২০২৬ বিশ্বকাপ কি খেলবেন মেসি?
- সময় ০৫:৩১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
- / 257
গত আসরের ফুটবল বিশ্বকাপ জয়ের মহানায়ক লিওনেল মেসি। ক্যারিয়ারের অনেকটা পথ পাড়ি দিয়ে ফেলেছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। তবে পারফরম্যান্সের যেন কোনো কমতি নেই। ক্যারিয়ারের শেষদিকে এসেও সবার শীর্ষে রয়েছেন তিনি।
তাই মেসি ভক্তরা আর্জেন্টাইন জার্সিতে ফের ২০২৬ বিশ্বকাপে মেসিকে দেখতে চায় তারা।
সম্প্রতি ৪৩৩ অ্যাপে ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোকে দেওয়া এক সাক্ষাৎকারে ইন্টার মায়ামি তারকা মেসি বলেন, আমি জানি না ২০২৬ বিশ্বকাপে খেলব কি না।
অনেক প্রশ্ন হয় এ নিয়ে, বিশেষ করে আর্জেন্টিনায়। আমি এ বছর ভালোভাবে শেষ করতে চাই, এরপর পরের বছরের প্রাক্–মৌসুম ভালোভাবে শুরু করতে চাই, প্রচুর ভ্রমণের জন্য যেটা গত বছর পারিনি।
এরপর মেসি বলেন, প্রাক্–মৌসুম ভালোভাবে শুরুর পর আমি কেমন করছি, কেমন অনুভব করছি, সেটা বোঝার চেষ্টা করব।
২০২৬ বিশ্বকাপের আমরা যেমন কাছাকাছি রয়েছি, তেমনি সময়ও হাতে আছে অনেক এবং ফুটবলে যেকোনো কিছুই হতে পারে। প্রতিটি দিন ধরে ধরে এগোচ্ছি, এর বাইরে ভাবছি না।
ইন্টার মায়ামির হয়ে মেজর লিগ সকার (এমএলএস) কাপ জয়ের লক্ষ্যের কথা জানিয়ে মেসি বলেন,
ক্লাব বড় করতে চাইলে শিরোপা জিততে হবে। এমএলএসে বাজে (২০২৩) একটি বছর পেছনে ফেলে এসেছে ক্লাব। আমি আসার পর লিগস কাপ জিতেছে, যেটা ক্লাবের প্রথম শিরোপাও।
ব্যাপারটা অসাধারণ ছিল। এখন আমরা প্লে–অফ খেলতে মরিয়া এবং আশা করি, এমএলএসও জিততে পারব। ক্লাব ও ব্যক্তিগত জায়গা থেকে আমরা এটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি।