ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আবারও আলোচনায় দুবাইয়ের রাজকুমারি

নিউজ ডেস্ক
  • সময় ০৮:৪৪:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪
  • / 251

বিলাশী জীবন-যাপন, সৌন্দর্য, শৈলী এবং সমাজসেবামূলক কাজের জন্য বিশ্বজুড়ে পরিচিত রাজকুমারী শেইখা মাহরা। মাত্র ৩০ বছর বয়সী এই রাজকুমারি দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের কন্যা।

শাইখা মাহরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয়। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লাখ লাখ অনুসারী রয়েছে, যেখানে তিনি নিজের জীবনের বিভিন্ন মুহূর্ত শেয়ার করেন। তিনি নিজের ঐতিহ্য এবং আধুনিকতার মিশেলে একটি নতুন ধরনের জীবনধারা প্রকাশ করেছেন।

শাইখা মাহরা শুধুমাত্র একটি রাজকুমারী নন, তিনি একজন প্রভাবশালী নারী হিসেবেও পরিচিত। তিনি বিভিন্ন দাতব্য সংস্থা এবং সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করেন, বিশেষ করে শিশু ও নারীদের উন্নয়নের জন্য কাজ করে থাকেন। তাঁর এই কর্মযজ্ঞ তাঁকে সমাজে একটি বিশেষ স্থান দিয়েছে।

শাইখা মাহরার আরেকটি উল্লেখযোগ্য দিক হল তাঁর ফ্যাশন সেন্স। তিনি নিজের স্টাইল এবং পোশাকের মাধ্যমে একজন ফ্যাশন আইকন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। তাঁর প্রতিটি উপস্থিতি ফ্যাশন দুনিয়ায় আলোড়ন তোলে।

আর এসব নিয়ে সবসময়ই বেশ আলোচনায় থাকেন এই নারী। এবার আবারও গণমাধ্যমের শিরোনাম হয়েছেন ইনস্টাগ্রামে বিস্ফোরক এক পোস্ট দিয়ে।

ওই পোস্টে শেইখ মাহরা, তাঁর ব্যবসায়ী স্বামী শেখ মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুমকে তালাক দেওয়ার ঘোষণা দিয়েছেন। গত বছরের মে মাসে তাদের বিয়ে হয়। তাঁদের সন্তানের বয়স এখনো দুই মাস হয়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে শেইখা লেখেন, ‘প্রিয় স্বামী, আপনি অন্য সঙ্গীদের নিয়ে আছেন। তাই আমি আপনাকে তালাক দিলাম। তালাক, তালাক, তালাক। ভালো থাকবেন। আপনার সাবেক স্ত্রী।’

শেইখা ইনস্টাগ্রামে তাঁর স্বামীর সঙ্গে যেসব ছবি পোস্ট করা ছিল, সব মুছে দিয়েছেন। এ বছরের মে মাসে শেইখা মাহরা হাসপাতাল থেকে তাঁর ছবি পোস্ট করেছিলেন। তিনি কন্যাসন্তানের জন্ম দেওয়ায় খুশি হয়ে চিকিৎসক ও হাসপাতালের কর্মীদের ধন্যবাদ দিয়ে পোস্ট দিয়েছিলেন। ওই ছবিতে পাশে তাঁর স্বামীও ছিলেন। ওই ছবিটিও মুছে দেওয়া হয়েছে।

দুবাইয়ের রাজকুমারীর বিবাহবিচ্ছেদের ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক শোরগোল তুলেছে। দুজনই পরস্পরের ছবি তাঁদের অ্যাকাউন্ট থেকে মুছে দিয়েছেন। পরস্পরের সঙ্গে যোগাযোগও বন্ধ করে দিয়েছেন।

রাজকুমারীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নেটিজেনদের অধিকাংশ। কেউ কেউ আবার প্রশ্ন তুলছেন, নারী হয়ে কি এভাবে বিবাহবিচ্ছেদের ঘোষণা করতে পারেন? তবে সাহসী রাজকুমারীর পাশে থাকার বার্তা দিয়েছেন কেউ কেউ। তাঁদের অনুসারীদের কেউ কেউ ভেবেছেন, তাঁদের ওই অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে।

শেইখা মাহরা সংযুক্ত আরব আমিরাতের নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করেন। তিনি যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন।

শেয়ার করুন

আবারও আলোচনায় দুবাইয়ের রাজকুমারি

সময় ০৮:৪৪:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪

বিলাশী জীবন-যাপন, সৌন্দর্য, শৈলী এবং সমাজসেবামূলক কাজের জন্য বিশ্বজুড়ে পরিচিত রাজকুমারী শেইখা মাহরা। মাত্র ৩০ বছর বয়সী এই রাজকুমারি দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের কন্যা।

শাইখা মাহরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয়। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লাখ লাখ অনুসারী রয়েছে, যেখানে তিনি নিজের জীবনের বিভিন্ন মুহূর্ত শেয়ার করেন। তিনি নিজের ঐতিহ্য এবং আধুনিকতার মিশেলে একটি নতুন ধরনের জীবনধারা প্রকাশ করেছেন।

শাইখা মাহরা শুধুমাত্র একটি রাজকুমারী নন, তিনি একজন প্রভাবশালী নারী হিসেবেও পরিচিত। তিনি বিভিন্ন দাতব্য সংস্থা এবং সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করেন, বিশেষ করে শিশু ও নারীদের উন্নয়নের জন্য কাজ করে থাকেন। তাঁর এই কর্মযজ্ঞ তাঁকে সমাজে একটি বিশেষ স্থান দিয়েছে।

শাইখা মাহরার আরেকটি উল্লেখযোগ্য দিক হল তাঁর ফ্যাশন সেন্স। তিনি নিজের স্টাইল এবং পোশাকের মাধ্যমে একজন ফ্যাশন আইকন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। তাঁর প্রতিটি উপস্থিতি ফ্যাশন দুনিয়ায় আলোড়ন তোলে।

আর এসব নিয়ে সবসময়ই বেশ আলোচনায় থাকেন এই নারী। এবার আবারও গণমাধ্যমের শিরোনাম হয়েছেন ইনস্টাগ্রামে বিস্ফোরক এক পোস্ট দিয়ে।

ওই পোস্টে শেইখ মাহরা, তাঁর ব্যবসায়ী স্বামী শেখ মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুমকে তালাক দেওয়ার ঘোষণা দিয়েছেন। গত বছরের মে মাসে তাদের বিয়ে হয়। তাঁদের সন্তানের বয়স এখনো দুই মাস হয়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে শেইখা লেখেন, ‘প্রিয় স্বামী, আপনি অন্য সঙ্গীদের নিয়ে আছেন। তাই আমি আপনাকে তালাক দিলাম। তালাক, তালাক, তালাক। ভালো থাকবেন। আপনার সাবেক স্ত্রী।’

শেইখা ইনস্টাগ্রামে তাঁর স্বামীর সঙ্গে যেসব ছবি পোস্ট করা ছিল, সব মুছে দিয়েছেন। এ বছরের মে মাসে শেইখা মাহরা হাসপাতাল থেকে তাঁর ছবি পোস্ট করেছিলেন। তিনি কন্যাসন্তানের জন্ম দেওয়ায় খুশি হয়ে চিকিৎসক ও হাসপাতালের কর্মীদের ধন্যবাদ দিয়ে পোস্ট দিয়েছিলেন। ওই ছবিতে পাশে তাঁর স্বামীও ছিলেন। ওই ছবিটিও মুছে দেওয়া হয়েছে।

দুবাইয়ের রাজকুমারীর বিবাহবিচ্ছেদের ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক শোরগোল তুলেছে। দুজনই পরস্পরের ছবি তাঁদের অ্যাকাউন্ট থেকে মুছে দিয়েছেন। পরস্পরের সঙ্গে যোগাযোগও বন্ধ করে দিয়েছেন।

রাজকুমারীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নেটিজেনদের অধিকাংশ। কেউ কেউ আবার প্রশ্ন তুলছেন, নারী হয়ে কি এভাবে বিবাহবিচ্ছেদের ঘোষণা করতে পারেন? তবে সাহসী রাজকুমারীর পাশে থাকার বার্তা দিয়েছেন কেউ কেউ। তাঁদের অনুসারীদের কেউ কেউ ভেবেছেন, তাঁদের ওই অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে।

শেইখা মাহরা সংযুক্ত আরব আমিরাতের নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করেন। তিনি যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন।