০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

স্কুলের পাশে ঝিরির পথ বন্ধ করে অবৈধ ইটভাটা চালু

আকাশ মারমা মংসিং, বান্দরবান
  • সময় ১২:১৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • / 74

স্কুলের পাশে ঝিরির পথ বন্ধ করে অবৈধ ইটভাটা চালু

বান্দরবানে লামায় শিবতলী পাড়া বিদ্যালয়ের সামনে গড়ে উঠেছে বিবিএম টু নামে একটি অবৈধ ইটভাটা। এই ইটভাটা কারণে পড়ালেখার সমস্যা সম্মুখীন হচ্ছে শিক্ষার্থীদের। শুধু তাই নয় শিবতলী পাড়া গ্রামের ব্যবহৃত পানির ঝিরি চলাচলে পথ বন্ধ করে দিয়েছে ইটভাটা মালিক মুক্তার আহমেদ। ফলে নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে শিবতলী পাড়া বাসিন্দাসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থীদের।

এলাকাবাসীর অভিযোগ, বিগত চার বছর ধরে ইটভাটা বন্ধ থাকলেও চলতি বছরে অনুমোদনহীনভাবে ইটভাটা কার্যক্রম চালু করেছে মুক্তার আহমেদ নামে এক ব্যক্তি। এলাকাবাসীর ব্যবহৃত খাবার পানি ও ঝিড়ির পথ বন্ধ করে দেয়াই ক্ষুদ্ধ এলাকাবাসীরা। পুরো এলাকাবাসীদের মাঝে এখন খাবারের পানি সমস্যা দেখা দিয়েছে। শুধু এটি সমস্যা নয় পাড়ার স্কুলের সামনে ইটভাটা গড়ে উঠায় শিক্ষার্থীদের পড়ালেখা অসুবিধা সম্মুখীন হচ্ছে। এই ইটভাটা বন্ধ করা না গেলে আগামীতেও গ্রামটি উচ্ছেদ হওয়ার সম্ভাবনা দেখা দিবে বলে আশঙ্কা করছেন এলাকাবাসীরা।

স্কুলের পাশে ঝিরির পথ বন্ধ করে অবৈধ ইটভাটা চালু
স্কুলের পাশে ঝিরির পথ বন্ধ করে অবৈধ ইটভাটা চালু

লামা ফাইতং ইউনিয়ন থেকে ৩ কিলোমিটার দূরে ৭নং ওয়ার্ডের শিবতলী পাড়া গ্রাম। যেখানে মারমা সম্প্রদায়ের ৬৫টি পরিবারের বসবাস। গ্রামটি ঘেষে গড়ে উঠেছে শিবতলী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ে শিক্ষার্থীদের সংখ্যা প্রায় একশত জনের অধিক। বিদ্যালয়ে সামনে ৫০০ মিটার দূরে ‘বিবিএম টু’ নামে একটি অবৈধ ইটভাটা চালু করা হয়েছে। ইটভাটাটি কোন অনুমোদন ছাড়াই কার্যক্রম শুরু করেছে ভাটাটির মালিক মুক্তার আহমেদ। প্রতিনিয়ত ইটভাটা থেকে চুল্লির ধোয়া ও বল্টুজার শব্দ ভেসে আসায় পাড়াবাসী ও শিক্ষার্থীদের পড়ালেখাসহ নানা অসুবিধা সম্মুখীন পোহাতে হচ্ছে। নানা রোগে আক্রান্ত হচ্ছে শিক্ষার্থী ও গ্রামের ছোট্ট শিশুরাও। তাছাড়া এই ইটভাটায় থাকায় আশেপাশে পতিত জমিতেও চাষ হচ্ছে না। এতে যেমন মাটি আদ্রতাশূন্য হচ্ছে তেমনি পানি সংকটে ভূগছে পুরো গ্রামবাসীরা।

