ঢাকা ০৯:১০ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

২০ বছরের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে রাশিয়া-ইরান

আন্তর্জাতিক ডেস্ক
  • সময় ০৬:৪১:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
  • / 11

রাশিয়া-ইরান চুক্তি

বিশ্বের পরাশক্তি হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাশিয়া ও ইরান ২০ বছর মেয়াদী প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। গত শুক্রবার মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ চুক্তি স্বাক্ষর করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত বছর হেলিকপ্টার বিধ্বংস হয়ে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার পর নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন মাসুদ পেজেশকিয়ান। এরপর গত বৃহস্পতিবার তিনি প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো রাশিয়া সফরে যান। এই সফরেই তিনি রাশিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদী প্রতিরকষা চুক্তি স্বাক্ষর করলেন।

নতুন এই চুক্তি অনুযায়ী, আগামী ২০ বছর প্রতিরক্ষা, সামরিক মহড়া, যৌথ সামরিক প্রশিক্ষণ, যুদ্ধজাহাজ তৈরিসহ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন খাতে পরস্পকে সহযোগিতা করবে এই দুই দেশ।

রাশিয়া-ইরান চুক্তি
রাশিয়া-ইরান চুক্তি

চুক্তি স্বাক্ষরের পর পেজেশকিয়ান বলেন, ‘আমরা একটি বহুকেন্দ্রিক বিশ্ব প্রতিষ্ঠার পথে এগোতে চাই এবং এই পথের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো এই চুক্তি।’

এই চুক্তির মধ্য দিয়ে দুই দেশ সম্পর্কের একটি নতুন অধ্যায়ে প্রবেশ বলেও মন্তব্য করেন পেজেশকিয়ান।

অন্যদিকে পুতিন বলেন, ‘এই চুক্তির ফলে শুধু নিরাপত্তা খাতই নয়, বরং অর্থনীতি ও বাণিজ্যখাতেও দুই দেশের সহযোগিতামূলক তৎপরতা অনেক বৃদ্ধি পাবে। কারণ এই কৌশলগত চুক্তির একটি শর্ত হলো— এখন থেকে উভয় দেশের যাবতীয় অর্থনৈতিক আদান প্রদান দুই দেশের নিজ নিজ মুদ্রায় হবে।’

ইরান ও রাশিয়ার ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। এসব নিষেধাজ্ঞা উপেক্ষা করেই রাশিয়া ও ইরান তাদের বাণিজ্য ও প্রতিরক্ষা কার্যক্রম বাড়ানোর উদ্যোগ নিল।

শেয়ার করুন

২০ বছরের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে রাশিয়া-ইরান

সময় ০৬:৪১:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫

বিশ্বের পরাশক্তি হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাশিয়া ও ইরান ২০ বছর মেয়াদী প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। গত শুক্রবার মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ চুক্তি স্বাক্ষর করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত বছর হেলিকপ্টার বিধ্বংস হয়ে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার পর নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন মাসুদ পেজেশকিয়ান। এরপর গত বৃহস্পতিবার তিনি প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো রাশিয়া সফরে যান। এই সফরেই তিনি রাশিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদী প্রতিরকষা চুক্তি স্বাক্ষর করলেন।

নতুন এই চুক্তি অনুযায়ী, আগামী ২০ বছর প্রতিরক্ষা, সামরিক মহড়া, যৌথ সামরিক প্রশিক্ষণ, যুদ্ধজাহাজ তৈরিসহ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন খাতে পরস্পকে সহযোগিতা করবে এই দুই দেশ।

রাশিয়া-ইরান চুক্তি
রাশিয়া-ইরান চুক্তি

চুক্তি স্বাক্ষরের পর পেজেশকিয়ান বলেন, ‘আমরা একটি বহুকেন্দ্রিক বিশ্ব প্রতিষ্ঠার পথে এগোতে চাই এবং এই পথের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো এই চুক্তি।’

এই চুক্তির মধ্য দিয়ে দুই দেশ সম্পর্কের একটি নতুন অধ্যায়ে প্রবেশ বলেও মন্তব্য করেন পেজেশকিয়ান।

অন্যদিকে পুতিন বলেন, ‘এই চুক্তির ফলে শুধু নিরাপত্তা খাতই নয়, বরং অর্থনীতি ও বাণিজ্যখাতেও দুই দেশের সহযোগিতামূলক তৎপরতা অনেক বৃদ্ধি পাবে। কারণ এই কৌশলগত চুক্তির একটি শর্ত হলো— এখন থেকে উভয় দেশের যাবতীয় অর্থনৈতিক আদান প্রদান দুই দেশের নিজ নিজ মুদ্রায় হবে।’

ইরান ও রাশিয়ার ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। এসব নিষেধাজ্ঞা উপেক্ষা করেই রাশিয়া ও ইরান তাদের বাণিজ্য ও প্রতিরক্ষা কার্যক্রম বাড়ানোর উদ্যোগ নিল।