শেরপুরে বন্যাদুর্গতদের পাশে বিজিবি
- সময় ০৫:৫৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
- / 276
শেরপুর জেলার ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলায় গত দুই দিন ধরে টানা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যায় সীমান্তবর্তী অঞ্চল প্লাবিত হয়েছে। বন্যার পানিতে সীমান্তবর্তী জনসাধারণের ফসলী জমি ও তাদের ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় তারা অত্যন্ত অসহায় হয়ে পড়েছে।
এসব দুর্ঘত পরিবারের সহায়তায় এগিয়ে এসেছে বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। বিজিবি সদস্যরা স্থানীয় জনসাধারণের সহযোগিতায় শনিবার বন্যাদুর্গত এলাকার ৮৫০ জনকে উদ্ধার করে বিজিবির বিওপির নিকটবর্তী উচুঁ নিরাপদ স্থানে আশ্রয় প্রদান করেছে। এছাড়াও বিজিবির পক্ষ থেকে বন্যার্তদের মাঝে শুকনা (মুড়ি, চিরা, গুড় ও বনরুটি) ও রাতে রান্না করা খাবার সরবরাহ করা হয়েছে।
আগামী দিনেও বিজিবি’র এ ধরনের মানবিক সহায়তা বিশেষ করে বন্যার্তদের উদ্ধার তৎপরতা, খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ এবং অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। সংবাদ বিজ্ঞপ্তি