বিবিএম টু অবৈধ ইটভাটা
বিবিএম টু অবৈধ ইটভাটা

বিবিএম টু নামের আগে পূর্বের নাম ছিল এইচ বিএম ইটভাটা। এই ভাটাটি বিগত চার বছর ধরে বন্ধ ছিল। দীর্ঘ বছর এই অবৈধ ইটভাটা বন্ধ থাকায় এলাকাবাসীদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছিলো। কিন্তু চলতি বছরে নাম পরিবর্তন করে বিবিএম টু নামে অবৈধ ভাটাটি পূণরায় কার্যক্রম শুরু করেন মুক্তার আহমেদ । ভাটাটি চালুর আগে গ্রামের ব্যবহৃত খাওয়ার পানি ঝিড়ি পথ বন্ধ করে করে সড়ক তৈরী করেছে ইটভাটা সংশ্লিষ্টরা। এরপর থেকে নানা সমস্যা সম্মুখীন হতে থাকে পুরো গ্রামবাসী। একাধিকবার এই ইটভাটাকে বন্ধ করতে মানববন্ধন করা হলেও তাতেও কোন সুরাহা মেলেনি এলাকাবাসীদের। বরংচ আরো বেপরোয়া হয়ে উঠে মালিক কতৃপক্ষ। তাছাড়া এই ইটভাটায় কয়েক হাজার ফুট পাহাড় কর্তন করে ইট তৈরী কাজ চলছে। সেখানে শিশুশ্রম দিয়ে চলছে ইট তৈরী কার্যক্রম।

শীবতলী পাড়া গ্রামের সামনে গড়ে তোলা হয়েছে ইটভাটাটি। পাড়া ও বিদ্যালয় থেকে মাত্র দুরত্ব ৫০০ মিটার। কিন্তু ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) ২০১৯ আইন বলছে, বিশেষ কোন স্থাপনা বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কমপক্ষে এক কিলোমিটার দূরে ইটভাটা স্থাপন করতে হবে। কিন্তু সে আইন মানছেন নাহ বিবিএম ‘টু’ ইটভাটা মালিক মুক্তার আহমেদ। বরংচ অবৈধ ব্যবসাকে চাঙ্গা করতে এলাকাবাসী ব্যবহৃত ঝিড়ি পানি পথ বন্ধ করে দিয়ে সেসব পানি ব্যবহার করছে তার ইটভাটার মালিক শ্রমিকেরা। তাছাড়া ওই এলাকার বসবাসরত মানুষদের চলাচল অসুবিধা পাশাপাশি জমিতে চাষ হচ্ছে না। এই অবৈধ ইটভাটা বন্ধের দাবি জানিয়েছেন পুরো এলাকাবাসীরা।

শিবতলী গ্রামের গ্রাম প্রধান (কারবারী) উসা মারমা বলেন, আমরা খুব কষ্টে আছি’ কোন কিছু সবজি চাষ করলেও হয়না। তাছাড়া যাতায়াত,পানিসহ অনেক সমস্যা। ইটভাটা বন্ধের বিষয়ে একাধিকবার মানববন্ধন করলেও তাতেও কোন কাজ হয়নি। আগামীতেও শতাবর্ষী গ্রামটি উচ্ছেদ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

ঢাকা পড়ুয়া ও শিবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীর উহ্লাসিং ও চসিং মারমা জানিয়েছেন, এই ইটভাটা কারণে স্কুলে ছেলেমেয়েরা ঠিক মতন পড়ালেখা করতে পারছেন না। চুল্লির ধোঁয়া আর নানা শব্দের অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। তাই প্রশাসনের হস্তক্ষেপ জানিয়েছেন তারা।

বিবিএম টু অবৈধ ইটভাটা
বিবিএম টু অবৈধ ইটভাটা

এবিষয়ে বিবিএম টু ইটভাটা মালিক মুক্তার আহমেদ সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, নিউজ লেখার কি প্রয়োজন’ আমি ত আপনার কিংবা দেশের শত্রু না। লাইনে আসেন আর কি প্রয়োজন বলেন সমস্যা সমাধান করে দিচ্ছি।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঈন উদ্দিন বলেন, সরকার থেকে নির্দেশনা রয়েছে পার্বত্য এলাকায় কোন অবৈধ ইটভাটা পরিচালনা করতে দেয়া হবে না। আর আমরা ইটভাটা মালিকদের সাথে সভা করেছি’ লিগ্যাল ব্যবসা করতে হলে সমতলে গিয়ে করার পরামর্শ দিয়েছি। আর আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক শামীম আরা রিনি জানান, বান্দরবানে কোন ইটভাটা চলবে না। লামা ইউএনও কে নির্দেশনা দেয়া হয়েছে প্রতিটি ইটভাটা যেন ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। গতকাল অভিযান পরিচালনা করা হয়েছে। আর স্কুলের ঘেষে যে ইটভাটা গড়ে তোলা হয়েছে সেটিকে গুড়িতে দিতে লামা ইউএনও কে অবগত করা হয়েছে।

শেয়ার করুন

স্কুলের পাশে ঝিরির পথ বন্ধ করে অবৈধ ইটভাটা চালু

সময় ১২:১৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫

বান্দরবানে লামায় শিবতলী পাড়া বিদ্যালয়ের সামনে গড়ে উঠেছে বিবিএম টু নামে একটি অবৈধ ইটভাটা। এই ইটভাটা কারণে পড়ালেখার সমস্যা সম্মুখীন হচ্ছে শিক্ষার্থীদের। শুধু তাই নয় শিবতলী পাড়া গ্রামের ব্যবহৃত পানির ঝিরি চলাচলে পথ বন্ধ করে দিয়েছে ইটভাটা মালিক মুক্তার আহমেদ। ফলে নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে শিবতলী পাড়া বাসিন্দাসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থীদের।

এলাকাবাসীর অভিযোগ, বিগত চার বছর ধরে ইটভাটা বন্ধ থাকলেও চলতি বছরে অনুমোদনহীনভাবে ইটভাটা কার্যক্রম চালু করেছে মুক্তার আহমেদ নামে এক ব্যক্তি। এলাকাবাসীর ব্যবহৃত খাবার পানি ও ঝিড়ির পথ বন্ধ করে দেয়াই ক্ষুদ্ধ এলাকাবাসীরা। পুরো এলাকাবাসীদের মাঝে এখন খাবারের পানি সমস্যা দেখা দিয়েছে। শুধু এটি সমস্যা নয় পাড়ার স্কুলের সামনে ইটভাটা গড়ে উঠায় শিক্ষার্থীদের পড়ালেখা অসুবিধা সম্মুখীন হচ্ছে। এই ইটভাটা বন্ধ করা না গেলে আগামীতেও গ্রামটি উচ্ছেদ হওয়ার সম্ভাবনা দেখা দিবে বলে আশঙ্কা করছেন এলাকাবাসীরা।

স্কুলের পাশে ঝিরির পথ বন্ধ করে অবৈধ ইটভাটা চালু
স্কুলের পাশে ঝিরির পথ বন্ধ করে অবৈধ ইটভাটা চালু

লামা ফাইতং ইউনিয়ন থেকে ৩ কিলোমিটার দূরে ৭নং ওয়ার্ডের শিবতলী পাড়া গ্রাম। যেখানে মারমা সম্প্রদায়ের ৬৫টি পরিবারের বসবাস। গ্রামটি ঘেষে গড়ে উঠেছে শিবতলী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ে শিক্ষার্থীদের সংখ্যা প্রায় একশত জনের অধিক। বিদ্যালয়ে সামনে ৫০০ মিটার দূরে ‘বিবিএম টু’ নামে একটি অবৈধ ইটভাটা চালু করা হয়েছে। ইটভাটাটি কোন অনুমোদন ছাড়াই কার্যক্রম শুরু করেছে ভাটাটির মালিক মুক্তার আহমেদ। প্রতিনিয়ত ইটভাটা থেকে চুল্লির ধোয়া ও বল্টুজার শব্দ ভেসে আসায় পাড়াবাসী ও শিক্ষার্থীদের পড়ালেখাসহ নানা অসুবিধা সম্মুখীন পোহাতে হচ্ছে। নানা রোগে আক্রান্ত হচ্ছে শিক্ষার্থী ও গ্রামের ছোট্ট শিশুরাও। তাছাড়া এই ইটভাটায় থাকায় আশেপাশে পতিত জমিতেও চাষ হচ্ছে না। এতে যেমন মাটি আদ্রতাশূন্য হচ্ছে তেমনি পানি সংকটে ভূগছে পুরো গ্রামবাসীরা।

