সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে নির্বাচন

- সময় ০৭:৪৭:২৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
- / 152
২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে, নির্বাচনও ডিসেম্বরের মধ্যে আয়োজনের জন্য নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
তিনি বলেন, ২০২৫ সালের সেপ্টেম্বরের (৯ মাসের মধ্যে) আগে ভোটার তালিকা প্রণয়ন ও রাজনৈতিক দলের নিবন্ধন সম্পন্ন করার পর নির্বাচন তফসিল ঘোষণা হতে পারে, আগামী বছরের ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের জন্য কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে।
দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে সিইসি বলেন, “বর্তমান সরকারের ওপর দেশের জনগণের প্রত্যাশা অনেক বেশি। তবে নির্বাচন ক্ষতিগ্রস্ত হওয়ার বা ভণ্ডুল হওয়ার কোনো পরিস্থিতি তিনি দেখছেন না। তিনি বলেন, ‘যখন জনগণ দেখতে পাবে যে, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য প্রতিজ্ঞাবদ্ধ, তখন তারা আমাদের পাশে দাঁড়াবে।’
সিইসি আরও বলেন, “কারও বয়স ১৮ বছর হলো কিন্তু কোনো ফয়সালা করলাম না, ভুয়া ভোটারের কোনো তালিকা করলাম না, তাহলে ভোটার তালিকা তৈরি করা খুব সহজ। মৃত ভোটার তালিকা থেকে বাদ যাক এটি সবাই চাচ্ছে। তাই ভোটার তালিকা তৈরি করা আমাদের জন্য চ্যালেঞ্জিং। জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী, ডিসি-এসপি নিরপেক্ষভাবে কাজ করবে, কেননা তাদের ওপর এখন চাপ নেই। আগে ওপর থেকে বিশাল একটা চাপ ছিল তাদের। তোমরা এমনভাবে নির্বাচন করবে যেন আমার দল জিতে। কিন্তু এখন তেমন পরিস্থিতি নেই। এখন তারা মুক্তভাবে কাজ করতে পারছে।”
এছাড়া, সিইসি জানান যে, দেশের নির্বাচন কমিশন কঠোরভাবে এই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন পরিচালনা করা সম্ভব হয়।
উল্লেখ্য, চলতি বছরের ৭ জানুয়ারি দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে বিতর্কিত এই নির্বাচনের পর, সাত মাসের মাথায় ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। পরবর্তীতে, আগস্টে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয় এবং ২১ নভেম্বর গঠিত হয় নতুন নির্বাচন কমিশন।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited