০৪:০২ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

হাতির আক্রমণে শিশুর মৃত্যু, মরদেহ নিয়ে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
  • সময় ০৭:০১:০৮ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • / 14

হাতির আক্রমণে শিশুর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা কর্ণফুলীতে লোকালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে একটি বন্য হাতি। এসময় হাতির আক্রমণে তিন মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনার পর নিহত ওই শিশুর মরদেহ নিয়ে সড়ক অবরোধ করেছেন স্থানীয়রা।

শনিবার (২২ মার্চ) সকালে এ সড়ক অবরোধের ঘটনা ঘটে। এর আগে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বড়উঠান ৫ নম্বর ওয়ার্ডের শাহমীরপুর জমাদার পাড়া এলাকায় তাণ্ডব চালায় বন্য হাতি।

হাতির তাণ্ডবে নিহত মো. আরমান জাওয়াদ একই এলাকার মোহাম্মদ ইব্রাহীমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত জমাদার পাড়া এলাকায় ঢুকে পড়ে একটি বন্য হাতি। এসময় হাতিটি একটি বাড়িতে ঢুকে ঘর ভাঙচুর শুরু করে। চিৎকার শুনে তিন মাসের শিশু জাওয়াদকে কোলে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসেন খাদিজা বেগম (৩০)। এসময় বন্য হাতিটি খাদিজাকে শুঁড়ে তুলে আছাড় দেয়। হাতির আক্রমণে ঘটনাস্থলেই প্রাণ হারায় শিশুটি। নিহত শিশুটির মা খজিমা বেগম বর্তমানে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন রয়েছেন।

নিহত শিশুর পিতা মোহাম্মদ ইব্রাহীম বলেন, রাতে আমার ঘরে এসে আমার তিন মাসের শিশুকে মেরে ফেলেছে বন্য হাতি। আমার স্ত্রীও গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমার সন্তানের প্রাণের বিনিময়ে হলেও হাতি নিরসনের সমাধান আসুক।

এদিকে এই ঘটনা জানাজানির পর স্থানীয় লোকজন শিশুটির মরদেহ নিয়ে শনিবার সকালে কেইপিজেড এলাকায় পিএবি সড়কে অবস্থান নেয়। একপর্যায়ে হাতির তাণ্ডব থেকে লোকালয় রক্ষা দাবিতে সড়ক অবরোধ করেন তারা। প্রায় ৫ ঘণ্টার অবরোধের কারণে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে কেপিজেডের কর্মচারীসহ আনোয়ারা, বাঁশখালীসহ দক্ষিণ চট্টগ্রামের হাজার হাজার মানুষ ভোগান্তিতে পড়েন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো ওয়াসিম আকরাম বলেন, মানুষকে কষ্ট দেওয়া, দুর্ভোগ সৃষ্টি করা আমাদের লক্ষ্য নয়। আমরা হাতি নিরসনে সরকারের সব অফিসে গিয়েছি। কিন্তু সমাধান মিলেনি, তাই বাধ্য হয়ে এই পথ বেছে নিয়েছি।

কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শরীফ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানে আনতে চেষ্টা চালাচ্ছি।

উল্লেখ্য বিগত পাঁচ বছর ধরে চট্টগ্রামের আনোয়ারা কর্ণফুলীতে বন্য হাতির আক্রমণের শতাধিক ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত নিহত হয়েছেন কমপক্ষে ২০ জন, আহত হয়েছেন শতাধিক।

শেয়ার করুন

হাতির আক্রমণে শিশুর মৃত্যু, মরদেহ নিয়ে সড়ক অবরোধ

সময় ০৭:০১:০৮ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫

চট্টগ্রামের আনোয়ারা কর্ণফুলীতে লোকালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে একটি বন্য হাতি। এসময় হাতির আক্রমণে তিন মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনার পর নিহত ওই শিশুর মরদেহ নিয়ে সড়ক অবরোধ করেছেন স্থানীয়রা।

শনিবার (২২ মার্চ) সকালে এ সড়ক অবরোধের ঘটনা ঘটে। এর আগে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বড়উঠান ৫ নম্বর ওয়ার্ডের শাহমীরপুর জমাদার পাড়া এলাকায় তাণ্ডব চালায় বন্য হাতি।

হাতির তাণ্ডবে নিহত মো. আরমান জাওয়াদ একই এলাকার মোহাম্মদ ইব্রাহীমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত জমাদার পাড়া এলাকায় ঢুকে পড়ে একটি বন্য হাতি। এসময় হাতিটি একটি বাড়িতে ঢুকে ঘর ভাঙচুর শুরু করে। চিৎকার শুনে তিন মাসের শিশু জাওয়াদকে কোলে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসেন খাদিজা বেগম (৩০)। এসময় বন্য হাতিটি খাদিজাকে শুঁড়ে তুলে আছাড় দেয়। হাতির আক্রমণে ঘটনাস্থলেই প্রাণ হারায় শিশুটি। নিহত শিশুটির মা খজিমা বেগম বর্তমানে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন রয়েছেন।

নিহত শিশুর পিতা মোহাম্মদ ইব্রাহীম বলেন, রাতে আমার ঘরে এসে আমার তিন মাসের শিশুকে মেরে ফেলেছে বন্য হাতি। আমার স্ত্রীও গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমার সন্তানের প্রাণের বিনিময়ে হলেও হাতি নিরসনের সমাধান আসুক।

এদিকে এই ঘটনা জানাজানির পর স্থানীয় লোকজন শিশুটির মরদেহ নিয়ে শনিবার সকালে কেইপিজেড এলাকায় পিএবি সড়কে অবস্থান নেয়। একপর্যায়ে হাতির তাণ্ডব থেকে লোকালয় রক্ষা দাবিতে সড়ক অবরোধ করেন তারা। প্রায় ৫ ঘণ্টার অবরোধের কারণে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে কেপিজেডের কর্মচারীসহ আনোয়ারা, বাঁশখালীসহ দক্ষিণ চট্টগ্রামের হাজার হাজার মানুষ ভোগান্তিতে পড়েন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো ওয়াসিম আকরাম বলেন, মানুষকে কষ্ট দেওয়া, দুর্ভোগ সৃষ্টি করা আমাদের লক্ষ্য নয়। আমরা হাতি নিরসনে সরকারের সব অফিসে গিয়েছি। কিন্তু সমাধান মিলেনি, তাই বাধ্য হয়ে এই পথ বেছে নিয়েছি।

কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শরীফ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানে আনতে চেষ্টা চালাচ্ছি।

উল্লেখ্য বিগত পাঁচ বছর ধরে চট্টগ্রামের আনোয়ারা কর্ণফুলীতে বন্য হাতির আক্রমণের শতাধিক ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত নিহত হয়েছেন কমপক্ষে ২০ জন, আহত হয়েছেন শতাধিক।