বিবিএম টু অবৈধ ইটভাটা
বিবিএম টু অবৈধ ইটভাটা

বিবিএম টু নামের আগে পূর্বের নাম ছিল এইচ বিএম ইটভাটা। এই ভাটাটি বিগত চার বছর ধরে বন্ধ ছিল। দীর্ঘ বছর এই অবৈধ ইটভাটা বন্ধ থাকায় এলাকাবাসীদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছিলো। কিন্তু চলতি বছরে নাম পরিবর্তন করে বিবিএম টু নামে অবৈধ ভাটাটি পূণরায় কার্যক্রম শুরু করেন মুক্তার আহমেদ । ভাটাটি চালুর আগে গ্রামের ব্যবহৃত খাওয়ার পানি ঝিড়ি পথ বন্ধ করে করে সড়ক তৈরী করেছে ইটভাটা সংশ্লিষ্টরা। এরপর থেকে নানা সমস্যা সম্মুখীন হতে থাকে পুরো গ্রামবাসী। একাধিকবার এই ইটভাটাকে বন্ধ করতে মানববন্ধন করা হলেও তাতেও কোন সুরাহা মেলেনি এলাকাবাসীদের। বরংচ আরো বেপরোয়া হয়ে উঠে মালিক কতৃপক্ষ। তাছাড়া এই ইটভাটায় কয়েক হাজার ফুট পাহাড় কর্তন করে ইট তৈরী কাজ চলছে। সেখানে শিশুশ্রম দিয়ে চলছে ইট তৈরী কার্যক্রম।

শীবতলী পাড়া গ্রামের সামনে গড়ে তোলা হয়েছে ইটভাটাটি। পাড়া ও বিদ্যালয় থেকে মাত্র দুরত্ব ৫০০ মিটার। কিন্তু ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) ২০১৯ আইন বলছে, বিশেষ কোন স্থাপনা বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কমপক্ষে এক কিলোমিটার দূরে ইটভাটা স্থাপন করতে হবে। কিন্তু সে আইন মানছেন নাহ বিবিএম ‘টু’ ইটভাটা মালিক মুক্তার আহমেদ। বরংচ অবৈধ ব্যবসাকে চাঙ্গা করতে এলাকাবাসী ব্যবহৃত ঝিড়ি পানি পথ বন্ধ করে দিয়ে সেসব পানি ব্যবহার করছে তার ইটভাটার মালিক শ্রমিকেরা। তাছাড়া ওই এলাকার বসবাসরত মানুষদের চলাচল অসুবিধা পাশাপাশি জমিতে চাষ হচ্ছে না। এই অবৈধ ইটভাটা বন্ধের দাবি জানিয়েছেন পুরো এলাকাবাসীরা।

শিবতলী গ্রামের গ্রাম প্রধান (কারবারী) উসা মারমা বলেন, আমরা খুব কষ্টে আছি’ কোন কিছু সবজি চাষ করলেও হয়না। তাছাড়া যাতায়াত,পানিসহ অনেক সমস্যা। ইটভাটা বন্ধের বিষয়ে একাধিকবার মানববন্ধন করলেও তাতেও কোন কাজ হয়নি। আগামীতেও শতাবর্ষী গ্রামটি উচ্ছেদ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

ঢাকা পড়ুয়া ও শিবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীর উহ্লাসিং ও চসিং মারমা জানিয়েছেন, এই ইটভাটা কারণে স্কুলে ছেলেমেয়েরা ঠিক মতন পড়ালেখা করতে পারছেন না। চুল্লির ধোঁয়া আর নানা শব্দের অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। তাই প্রশাসনের হস্তক্ষেপ জানিয়েছেন তারা।

বিবিএম টু অবৈধ ইটভাটা
বিবিএম টু অবৈধ ইটভাটা

এবিষয়ে বিবিএম টু ইটভাটা মালিক মুক্তার আহমেদ সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, নিউজ লেখার কি প্রয়োজন’ আমি ত আপনার কিংবা দেশের শত্রু না। লাইনে আসেন আর কি প্রয়োজন বলেন সমস্যা সমাধান করে দিচ্ছি।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঈন উদ্দিন বলেন, সরকার থেকে নির্দেশনা রয়েছে পার্বত্য এলাকায় কোন অবৈধ ইটভাটা পরিচালনা করতে দেয়া হবে না। আর আমরা ইটভাটা মালিকদের সাথে সভা করেছি’ লিগ্যাল ব্যবসা করতে হলে সমতলে গিয়ে করার পরামর্শ দিয়েছি। আর আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক শামীম আরা রিনি জানান, বান্দরবানে কোন ইটভাটা চলবে না। লামা ইউএনও কে নির্দেশনা দেয়া হয়েছে প্রতিটি ইটভাটা যেন ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। গতকাল অভিযান পরিচালনা করা হয়েছে। আর স্কুলের ঘেষে যে ইটভাটা গড়ে তোলা হয়েছে সেটিকে গুড়িতে দিতে লামা ইউএনও কে অবগত করা হয়েছে।