ঢাকা ০৭:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জার্মানীতে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ফয়সাল আহাম্মেদ দ্বীপ, জার্মান প্রতিনিধি
  • সময় ০৯:১০:২০ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
  • / 361

জার্মানীতে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে জার্মানি কেন্দ্রীয় যুবদল। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রকৌশলী সাইফুর রহমান চৌধুরী এবং পরিচালনা করেন নুরুল ইসলাম পুন্য। বক্তব্য রাখেন যুবদল নেতা জাহিদ দেওয়ান, আরমান শামীম, মামুনুর রশিদ, দ্বীন ইসলাম, রহিম সাজ্জাদসহ স্বেচ্ছাসেবক দল নেতা হাসান ভূঁইয়া।

প্রকৌশলী সাইফুর রহমান চৌধুরী বলেন ৫ই আগস্ট স্বৈরাচার সরকারের পতনের মাধ্যমে আমরা যে স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতা রক্ষা করা আমাদের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সুতরাং এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে। গত ১৬ বছরে স্বৈরাচার সরকার লুটপাট করে দেশের যে ক্ষতি করেছে সেই ক্ষতি পূরণ করতে যেকোনো সরকারের পক্ষে হিমশিম খেতে হবে।

এদেশের অর্থনৈতিক উন্নয়ন, সমাজ ব্যবস্থার উন্নয়ন, সামাজিক নিরাপত্তার উন্নয়ন, বেকার সমস্যার সমাধান এবং শিক্ষার মান উন্নয়ন করতে হলে দল-মত নির্বিশেষে দেশের সকল যুবকদের এগিয়ে আসতে হবে।

তিনি আরো বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমান গত ১৬ বছর ধরে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে লড়াই করে আসছেন, আন্দোলনের বীজ বপন করেছে বিএনপি আর সেই ধারাবাহিকতায় ছাত্র জনতা এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে আমরা ৫ই আগস্ট স্বৈরাচার সরকার পতন করতে পেরেছি।

নুরুল ইসলাম পূণ্য বলেন, আমরা বিদেশে বসেও আমাদের সময় এবং অর্থ ব্যয় করে রাজনীতি করছি শুধু দেশ প্রেমের কারনে, আমরা বাংলাদেশ থেকে যত দূরেই থাকি না কেন আমাদের এই দেশ ভালো থাকুক সেটা আমরা সবসময় কামনা করি, সুতরাং নতুন করে বাংলাদেশ গড়তে আমরা প্রবাস থেকে সর্বোচ্চ সহযোগিতা করব।

অনুষ্ঠানের শেষে নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুসাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত ও দোয়ার মাধ্যমে আলোচনা সভা শেষ করেন।

শেয়ার করুন

জার্মানীতে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সময় ০৯:১০:২০ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে জার্মানি কেন্দ্রীয় যুবদল। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রকৌশলী সাইফুর রহমান চৌধুরী এবং পরিচালনা করেন নুরুল ইসলাম পুন্য। বক্তব্য রাখেন যুবদল নেতা জাহিদ দেওয়ান, আরমান শামীম, মামুনুর রশিদ, দ্বীন ইসলাম, রহিম সাজ্জাদসহ স্বেচ্ছাসেবক দল নেতা হাসান ভূঁইয়া।

প্রকৌশলী সাইফুর রহমান চৌধুরী বলেন ৫ই আগস্ট স্বৈরাচার সরকারের পতনের মাধ্যমে আমরা যে স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতা রক্ষা করা আমাদের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সুতরাং এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে। গত ১৬ বছরে স্বৈরাচার সরকার লুটপাট করে দেশের যে ক্ষতি করেছে সেই ক্ষতি পূরণ করতে যেকোনো সরকারের পক্ষে হিমশিম খেতে হবে।

এদেশের অর্থনৈতিক উন্নয়ন, সমাজ ব্যবস্থার উন্নয়ন, সামাজিক নিরাপত্তার উন্নয়ন, বেকার সমস্যার সমাধান এবং শিক্ষার মান উন্নয়ন করতে হলে দল-মত নির্বিশেষে দেশের সকল যুবকদের এগিয়ে আসতে হবে।

তিনি আরো বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমান গত ১৬ বছর ধরে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে লড়াই করে আসছেন, আন্দোলনের বীজ বপন করেছে বিএনপি আর সেই ধারাবাহিকতায় ছাত্র জনতা এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে আমরা ৫ই আগস্ট স্বৈরাচার সরকার পতন করতে পেরেছি।

নুরুল ইসলাম পূণ্য বলেন, আমরা বিদেশে বসেও আমাদের সময় এবং অর্থ ব্যয় করে রাজনীতি করছি শুধু দেশ প্রেমের কারনে, আমরা বাংলাদেশ থেকে যত দূরেই থাকি না কেন আমাদের এই দেশ ভালো থাকুক সেটা আমরা সবসময় কামনা করি, সুতরাং নতুন করে বাংলাদেশ গড়তে আমরা প্রবাস থেকে সর্বোচ্চ সহযোগিতা করব।

অনুষ্ঠানের শেষে নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুসাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত ও দোয়ার মাধ্যমে আলোচনা সভা শেষ করেন।