ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

১৩ বছরের কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার

সিনিয়র প্রতিবেদক, কক্সবাজার
  • সময় ০৮:৪৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫
  • / 31

ধর্ষণের প্রতিবাদ

বাংলাদেশের অন্যতম সেরা পর্যটন নগরী, পৃথিবীর বৃহত্তম নিরবচ্ছিন্ন সৈকত আছে জেলাটির। কক্সবাজার বাংলাদেশের গর্ব ও অহংকারের জেলার নাম। এ জেলা নানাদিক দিয়ে সমৃদ্ধ হলেও মাঝে মধ্যেই খারাপ সংবাদের শিরোনামে আলোচিত হয়েছে। এবারও মাত্র ১৩ বছরের এক কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করার অভিযোগ এসেছে।

কক্সবাজারের চকরিয়ায় এক কিশোরীকে (১৩) সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের বেড়িবাঁধ সংলগ্ন প্যারাবনে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে চারদিকে নিন্দার ঝড় উঠে। বিচারের দাবীতে বিক্ষুব্ধ ছাত্র-জনতা সোমবার (৬ জানুয়ারি) দুপুরের দিকে বদরখালী-মহেশখালী ব্রীজে ব্যারিকেট দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় । এতে দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী। পরে থানা পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করলে যানচলাচল শুরু হয়।

ধর্ষণের শিকার কিশোরী মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া।

ধর্ষণকে না বলুন
ধর্ষণকে না বলুন

তিনি জানান, এ ঘটনায় প্রাথমিকভাবে একজনকে ছবি দেখে শনাক্ত করা হয়। তাকে আটকের চেষ্টা চলছে। পাশাপাশি এ ঘটনায় জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

ভুক্তভোগী কিশোরী পরিবারের সদস্যরা জানান, বাঁশখালী আত্মীয়ের বাড়ি থেকে বেড়িয়ে মহেশখালী বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে গাড়ি নষ্ট হয়েছে বলে বদরখালী সেতুর ওপর অটোরিকশা চালক তাকে নামিয়ে দেন। এরপর কিশোরী পায়ে হেঁটে সেতু পার হচ্ছিল।

এসময় দুইজন যুবক তার গতি রোধ করে। পরে আরেকজন যুবক এসে ছুরি ধরে ভয় দেখিয়ে তার মুখ চেপে ধরে বেড়িবাঁধের প্যারাবনের ভেতরে নিয়ে যায়। সেখানে চার থেকে আটজন মিলে তাকে ধর্ষণ করে। এরপর কিশোরী পাশের সড়কে উঠে চিৎকার দিয়ে লোক জড়ো করে। পরে স্থানীয় লোকজন তাকে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়।

স্থানীয়রা জানান, কিছু বখাটে যুবক প্রতিদিন রাত হলে ওই জায়গায় ওঁৎ পেতে তাকে। সুযোগ পেলে তারা যেকোনো অঘটন ঘটায়। পুলিশি অভিযান জোরদার করলে তাদের আটক করা যাবে।

চকরিয়া থানার ওসি মো. মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারকে নিয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করি। কিশোরীকে বদরখালী জেনারেল হাসপাতাল থেকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। কিছু আলামত পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

শেয়ার করুন

১৩ বছরের কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার

সময় ০৮:৪৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫

বাংলাদেশের অন্যতম সেরা পর্যটন নগরী, পৃথিবীর বৃহত্তম নিরবচ্ছিন্ন সৈকত আছে জেলাটির। কক্সবাজার বাংলাদেশের গর্ব ও অহংকারের জেলার নাম। এ জেলা নানাদিক দিয়ে সমৃদ্ধ হলেও মাঝে মধ্যেই খারাপ সংবাদের শিরোনামে আলোচিত হয়েছে। এবারও মাত্র ১৩ বছরের এক কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করার অভিযোগ এসেছে।

কক্সবাজারের চকরিয়ায় এক কিশোরীকে (১৩) সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের বেড়িবাঁধ সংলগ্ন প্যারাবনে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে চারদিকে নিন্দার ঝড় উঠে। বিচারের দাবীতে বিক্ষুব্ধ ছাত্র-জনতা সোমবার (৬ জানুয়ারি) দুপুরের দিকে বদরখালী-মহেশখালী ব্রীজে ব্যারিকেট দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় । এতে দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী। পরে থানা পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করলে যানচলাচল শুরু হয়।

ধর্ষণের শিকার কিশোরী মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া।

ধর্ষণকে না বলুন
ধর্ষণকে না বলুন

তিনি জানান, এ ঘটনায় প্রাথমিকভাবে একজনকে ছবি দেখে শনাক্ত করা হয়। তাকে আটকের চেষ্টা চলছে। পাশাপাশি এ ঘটনায় জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

ভুক্তভোগী কিশোরী পরিবারের সদস্যরা জানান, বাঁশখালী আত্মীয়ের বাড়ি থেকে বেড়িয়ে মহেশখালী বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে গাড়ি নষ্ট হয়েছে বলে বদরখালী সেতুর ওপর অটোরিকশা চালক তাকে নামিয়ে দেন। এরপর কিশোরী পায়ে হেঁটে সেতু পার হচ্ছিল।

এসময় দুইজন যুবক তার গতি রোধ করে। পরে আরেকজন যুবক এসে ছুরি ধরে ভয় দেখিয়ে তার মুখ চেপে ধরে বেড়িবাঁধের প্যারাবনের ভেতরে নিয়ে যায়। সেখানে চার থেকে আটজন মিলে তাকে ধর্ষণ করে। এরপর কিশোরী পাশের সড়কে উঠে চিৎকার দিয়ে লোক জড়ো করে। পরে স্থানীয় লোকজন তাকে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়।

স্থানীয়রা জানান, কিছু বখাটে যুবক প্রতিদিন রাত হলে ওই জায়গায় ওঁৎ পেতে তাকে। সুযোগ পেলে তারা যেকোনো অঘটন ঘটায়। পুলিশি অভিযান জোরদার করলে তাদের আটক করা যাবে।

চকরিয়া থানার ওসি মো. মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারকে নিয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করি। কিশোরীকে বদরখালী জেনারেল হাসপাতাল থেকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। কিছু আলামত পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।