ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পরীমনির উত্তেজনায় নতুন খেলা!

বিনোদন প্রতিবেদক
  • সময় ১২:৩৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
  • / 295

‘ক্ষমতার খেলায় জীবন হারিয়ে যায়। বিশ্বাসঘাতকতার দাম দিতে হবে প্রাণ দিয়ে। রক্তের দাম রক্তে শোধ হবে। লিখা হবে এক প্রেমের কিসসা।’-এমন কথা লিখেই ওটিটি প্লাটফর্ম হইচই শেয়ার করেছে বহুল প্রতীক্ষত ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এর ট্রেলার! নায়িকা পরীমনির নতুন এই অভিনয়কে দর্শকদের মধ্যে নতুন এক উন্মাদনা সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, পরীমনি মানেই চরম উত্তেজনা এবং নতুন খেলা।

মঙ্গলবার প্রকাশিত আড়াই মিনিটের ট্রেলারটি দর্শকদের কাছে প্রশংসা কুড়াচ্ছে। তবে বেশীরভাগ দর্শকই ট্রেলার দেখে করেছেন পরীর প্রশংসা। একজন ট্রেলারটি দেখে মন্তব্য করেছেন, পরীমনির এরকম একটা কামব্যাক দরকার ছিল।” আরেকজন লিখেছেন “অসাধারণ হয়েছে, জাস্ট সুপার। আমার পরী আপুকে অনেক ভালো লাগে। মা হওয়ার পর আরো ভালো লাগে।
জয়ন্ত নামের একজন লিখেছেন, কী দেখলাম এটা, বিশ্বাস করতে পারছি না এটা পরী। অসাধারণ অভিনয়।” আপন নামের একজন দর্শক লিখেছেন, “দুজনেই সুপার অভিনয় করেছেন, জাস্ট অসাধারণ ট্রেলার।
নাজিমউদ দৌলা লিখেছেন, খুব ভালো লেগেছে ট্রেলার। কনটেন্ট ভালো হবে আশা করছি। ইমন নামে একজন লিখেছেন, কামব্যাক এমনই হওয়া উচিত। দুর্দান্ত পরীমনি। ফুয়াদ নামের একজন দর্শক লিখেছেন,“স্বপ্নজালের পর আবার মনে হয় পরীর একটা সুন্দর অভিনয় আমরা পাচ্ছি।

বরিশালের মতো একটা মফস্বল শহরে প্রদীপ ও সুপ্তীর সুখের সংসার। নতুন জীবন শুরু হওয়ার আগেই মিথ্যা অভিযোগে সবকিছু এলোমেলো হতে থাকে। প্রদীপের জীবনের অতীত তেড়ে নিয়ে বেড়ায় তাদের। গর্ভবতী সুপ্তীও ছুটতে থাকে তার প্রাণ প্রিয় স্বামীর সাথে। এমনই এক প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ‘রঙিলা কিতাব’।

অনম বিশ্বাসের পরিচালনায় প্রদীপ ও সুপ্তীর চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজ নুর ইমরান ও পরীমণি। কিঙ্কর আহসানের উপন্যাস ‘রঙিলা কিতাব’-এর ছায়া অবলম্বনে সিরিজটি নির্মিত হয়েছে। এই কাজের মাধ্যমে ওটিটি সিরিজে অভিষেক ঘটলো চিত্রনায়িকা পরীর। সিরিজটি যে হতে যাচ্ছে টান টান উত্তেজনার, সেটার আঁচ পাওয়া গেল ট্রেলারেও। আড়াই মিনিটে যে কাজ মানুষের আগ্রহ বাড়িয়েছে, নির্মাতার বিশ্বাস- পুরো সিরিজটি দেখে আশাহত হবেন না দর্শক। তার জন্য অপেক্ষা করতে হবে ৮ নভেম্বর পর্যন্ত।

শেয়ার করুন

পরীমনির উত্তেজনায় নতুন খেলা!

সময় ১২:৩৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪

‘ক্ষমতার খেলায় জীবন হারিয়ে যায়। বিশ্বাসঘাতকতার দাম দিতে হবে প্রাণ দিয়ে। রক্তের দাম রক্তে শোধ হবে। লিখা হবে এক প্রেমের কিসসা।’-এমন কথা লিখেই ওটিটি প্লাটফর্ম হইচই শেয়ার করেছে বহুল প্রতীক্ষত ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এর ট্রেলার! নায়িকা পরীমনির নতুন এই অভিনয়কে দর্শকদের মধ্যে নতুন এক উন্মাদনা সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, পরীমনি মানেই চরম উত্তেজনা এবং নতুন খেলা।

মঙ্গলবার প্রকাশিত আড়াই মিনিটের ট্রেলারটি দর্শকদের কাছে প্রশংসা কুড়াচ্ছে। তবে বেশীরভাগ দর্শকই ট্রেলার দেখে করেছেন পরীর প্রশংসা। একজন ট্রেলারটি দেখে মন্তব্য করেছেন, পরীমনির এরকম একটা কামব্যাক দরকার ছিল।” আরেকজন লিখেছেন “অসাধারণ হয়েছে, জাস্ট সুপার। আমার পরী আপুকে অনেক ভালো লাগে। মা হওয়ার পর আরো ভালো লাগে।
জয়ন্ত নামের একজন লিখেছেন, কী দেখলাম এটা, বিশ্বাস করতে পারছি না এটা পরী। অসাধারণ অভিনয়।” আপন নামের একজন দর্শক লিখেছেন, “দুজনেই সুপার অভিনয় করেছেন, জাস্ট অসাধারণ ট্রেলার।
নাজিমউদ দৌলা লিখেছেন, খুব ভালো লেগেছে ট্রেলার। কনটেন্ট ভালো হবে আশা করছি। ইমন নামে একজন লিখেছেন, কামব্যাক এমনই হওয়া উচিত। দুর্দান্ত পরীমনি। ফুয়াদ নামের একজন দর্শক লিখেছেন,“স্বপ্নজালের পর আবার মনে হয় পরীর একটা সুন্দর অভিনয় আমরা পাচ্ছি।

বরিশালের মতো একটা মফস্বল শহরে প্রদীপ ও সুপ্তীর সুখের সংসার। নতুন জীবন শুরু হওয়ার আগেই মিথ্যা অভিযোগে সবকিছু এলোমেলো হতে থাকে। প্রদীপের জীবনের অতীত তেড়ে নিয়ে বেড়ায় তাদের। গর্ভবতী সুপ্তীও ছুটতে থাকে তার প্রাণ প্রিয় স্বামীর সাথে। এমনই এক প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ‘রঙিলা কিতাব’।

অনম বিশ্বাসের পরিচালনায় প্রদীপ ও সুপ্তীর চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজ নুর ইমরান ও পরীমণি। কিঙ্কর আহসানের উপন্যাস ‘রঙিলা কিতাব’-এর ছায়া অবলম্বনে সিরিজটি নির্মিত হয়েছে। এই কাজের মাধ্যমে ওটিটি সিরিজে অভিষেক ঘটলো চিত্রনায়িকা পরীর। সিরিজটি যে হতে যাচ্ছে টান টান উত্তেজনার, সেটার আঁচ পাওয়া গেল ট্রেলারেও। আড়াই মিনিটে যে কাজ মানুষের আগ্রহ বাড়িয়েছে, নির্মাতার বিশ্বাস- পুরো সিরিজটি দেখে আশাহত হবেন না দর্শক। তার জন্য অপেক্ষা করতে হবে ৮ নভেম্বর পর্যন্ত।