ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

হোয়াইটওয়াশের স্বাদ পেল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
  • সময় ১০:৩৬:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
  • / 19

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ তথা তৃতীয় ম্যাচে পাঁচ উইকেটে ৩২১ রানের বড় এবং চ্যালেঞ্জিং সংগ্রহ পায় বাংলাদেশ। কিন্তু এই সংগ্রহকে মামুলি বানিয়ে চার উইকেটে ম্যাচ জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আমির জাঙ্গুর সেঞ্চুরি ও কেসি কার্টির ৯৫ রানের ইনিংসে শেষ ম্যাচটি জিতে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে ক্যারিবিয়ানরা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সেন্ট কিটসের বাসেটেরের ওয়ার্নার পার্কে টস জিতে টাইগারদের ব্যাটিংয়ে পাঠান ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপ। সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলির অসাধারণ ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২১ রান সংগ্রহ করে বাংলাদেশ। সৌম্য ৭৩ বলে ৭৩, মিরাজ ৭৩ বলে ৭৭ রান করেন। এছাড়া মাহমুদউল্লাহ ৬৩ বলে ৮৪ ও জাকের ৫৭ বলে ৬২ রানে অপরাজিত থাকেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আলজারি জোসেফ নেন ২টি উইকেট।

মিরাজ-সৌম্য সরকারের অসাধারণ ব্যাটিং
মিরাজ-সৌম্য সরকারের অসাধারণ ব্যাটিং

৩২২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ১৯ রানে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ১০ বলে ১৫ করে রান আউট হয়ে সাজঘরে ফিরে যান ব্রান্ডন কিং। এর দ্রুতই আরও জোড়া উইকেট হারায় ক্যারিবিয়ানরা। অলিক আথানজেকে বোল্ড করে বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দেন নাসুম আহমেদ। ৮ বলে ৭ রান করে আউট হন তিনি। এরপর ৬ বলে ৩ রান করা শাই হোপকে আউট করেন পেসার হাসান মাহমুদ।

হোপের বিদায়ের পর শেরফান রাদারফোর্ডকে সঙ্গে নিয়ে শুরু ধাক্কা সামাল দেন কিসি কার্টি। ৫৫ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ৮৬ রানে ৩৩ বলে ৩০ রান করে আউট হন রাদারফোর্ড। এরপর অভিষিক্ত আমির জাঙ্গুকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন কার্টি সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন এই দুই ব্যাটার। ১৩২ রানের জুটি গড়েন তারা। সেঞ্চুরি থেকে ৫ দূরে থেকে আউট হন কার্টি। ৮৮ বলে ৯৫ রান করেন তিনি।

এরপর দ্রুতই রস্টন চেজকে আউট করে বাংলাদেশকে আশা দেখান রিশাদ হোসেন। তবে গুড়াকেশ মোতিকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন জাঙ্গু। আগ্রাসী ব্যাটিংয়ে অভিষেক ম্যাচেই ৭৯ বলে সেঞ্চুরি তুলে নেন এই ব্যাটার। তাদের ব্যাটে ভর করে ২৪ হাতে রেখে জয়ের দেখা পায় ওয়েস্ট ইন্ডিজ। জাঙ্গু ৮৩ বলে ১০৪ ও গুড়াকেশ ৩১ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের পক্ষে রিশাদ নেন ২টি উইকেট।

শেয়ার করুন

হোয়াইটওয়াশের স্বাদ পেল বাংলাদেশ

সময় ১০:৩৬:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ তথা তৃতীয় ম্যাচে পাঁচ উইকেটে ৩২১ রানের বড় এবং চ্যালেঞ্জিং সংগ্রহ পায় বাংলাদেশ। কিন্তু এই সংগ্রহকে মামুলি বানিয়ে চার উইকেটে ম্যাচ জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আমির জাঙ্গুর সেঞ্চুরি ও কেসি কার্টির ৯৫ রানের ইনিংসে শেষ ম্যাচটি জিতে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে ক্যারিবিয়ানরা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সেন্ট কিটসের বাসেটেরের ওয়ার্নার পার্কে টস জিতে টাইগারদের ব্যাটিংয়ে পাঠান ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপ। সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলির অসাধারণ ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২১ রান সংগ্রহ করে বাংলাদেশ। সৌম্য ৭৩ বলে ৭৩, মিরাজ ৭৩ বলে ৭৭ রান করেন। এছাড়া মাহমুদউল্লাহ ৬৩ বলে ৮৪ ও জাকের ৫৭ বলে ৬২ রানে অপরাজিত থাকেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আলজারি জোসেফ নেন ২টি উইকেট।

মিরাজ-সৌম্য সরকারের অসাধারণ ব্যাটিং
মিরাজ-সৌম্য সরকারের অসাধারণ ব্যাটিং

৩২২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ১৯ রানে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ১০ বলে ১৫ করে রান আউট হয়ে সাজঘরে ফিরে যান ব্রান্ডন কিং। এর দ্রুতই আরও জোড়া উইকেট হারায় ক্যারিবিয়ানরা। অলিক আথানজেকে বোল্ড করে বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দেন নাসুম আহমেদ। ৮ বলে ৭ রান করে আউট হন তিনি। এরপর ৬ বলে ৩ রান করা শাই হোপকে আউট করেন পেসার হাসান মাহমুদ।

হোপের বিদায়ের পর শেরফান রাদারফোর্ডকে সঙ্গে নিয়ে শুরু ধাক্কা সামাল দেন কিসি কার্টি। ৫৫ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ৮৬ রানে ৩৩ বলে ৩০ রান করে আউট হন রাদারফোর্ড। এরপর অভিষিক্ত আমির জাঙ্গুকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন কার্টি সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন এই দুই ব্যাটার। ১৩২ রানের জুটি গড়েন তারা। সেঞ্চুরি থেকে ৫ দূরে থেকে আউট হন কার্টি। ৮৮ বলে ৯৫ রান করেন তিনি।

এরপর দ্রুতই রস্টন চেজকে আউট করে বাংলাদেশকে আশা দেখান রিশাদ হোসেন। তবে গুড়াকেশ মোতিকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন জাঙ্গু। আগ্রাসী ব্যাটিংয়ে অভিষেক ম্যাচেই ৭৯ বলে সেঞ্চুরি তুলে নেন এই ব্যাটার। তাদের ব্যাটে ভর করে ২৪ হাতে রেখে জয়ের দেখা পায় ওয়েস্ট ইন্ডিজ। জাঙ্গু ৮৩ বলে ১০৪ ও গুড়াকেশ ৩১ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের পক্ষে রিশাদ নেন ২টি উইকেট।