৫০ লাখ টাকায় মিলেছে আ.লীগ নেতা মিসবাহ উদ্দিনের মুক্তি
- সময় ০৭:০০:০৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
- / 49
আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজকে নিজ বাসার সামনে থেকে অপহরণ করে নির্যাতন করেছে দুর্বৃত্তরা। পরে বড় অঙ্কের মুক্তিপণের বিনিময়ে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেছে পরিবার।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) মধ্যরাতে নগরের সুবিদবাজার এলাকা থেকে তাকে তুলে নিয়ে যায়। পরে রাত সাড়ে ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে সাগরদিঘির পার এলাকা থেকে উদ্ধার করা হয়।
জানা গেছে, মিসবাহ উদ্দিন সিরাজ বৃহস্পতিবার রাতে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে রাত সাড়ে ১২টার দিকে কয়েকটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা তার অটোরিকশার গতিরোধ করে। এরপর অস্ত্রের মুখে তাকে অন্য একটি অটোরিকশা তুলে নিয়ে যায়। রাত ৩টার দিকে দুর্বৃত্তরা মিসবাহ সিরাজের মোবাইল ফোন থেকে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে পরিবারের লোকজন টাকা হস্তান্তর করে রাত সাড়ে ৩টার দিকে নগরের সাগরদিঘিরপাড় এলাকার শ্মশান সংলগ্ন সড়কের পাশ থেকে উদ্ধার করা হয়।
আরও জানা গেছে, অপহরণের পর হাতে ও পায়ে কোপানো হয়েছে। পরে তাকে নগরের সোবহানীঘাটে আল হারামাইন হাসপাতালে ভর্তি করে ভোরে অস্ত্রোপচার করা হয়। শুক্রবার সকাল ১০টার দিকে একটি অ্যাম্বুলেন্সে চলে যান মিসবাহ উদ্দিন সিরাজ। তার পরিবারের কারো সঙ্গে এরপর থেকে যোগাযোগ করা যায়নি। যে কারণে প্রকৃত ঘটনা কি ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
আল হারামাইন হাসপাতালের ভাইস চেয়ারম্যান অলিউর রহমান বলেন, মিসবাহ সিরাজ গুরুতর আহত হয়ে আমাদের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তিনি রাতে প্রাথমিক চিকিৎসা শেষে চলে গেছেন।
অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম বলেন, মিসবাহ উদ্দিন সিরাজের ওপর হামলা হয়েছে। কে বা কারা হামলা করেছে সেটা জানা যায়নি। তিনি আল হারামাইন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে শুনেছি। পরে তিনি একটি অ্যাম্বুলেন্সে করে চলে গেছেন। তবে কোথায় গেছেন জানা নেই। পুরো বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এদিকে, টাকার বিষয়ে মিসবাহ উদ্দিনের কন্যা মুনতাহা আহমদ মিসবাহ কোনো মন্তব্য করেননি। গতকাল উন্নত চিকিৎসার আহত মিসবাহ উদ্দিনকে জন্য ঢাকায় আনা হয়েছে। তিনি তার বাবার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।