০৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

হবিগঞ্জে সাংবাদিককে খুন-গুমের হুমকি, তদন্তের দাবি

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ
  • সময় ০৬:০২:৫৪ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫
  • / 61

হবিগঞ্জে সাংবাদিককে খুন-গুমের হুমকি

লন্ডন প্রবাসী সাংবাদিক ও স্থানীয় দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার স্টাফ রিপোর্টার খায়রুল ইসলাম সাব্বিরকে দেশে ফিরলে খুন ও গুমের হুমকি দেওয়া হয়েছে। এই হুমকির অভিযোগ উঠেছে হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (১ নম্বর) ও রাজিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল করিম দুলালের বড় ভাই আউয়ালের বিরুদ্ধে।

সূত্র জানায়, সাংবাদিক সাব্বির সম্প্রতি তার প্রতিবেদনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের দুর্নীতি, চুরি, মাদক সিন্ডিকেট, সরকারি তহবিল আত্মসাৎ এবং স্থানীয়দের সঙ্গে অসদাচরণের তথ্য প্রকাশ করেন। এতে চেয়ারম্যান ও তার ঘনিষ্ঠরা ক্ষুব্ধ হয়ে তাকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন করেন।

সাব্বির জানান, “হবিগঞ্জের মানুষের জন্য সত্য তুলে ধরতে চাই। কিন্তু দুর্নীতিবাজরা সত্য মেনে নিতে পারে না। অতীতেও মিথ্যা মামলায় আমাকে কারাগারে যেতে হয়েছে। এখনো দুর্নীতিবাজ চক্র তাদের অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। লন্ডন থেকে দেশে ফিরলে আমাকে খুন-গুম করার হুমকি দেওয়া হয়েছে, যাতে আমি লেখালেখি বন্ধ করি।”

তবে অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান বদরুল করিম দুলাল বলেন, “এসব সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য এসব অপপ্রচার চালানো হচ্ছে।”

হবিগঞ্জে কর্মরত সাংবাদিকরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তারা বলেন, “এমন হুমকি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া, যেন সাংবাদিকরা নিরাপদে তাদের দায়িত্ব পালন করতে পারেন।”

শেয়ার করুন

হবিগঞ্জে সাংবাদিককে খুন-গুমের হুমকি, তদন্তের দাবি

সময় ০৬:০২:৫৪ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫

লন্ডন প্রবাসী সাংবাদিক ও স্থানীয় দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার স্টাফ রিপোর্টার খায়রুল ইসলাম সাব্বিরকে দেশে ফিরলে খুন ও গুমের হুমকি দেওয়া হয়েছে। এই হুমকির অভিযোগ উঠেছে হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (১ নম্বর) ও রাজিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল করিম দুলালের বড় ভাই আউয়ালের বিরুদ্ধে।

সূত্র জানায়, সাংবাদিক সাব্বির সম্প্রতি তার প্রতিবেদনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের দুর্নীতি, চুরি, মাদক সিন্ডিকেট, সরকারি তহবিল আত্মসাৎ এবং স্থানীয়দের সঙ্গে অসদাচরণের তথ্য প্রকাশ করেন। এতে চেয়ারম্যান ও তার ঘনিষ্ঠরা ক্ষুব্ধ হয়ে তাকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন করেন।

সাব্বির জানান, “হবিগঞ্জের মানুষের জন্য সত্য তুলে ধরতে চাই। কিন্তু দুর্নীতিবাজরা সত্য মেনে নিতে পারে না। অতীতেও মিথ্যা মামলায় আমাকে কারাগারে যেতে হয়েছে। এখনো দুর্নীতিবাজ চক্র তাদের অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। লন্ডন থেকে দেশে ফিরলে আমাকে খুন-গুম করার হুমকি দেওয়া হয়েছে, যাতে আমি লেখালেখি বন্ধ করি।”

তবে অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান বদরুল করিম দুলাল বলেন, “এসব সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য এসব অপপ্রচার চালানো হচ্ছে।”

হবিগঞ্জে কর্মরত সাংবাদিকরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তারা বলেন, “এমন হুমকি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া, যেন সাংবাদিকরা নিরাপদে তাদের দায়িত্ব পালন করতে পারেন।”