যাক কী হয়। কারণ আমি এখনও সভাপতির কাছ থেকে শোনার অপেক্ষায় আছি।
তবে ক্রিকেটপ্রেমীদের মধ্যে আরেকটি গ্রুপ মনে করেন,
নাজমুল হাসান শান্তকেই অধিনায়ক রাখা হোক। কারণ সমসাময়িক বাংলাদেশের টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে নাজমুল হোসেন শান্ত অনেক বেশি পরিপক্ক এবং ভালো খেলোয়ার।
সেক্ষেত্রে তাকে আরো সময় দেয়া উচিত বিসিবির পক্ষ থেকে।