আবারও উত্তপ্ত পাহাড়
খাগড়াছড়িতে চলছে সকাল-সন্ধ্যা অবরোধ
- সময় ১১:৩৫:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
- / 263
খাগড়াছড়িতে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ডাকে সকাল-সন্ধ্যা সড়কপথ অবরোধ চলছে। অবরোধের কারণে দূরপাল্লার সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে শহরে ভেতরে ছোট ছোট যানবাহন চলাচল করতে দেখা গেছে।
বুধবার খাগড়াছড়ির ইউপিডিএফ’র ৩ কর্মীকে হত্যার প্রতিবাদে এই অবরোধের ডাক দেয় সংগঠনটি। অবরোধের কারণে ঢাকা-চট্রগ্রামসহ দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। চলছে না আন্তজেলা ও অভ্যন্তরীণ সড়কে কোনও গাড়ি।
তবে শহর, শহরতলিতে হালকা যান চলাচল করতে দেখা যায়। এ ছাড়া ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা যাত্রীবাহী নৈশবাসগুলো পুলিশি প্রহরায় খাগড়াছড়িতে প্রবেশ করে।
জেলার সহকারী পুলিশ সুপার আবু জাফর মোহাম্মদ সালেহ বলেন, ‘সড়ক অবরোধ চলাকালে যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে খাগড়াছড়ি জেলা সদর ছাড়াও বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’