“নতুন সরকার যদি এখন তাদের কাজে আমাকে ডাকে, অবশ্যই আমি সাড়া দেবো”
- সময় ০৬:৩৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
- / 242
নুসরাত ফারিয়া দেশের বিনোদন জগতের একটি পরিচিত নাম, মডেলিং এবং সিনেমা নিয়ে তার ব্যস্ততা থাকলেও বেশ কিছুদিন নতুন কোনো কাজের সঙ্গে যুক্ত হননি। সর্বশেষ তাকে বড়পর্দায় দেখা গিয়েছিল ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায়, যেখানে তিনি শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন। সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে ব্যাপক ট্রল শুরু হয়েছে। ১০ জুলাই নুসরাত ফারিয়া একটি শো করতে কানাডা গিয়েছিলেন এবং ১৭ আগস্ট দেশে ফিরে আসেন।
দেশে ফিরে আসার পরেও নুসরাত ফারিয়া প্রায় তিন মাসের মতো শুটিং সেট থেকে দূরে ছিলেন। এ বিষয়ে তিনি গণমাধ্যমে স্পষ্টভাবে বলেন, “ক্যারিয়ার শুরুর পর এত লম্বা সময় শুটিং সেটের বাইরে থাকিনি। দেশে কোনো কিছু ঘটলেই বিনোদন অঙ্গনের ওপর প্রভাব পড়ে। আমাদের মতো অভিনেতাদের কথাই না বললাম, কিন্তু যারা লাইট, ক্যামেরা বা প্রোডাকশনে কাজ করে বা দিন চুক্তিতে কাজ করে তাদের কী অবস্থা? মনে হয় না তারা ভালো আছে। বর্তমান সরকারের উচিত এ বিষয়গুলোতে নজর দেওয়া। সাধারণ শিল্পী ও কলাকুশলীদের জন্য ভাতার ব্যবস্থা করলে তারা অন্তত পরিবার নিয়ে বেঁচে থাকতে পারবে।”
সামাজিক যোগাযোগমাধ্যমে নুসরাত ফারিয়াকে নিয়ে চলমান ট্রল প্রসঙ্গে তিনি বলেন, “কাকে কী বলব! আমার ক্যারিয়ার ১২ বছরের, এই সময়টা আওয়ামী লীগ সরকারকেই ক্ষমতায় দেখেছি। তারা যখনই যেকোনো কাজের জন্য ডেকেছে, আমি সাড়া দিয়েছি। আমি এখানে টাইম পাসের জন্য আসিনি; এটা আমার রুটি-রুজির জায়গা। কাজের প্রস্তাব এলে তো অবশ্যই করব, এটাই নিয়ম। যদি কেউ আমাকে আওয়ামী সমর্থক ভেবে দূরে সরিয়ে দেয়, আমার কী করার আছে?”
তিনি আরও যোগ করেন, “আমরা শিল্পী, আমাদের কাজ মানুষকে বিনোদন দেওয়া। এটাই করে গেছি। কখনোই কারও অন্ধ সমর্থক ছিলাম না। যদি সেটাই করতাম, তাহলে সংকীর্ণ মনোভাব নিয়ে দেশে ফিরতাম না। এখন নতুন সরকার যদি কাজের প্রস্তাব দেয়, অবশ্যই সাড়া দেবো। শিল্পীদের কাজ দলাদলি করা নয়, অভিনয় দিয়ে মানুষের মনে জায়গা করে নেওয়া।”
রাজনৈতিক পট পরিবর্তন প্রসঙ্গে প্রশ্ন করা হলে নুসরাত ফারিয়া বলেন, “আমি রাজনীতির মানুষ নই, তাই বিচক্ষণতার সঙ্গে কিছু বলতে পারব না। দেশের ছাত্র-জনতা পরিবর্তন চেয়েছিল, তাই পরিবর্তন এসেছে। একজন নাগরিক হিসেবে আমি চাইব, যেটা হয়েছে তা যেন দেশের মঙ্গলের জন্য হয়। আমার বিশ্বাস, বর্তমান সরকার মৌলিক চাহিদার পাশাপাশি বিনোদন খাতের হারানো গৌরবও ফিরিয়ে আনার দিকে খেয়াল রাখবে।”