হত্যা মামলায় ফাঁসানোর হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
- সময় ১২:৪২:০৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫
- / 32
জামালপুরের মেলান্দহে নিজ বাড়িতে ফিরতে না দেয়া, বাড়ি ঘর লুট, হত্যা মামলায় ফাঁসানো হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী কোমল বাদশার পরিবার।
গেল শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার মাহমুদুপর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে কোমল বাদশার স্ত্রী মঞ্চুরা বেগম অভিযোগ করে বলেন, আমাদের পুরাতন বাড়ী ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের হাড়গিলা গ্রামে। বেশ কয়েক বছর আগে বাড়ী ঘর যমুনা নদীতে ভেঙে বিলীন হয়ে যায়। আমি অত্যন্ত নিরিহ গরীব মানুষ। সহায় সম্বল হারিয়ে চার সন্তানের ভরণ-পোষণের জন্য আমার স্বামী ঢাকাসহ বিভিন্ন জায়গায় কাজ করে টাকা উপার্জন করেন।
ডিসেম্বর মাসে শেষের দিকে শাওন নামে আমার এক প্রতিবেশীর মরদেহ উদ্ধার করে পুলিশ। শাওন হত্যার সাথে জড়িত থাকার কারণে আমার পাশের বাড়ীর বিদ্যুৎ নামের একটি ছেলেসহ আরও দুইজনকে পুলিশ গ্রেপ্তার করে । ঘটনার বেশ কয়েকদিন পর্যন্ত আমার স্বামী তার কাজে ব্যস্ত ছিলেন৷
তিনি আরও জানান, শাওন হত্যা মামলায় উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রের মাধ্যমে আমার স্বামীকে ফাঁসানোর হুমকি দিচ্ছে স্থানীয় গফুর মালের ছেলে লুৎফরসহ আরও কয়েকজন। তাদের হুমকির কারণে আমরা বাড়িতে যেতে পারছি না। আমার বড় মেয়ে ইশিতা সদ্য প্রসবকৃত ০৮ দিন বয়সের নাতিসহ বড় মেয়েকে তারা ভয়ভীতি দেখিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে।
গত ১৮ জানুয়ারি বাড়িতে কেউ না থাকায় শাহজাহান, লুৎফর, মোস্তফা, রবিউল, আয়নাল শেখ, আব্দুল্লাহ, সাদাসহ আরও ১০/১৫ জন সন্ত্রাসীদের নিয়ে বাড়িতে হামলা চালিয়ে আমার ঘরের আসবাবপত্র, নগদ টাকা, কাপড়, টিউবওয়েল ও ছাগলসহ অনেক কিছু লুট করে নিয়ে যায়। আমরা এখন প্রাণের ভয়ে পালিয়ে বেড়াচ্ছি৷
এ বিষয়ে, অভিযুক্ত আনোয়ার হোসেন আকাশ বলেন, ওরা আমার শত্রু না। আমরা কোন হামলা বা লুটতরাজ করিনি। অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited