ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

৫ কোম্পানির যেসব ফোনে হোয়াটসঅ্যাপ আর চলবে না

নিউজ ডেস্ক
  • সময় ০১:৪২:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
  • / 46

হোয়াটসঅ্যাপ

নতুন বছরের শুরু থেকে ৫ টি কোম্পানির কিছু মডেলের ফোনে বন্ধ হয়ে যাবে মেটার জনপ্রিয় মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে পুরনো মডেলের এসব ফোনে অ্যাপটি আর ব্যবহার করা যাবে না।

এইচডিব্লগের বরাত দিয়ে ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, এন্ড্রোয়েডের কিটক্যাট বা পুরানো সংস্করণের ফোনগুলোতে সার্ভিস বন্ধ করে দিচ্ছে মেটা। এর একটি তালিকা প্রকাশ করেছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

এগুলো হলো-
স্যামসাং: Galaxy S3, Galaxy Note 2, Galaxy Ace 3, Galaxy S4 Mini
সনি: Xperia Z, Xperia SP, Xperia T, Xperia V
মোটোরোল: Moto G (1st Gen), Razr HD, Moto E 2014
এইচটিসি: One X, One X+, Desire 500, Desire 601
এলজি: Optimus G, Nexus 4, G2 Mini, L90

পুরনো মডেলের ফোনগুলোতে হোয়াটসঅ্যাপের সার্ভিস বন্ধের ঘটনা এটাই প্রথম নয়। মূলত পুরনো অপারেটিং সিস্টেম, ফোনের হার্ডওয়্যারের সীমাবদ্ধতা, নতুন ফিচার, নিরাপত্তা আপডেটের সঙ্গে সামঞ্জস্যতা বজায় রেখে এ ধরণের সিদ্ধান্ত নিয়ে থাকে মেটা।

শেয়ার করুন

৫ কোম্পানির যেসব ফোনে হোয়াটসঅ্যাপ আর চলবে না

সময় ০১:৪২:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

নতুন বছরের শুরু থেকে ৫ টি কোম্পানির কিছু মডেলের ফোনে বন্ধ হয়ে যাবে মেটার জনপ্রিয় মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে পুরনো মডেলের এসব ফোনে অ্যাপটি আর ব্যবহার করা যাবে না।

এইচডিব্লগের বরাত দিয়ে ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, এন্ড্রোয়েডের কিটক্যাট বা পুরানো সংস্করণের ফোনগুলোতে সার্ভিস বন্ধ করে দিচ্ছে মেটা। এর একটি তালিকা প্রকাশ করেছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

এগুলো হলো-
স্যামসাং: Galaxy S3, Galaxy Note 2, Galaxy Ace 3, Galaxy S4 Mini
সনি: Xperia Z, Xperia SP, Xperia T, Xperia V
মোটোরোল: Moto G (1st Gen), Razr HD, Moto E 2014
এইচটিসি: One X, One X+, Desire 500, Desire 601
এলজি: Optimus G, Nexus 4, G2 Mini, L90

পুরনো মডেলের ফোনগুলোতে হোয়াটসঅ্যাপের সার্ভিস বন্ধের ঘটনা এটাই প্রথম নয়। মূলত পুরনো অপারেটিং সিস্টেম, ফোনের হার্ডওয়্যারের সীমাবদ্ধতা, নতুন ফিচার, নিরাপত্তা আপডেটের সঙ্গে সামঞ্জস্যতা বজায় রেখে এ ধরণের সিদ্ধান্ত নিয়ে থাকে মেটা।