ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সৌদিতে নগ্নতার আসর, কি ভাবছে মুসলিম বিশ্ব?

নিউজ ডেস্ক
  • সময় ০৬:৩১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
  • / 80

জেনিফার লোপেজ

বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমদের পবিত্রতম স্থান হিসাবে বিবেচনা করা হয় সৌদি আরবকে। পবিত্র সৌদি আরবেই এবার বসলো নগ্নতার আসর। বিষয়টি নিয়ে বাংলাদেশসহ বিভিন্ন দেশের মুসলিম সমাজ তীব্র পতিক্রিয়া দেখিয়েছেন।

বাংলাদেশে ইসলামী দলগুলো অনেকেই বাংলা অ্যাফেয়ার্সকে বলেছেন, সৌদি আরব মুসিলম উম্মার কাছে আবেগ অনুভূতির স্থান। সেখানে এমন নগ্নতার আসর আমাদের হতাশ করেছে। তবে স্বাধীন দেশ হিসাবে পর্যটনকে সামনে রেখে দেশটির প্রিন্স যে সিদ্ধান্ত নিয়েছেন, তা নিয়ে বেশি প্রশ্ন তোলারও সুযোগ নেই।

এমনই কথা বলেছেন, ভারতীয় এক মুসলিম। তিনি বর্তমানে সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করছেন। বাংলা অ্যাফেয়ার্সের সাথে আলাপকালে রুবেল শিকদার নামের ওই ভারতীয় নাগরিক বলেছেন, ‘আস্তাগফিরুল্লাহ, পাপ মোচনের জন্য আমরা মুসলিমরা সারা বিশ্ব থেকেই পবিত্র মক্কা মদিনায় আসি। কিন্তু সেখানেও যদি নৈতিকতার উৎকর্ষকতা না থাকে সেটি নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে।

সৌদি আরবের রাজধানীতে হয়ে গেল আধুনিক বিশ্বের মডেলদের অংশগ্রহণে এক ফ্যাশন শো। জমকালো অনুষ্ঠানের সেই মঞ্চে অর্ধনগ্ন পোশাকে হাঁটলেন পশ্চিমা খ্যাতনামা মডেলরা। বিশেষ আকর্ষণ ছিলেন পপ আইকন জেনিফার লোপেজ।

আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, বুধবার (১৩ নভেম্বর) রাতে রিয়াদে এ আয়োজন করা হয়। লেবানিজ আইকন এলি সাব এর পেছনের কারিগর। প্রাক্তন ফরাসি ভোগ সম্পাদক ক্যারিন রইটফেল্ড ফ্যাশন শোটির রানওয়ের নির্দেশনায় ছিলেন।

ইসলামি বিধিবিধান নিয়ে সরব দেশটিতে ‘এলি সাব শো’ নামে তৈরি মঞ্চে আধুনিক সব নজরকাড়া পোশাকে তারকারা উপস্থিত হন।

সৌদিতে নগ্নতার আসর
সৌদিতে নগ্নতার আসর

শোতে ‘১০০১ সিজনস অফ এলি সাব’ থিমের অধীনে ৩০০টি ডিজাইন প্রদর্শন করা হয়। যা মধ্যপ্রাচ্যের লোককাহিনী ‘আরব্য রজনীর’ প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলে আয়োজকরা জানান। সেই প্রখ্যাত লোককাহিনীর গ্রন্থটি ‘কিতাব আলফে লায়লা ওয়া-লায়লা’ (এক হাজার এবং এক রাতের কাহিনী) নামে সংকলিত। মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশীয় গল্প এবং লোককথার অনন্য সংকলন এটি। এসব কাহিনী ইসলামের স্বর্ণযুগে আরবিতে সংগৃহিত হয়েছিল। বহির্বিশ্বে এটি এরাবিয়ান নাইটস নামেও পরিচিত।

ধর্মীয় অনুশাসন পালনের নামে যেখানে নারীদের কোণঠাসা করে রাখা হচ্ছে সেই রিয়াদের মঞ্চে এ ধরনের আয়োজনে অবাক হয়েছেন অনেকে। এমনকি এলি সাবের উদযাপনে মঞ্চে একে একে যখন তারকা লোপেজ, ক্যামিলা ক্যাবেলো, ন্যান্সি আজরাম, আমর ডায়াব ও কিংবদন্তি সেলিন ডিওন পশ্চিমা ঢঙ্গে উপস্থিত হচ্ছিলেন তখন উপস্থিত দর্শকরাও চমকে যান।

প্রিন্স সালমান
প্রিন্স সালমান

এক সময় সৌদি আরবে এ ধরনের আয়োজন কল্পনাও করা যেত না। কিন্তু বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমান শিল্প-সাহিত্য চর্চায় উদারতা দেখাচ্ছেন। সম্প্রতি দেশটিতে সরকারিভাবে সিনেমায় বিনিয়োগ করা হচ্ছে। নির্মাণ করা হয়েছে আধুনিক সিনেমা হল। মূলত, সৌদি সরকার তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসার চেষ্টায় নানামুখি পদক্ষেপের অংশ হিসেবে এ ধরনের কার্যক্রমের সুযোগ দিচ্ছে।

এদিকে সফল শো অনুষ্ঠানে খুশি আয়োজকরা। তারা জানান, এলি সাবের পোশাক সারা বিশ্বে নন্দিত। শো-তে প্রদর্শিত পোশাকে আগামী কয়েক মাসে বহু নারী বিয়ের আসরে বসবেন। এটি হয়ে উঠবে তাদের স্মৃতির এক অনুষঙ্গ।

শেয়ার করুন

সৌদিতে নগ্নতার আসর, কি ভাবছে মুসলিম বিশ্ব?

সময় ০৬:৩১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমদের পবিত্রতম স্থান হিসাবে বিবেচনা করা হয় সৌদি আরবকে। পবিত্র সৌদি আরবেই এবার বসলো নগ্নতার আসর। বিষয়টি নিয়ে বাংলাদেশসহ বিভিন্ন দেশের মুসলিম সমাজ তীব্র পতিক্রিয়া দেখিয়েছেন।

বাংলাদেশে ইসলামী দলগুলো অনেকেই বাংলা অ্যাফেয়ার্সকে বলেছেন, সৌদি আরব মুসিলম উম্মার কাছে আবেগ অনুভূতির স্থান। সেখানে এমন নগ্নতার আসর আমাদের হতাশ করেছে। তবে স্বাধীন দেশ হিসাবে পর্যটনকে সামনে রেখে দেশটির প্রিন্স যে সিদ্ধান্ত নিয়েছেন, তা নিয়ে বেশি প্রশ্ন তোলারও সুযোগ নেই।

এমনই কথা বলেছেন, ভারতীয় এক মুসলিম। তিনি বর্তমানে সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করছেন। বাংলা অ্যাফেয়ার্সের সাথে আলাপকালে রুবেল শিকদার নামের ওই ভারতীয় নাগরিক বলেছেন, ‘আস্তাগফিরুল্লাহ, পাপ মোচনের জন্য আমরা মুসলিমরা সারা বিশ্ব থেকেই পবিত্র মক্কা মদিনায় আসি। কিন্তু সেখানেও যদি নৈতিকতার উৎকর্ষকতা না থাকে সেটি নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে।

সৌদি আরবের রাজধানীতে হয়ে গেল আধুনিক বিশ্বের মডেলদের অংশগ্রহণে এক ফ্যাশন শো। জমকালো অনুষ্ঠানের সেই মঞ্চে অর্ধনগ্ন পোশাকে হাঁটলেন পশ্চিমা খ্যাতনামা মডেলরা। বিশেষ আকর্ষণ ছিলেন পপ আইকন জেনিফার লোপেজ।

আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, বুধবার (১৩ নভেম্বর) রাতে রিয়াদে এ আয়োজন করা হয়। লেবানিজ আইকন এলি সাব এর পেছনের কারিগর। প্রাক্তন ফরাসি ভোগ সম্পাদক ক্যারিন রইটফেল্ড ফ্যাশন শোটির রানওয়ের নির্দেশনায় ছিলেন।

ইসলামি বিধিবিধান নিয়ে সরব দেশটিতে ‘এলি সাব শো’ নামে তৈরি মঞ্চে আধুনিক সব নজরকাড়া পোশাকে তারকারা উপস্থিত হন।

সৌদিতে নগ্নতার আসর
সৌদিতে নগ্নতার আসর

শোতে ‘১০০১ সিজনস অফ এলি সাব’ থিমের অধীনে ৩০০টি ডিজাইন প্রদর্শন করা হয়। যা মধ্যপ্রাচ্যের লোককাহিনী ‘আরব্য রজনীর’ প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলে আয়োজকরা জানান। সেই প্রখ্যাত লোককাহিনীর গ্রন্থটি ‘কিতাব আলফে লায়লা ওয়া-লায়লা’ (এক হাজার এবং এক রাতের কাহিনী) নামে সংকলিত। মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশীয় গল্প এবং লোককথার অনন্য সংকলন এটি। এসব কাহিনী ইসলামের স্বর্ণযুগে আরবিতে সংগৃহিত হয়েছিল। বহির্বিশ্বে এটি এরাবিয়ান নাইটস নামেও পরিচিত।

ধর্মীয় অনুশাসন পালনের নামে যেখানে নারীদের কোণঠাসা করে রাখা হচ্ছে সেই রিয়াদের মঞ্চে এ ধরনের আয়োজনে অবাক হয়েছেন অনেকে। এমনকি এলি সাবের উদযাপনে মঞ্চে একে একে যখন তারকা লোপেজ, ক্যামিলা ক্যাবেলো, ন্যান্সি আজরাম, আমর ডায়াব ও কিংবদন্তি সেলিন ডিওন পশ্চিমা ঢঙ্গে উপস্থিত হচ্ছিলেন তখন উপস্থিত দর্শকরাও চমকে যান।

প্রিন্স সালমান
প্রিন্স সালমান

এক সময় সৌদি আরবে এ ধরনের আয়োজন কল্পনাও করা যেত না। কিন্তু বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমান শিল্প-সাহিত্য চর্চায় উদারতা দেখাচ্ছেন। সম্প্রতি দেশটিতে সরকারিভাবে সিনেমায় বিনিয়োগ করা হচ্ছে। নির্মাণ করা হয়েছে আধুনিক সিনেমা হল। মূলত, সৌদি সরকার তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসার চেষ্টায় নানামুখি পদক্ষেপের অংশ হিসেবে এ ধরনের কার্যক্রমের সুযোগ দিচ্ছে।

এদিকে সফল শো অনুষ্ঠানে খুশি আয়োজকরা। তারা জানান, এলি সাবের পোশাক সারা বিশ্বে নন্দিত। শো-তে প্রদর্শিত পোশাকে আগামী কয়েক মাসে বহু নারী বিয়ের আসরে বসবেন। এটি হয়ে উঠবে তাদের স্মৃতির এক অনুষঙ্গ।