হামলার শিকার সেই সাবেক এমপির ’জয় বাংলা’ হুঙ্কার

- সময় ০৪:৪৪:১১ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
- / 99
আদালতে রিমান্ড মঞ্জুর হওয়ার পর রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ প্রিজন ভ্যানে ওঠার সময় সাংবাদিকদের বলেছেন, ‘অন্যায়ভাবে আছি, বিজয় হবেই।’ এসময় তিনি জয় বাংলা স্লোগান দিয়ে হুঙ্কারও দিয়েছেন।
রিমান্ড শুনানির জন্য রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে তাকে রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এ তোলা হয়েছিল। রিমান্ড শুনানির পর প্রিজন ভ্যানে তোলার সময় একজন সাংবাদিক আসাদের কাছে জানতে চান কিছু বলবেন কি না? এ সময় আসাদ বলেন, ‘কিচ্ছু বলার নাই। অন্যায়ভাবে আছি। বিজয় হবেই ইনশাল্লাহ।’ এ সময় সবার কাছে দোয়া চান আসাদ। পরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তিনি প্রিজন ভ্যানে ওঠেন।
এর আগে ১২ ডিসেম্বর রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদকে বহনকারী প্রিজন ভ্যানে দুই দফা হামলা চালিয়েছিল বৈষম্য বিরোধী নেতাকর্মীরা।

গত ৬ অক্টোবর ঢাকায় গ্রেপ্তার হন আসাদুজ্জামান আসাদ। এরপর তাকে রাজশাহী জেলা ও মহানগরের সাতটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে নগরের বোয়ালিয়া থানার একটি মামলায় তার রিমান্ডের আবেদন করেছিল পুলিশ। রোববার আবেদনের শুনানি হয়।
রাজশাহী মহানগর পুলিশের আদালত পরিদর্শক আবদুর রফিক জানান, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের এ মামলা তদন্ত করছেন নগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একজন উপপরিদর্শক (এসআই)।
তিনি আদালতে আসাদের সাত দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। তবে শুনানি শেষে আদালতের বিচারক ফয়সাল তারেক একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
আদালতে এ দিন আসাদুজ্জামানের আইনজীবীরা তার জামিনের আবেদন করেছিলেন। তবে আদালত তা নামঞ্জুর করেছেন বলে জানান পুলিশের আদালত পরিদর্শক আবদুর রফিক।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited