হোসেনপুরে অষ্টমী স্নানে লাখো পুণ্যার্থীর ঢল

- সময় ০৬:৫৪:০৪ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
- / 13
ভগবানের কৃপা ও পাপমুক্তির আশায় স্নানোৎসবে কিশোরগঞ্জের হোসেনপুরের পুরাতন ব্রহ্মপুত্র নদে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব অষ্টমীস্নানে প্রায় দুই লাখ পুণ্যার্থীর ঢল নেমেছে।
শনিবার (৫ এপ্রিল) ভোর থেকে শুরু হয়ে সকাল ১০টা পর্যন্ত হোসেনপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় অষ্টমী স্নানোৎসবের আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হোসেনপুর উপজেলা শাখা ও পৌর শাখা। অষ্টমী স্নান পরিদর্শন করেন, হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক মো. জহিরুল ইসলাম মবিন, পৌর বিএনপির আহবায়ক একেএম শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মানছুরুল হক রবিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমল চন্দ্র দেব জগাই, সহ-সভাপতি দিলীপ কুমার সরকার, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুবল চন্দ্র বনিক (তাপস), উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক উজ্জ্বল কুমার সরকার ও যুগ্ম সাধারণ সম্পাদক তাপস দেবনাথ, উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি সাংবাদিক সঞ্জিত শীল প্রমুখ।

অষ্টমী স্নান উপলক্ষ্যে পুরাতন ব্রহ্মপুত্র নদের তীর, ঐতিহ্যবাহী কুলেশ্বরী বাড়ী ও কাচারী মাঠ ও রামপুর বাজারে বসে অষ্টমীর মেলা। মেলায় দোকানিরা নানা খেলনা, মিষ্টি জাতীয় খাবার ও বাহারি গ্রামীণ পণ্যের পসরা সাজিয়ে বসেন। অষ্টমীর স্নানোৎসব ও মেলাকে কেন্দ্র উপজেলার সর্বত্রই উৎসবের আমেজ বিরাজ করে।
মিঠামইন উপজেলা থেকে অষ্টমীস্নানে আসা রত্না চক্রবর্তী বলেন, প্রতিবছরই এখানে স্নান করতে আসি। এবারও একটি সুন্দর আয়োজন হয়েছে। এখানে অসংখ্য সনাতনী নারী-পুরুষ স্নান করতে আসেন। জেলার ১৩টি উপজেলা ছাড়াও ময়মনসিংহ জেলার গফরগাঁও, নান্দাইল, ঈশ্বরগঞ্জ থেকেও পুণ্যার্থী অংশ নেন এ স্নান উৎসবে। হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী নাহিদ ইভা জানান, সুন্দর ও উৎসব মুখর পরিবেশে অষ্টমীস্নান উৎসব সম্পন্ন হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এবার বেশী পুণ্যার্থীর সমাগম হয়েছে।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited