ভোলায় যৌথ বাহিনীর অভিযানে ২ ডাকাত আটক

- সময় ০২:৩৪:২২ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
- / 245
ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়ন থেকে একটি দেশীয় পিস্তল সহ ২ ডাকাত আটক করেছে যৌথবাহিনী। এসময় তাদের কাছ থেকে দেশীয় রান দাও ও অস্ত্র উদ্ধার করেন।
শুক্রবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে পূর্ব ইলিশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড থেকে তাদেরকে আটক করা হয়।শনিবার (২৬ অক্টোবর) সকালে নৌবাহিনীর অস্থায়ী কার্যালয়ে কন্টিনজেন্ট কমান্ডার আবু বক্কর এক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।
আটক ২ ডাকাত হলেন— ওই ওয়ার্ডের মনির হোসেন বেপারি এবং রাসেল হাওলাদার।
ব্রিফিংয়ে নৌবাহিনী জানায়, আটক ২ ডাকাত নানা ধরনের অপরাধের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে। তারা জেলার বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, দখলদারি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন।
শুক্রবার দিবাগত রাতে তাদেরকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নৌবাহিনীর ১টি দেশীয় পিস্তল, ৫টি রামদা, ৩টি ক্রীজ, ১টি ড্রেগার, ২টি বল্লম ও ৩টি দাসহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করে। অভিযানে নৌবাহিনীর সঙ্গে সদর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited