১২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

২৫ মার্চ আজও গেঁথে হৃদয়ে

উৎপল দাস
  • সময় ১২:০০:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • / 7

২৫ মার্চ আজো গেঁথে হৃদয়ে

অন্ধকারে নেমে এলো মৃত্যু,
রক্তস্রোতে ভেসে গেলো ভিটা।
নিশীথ রাতে হানাদার দল,
নিপীড়ন চালালো নির্মম চকল।

ঘুমন্ত শহর, জেগে ওঠা আর্তনাদ,
ধ্বংসস্তূপে লুটিয়ে পড়ে স্বজাতির সাধ।
নিরপরাধ প্রাণ—কোথায় তাদের দোষ?
স্বাধীনতার স্বপ্ন কি ছিল এত বড় অপরাধ?

রাজপথ ভিজলো তাজা রক্তধারায়,
অগ্নিস্ফুলিঙ্গ জ্বললো ঘরে-ঘরে আয়নায়।
ঢাকার বুকে পুড়লো স্বপ্ন,
স্মৃতির পাতায় লেখা সেই কালরাত্রি জল্প।

তবু ভয় পাইনি, থামেনি যুদ্ধ,
বাংলার বুকে জ্বলেছিলো বিদ্রোহের ছন্দ।
২৫ মার্চ আজও গেঁথে হৃদয়ে,
শ্রদ্ধা জানাই শহীদদের স্মরণে শ্রাবণধারায়।

শেয়ার করুন

২৫ মার্চ আজও গেঁথে হৃদয়ে

সময় ১২:০০:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

অন্ধকারে নেমে এলো মৃত্যু,
রক্তস্রোতে ভেসে গেলো ভিটা।
নিশীথ রাতে হানাদার দল,
নিপীড়ন চালালো নির্মম চকল।

ঘুমন্ত শহর, জেগে ওঠা আর্তনাদ,
ধ্বংসস্তূপে লুটিয়ে পড়ে স্বজাতির সাধ।
নিরপরাধ প্রাণ—কোথায় তাদের দোষ?
স্বাধীনতার স্বপ্ন কি ছিল এত বড় অপরাধ?

রাজপথ ভিজলো তাজা রক্তধারায়,
অগ্নিস্ফুলিঙ্গ জ্বললো ঘরে-ঘরে আয়নায়।
ঢাকার বুকে পুড়লো স্বপ্ন,
স্মৃতির পাতায় লেখা সেই কালরাত্রি জল্প।

তবু ভয় পাইনি, থামেনি যুদ্ধ,
বাংলার বুকে জ্বলেছিলো বিদ্রোহের ছন্দ।
২৫ মার্চ আজও গেঁথে হৃদয়ে,
শ্রদ্ধা জানাই শহীদদের স্মরণে শ্রাবণধারায়।