ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সুফি মুসলিমদের জন্য নতুন রাষ্ট্র হচ্ছে

নিউজ ডেস্ক
  • সময় ০৪:৫২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
  • / 287

ভ্যাটিকান সিটি; রোমান ক্যাথলিক ধর্মের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত একটি স্বতন্ত্র রাষ্ট্র। পৃথিবীতে এটিই একমাত্র দেশ; যা কিনা ধর্মীয় চর্চা ও আধ্যাত্মিকতা নিশ্চিত করতে গঠণ করা হয়।

ভ্যাটিক্যান সিটির আদলে এবার মুসলিম সুফি সম্প্রদায়ের জন্য নতুন একটি রাষ্ট্রের চিন্তাভাবনা করা হচ্ছে। দক্ষিণ-পূর্ব ইউরোপের ছোট্ট দেশ আলবেনিয়ার রাজধানী ও বৃহত্তম নগরী তিরানায় নতুন এই সার্বভৌম ক্ষুদ্র রাষ্ট্র করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী এডি রামা।

গত ২২ সেপ্টেম্বর জাতিসংঘে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় আলবেনিয়ার প্রধানমন্ত্রী তার এই পরিকল্পনার কথা জানান। এদি রামা জানান, রাজধানী তিরানার ২৭ একর জায়গা জুড়ে ক্ষুদ্র রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনা করছে তার সরকার। এই রাষ্ট্রের নিজস্ব সীমানা ও প্রশাসন থাকবে।

এডি রামা আরো জানান, ইতালির রাজধানী রোমে অবস্থিত ভ্যাটিকান সিটির আদলে এটি প্রতিষ্ঠা করা হবে, যার নাম হবে ‘দ্য সভরেন স্টেট অফ বেকতাশি অর্ডার’৷

আলবেনিয়া দীর্ঘদিন ধরেই ধর্মীয় সম্প্রীতি ও সহিষ্ণুতার জন্য বেশ পরিচিত। এখানে খুব কাছাকাছি দূরত্বেই গির্জা ও মসজিদের উপস্থিতি চোখে পরে। দক্ষিণ ইউরোপের দেশটিতে আন্তঃধর্মীয় বিয়েকেও বেশ সাদরে গ্রহণ করা হয়।

২০২৩ সালের আদমশুমারি অনুসারে আলবেনিয়ার জনসংখ্যা ২৪ লাখ যার মধ্যে অর্ধেকই মুসলিম ধর্মের অনুসারী। মুসলিম জনগোষ্ঠীর বেশিরভাগই সুন্নি মতাদর্শের অনুসারী, যার মধ্যে আনুমানিক ১০ শতাংশ মুসলিম বেকতাশি সম্প্রদায়ের। বাকি জনগোষ্ঠীর মধ্যে রোমান ক্যাথলিক ও অর্থোডক্স খৃস্টান ধর্মের অনুসারী রয়েছেন।

ত্রয়োদশ শতাব্দীতে অটোম্যান সাম্রাজ্যের সময় সুফিবাদ ও বেকতাশি আদর্শ বিকশিত হয় বলে প্রচলিত রয়েছে। নতুন রাষ্ট্রের উদ্যোগ সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্ধারা। তারা মনে করেন, এই পদক্ষেপের মাধ্যমে বিশ্বে ধর্মীয় সহিষ্ণুতা ও শান্তি বাড়বে।

যদি এটি প্রতিষ্ঠিত হয়, তাহলে এটি ভ্যাটিকান সিটির চেয়ে ছোট হবে। যার আয়তন হবে মাত্র ২৭ একর। ওই এলাকাটি বর্তমান বেকতাশী বিশ্ব সদর দপ্তর হিসেবে পরিচিত।

রাজ্যের প্রতিষ্ঠার পরিকল্পনা আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা এবং বেকতাশী অর্ডারের নেতা বাবা মন্ডির মধ্যে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী রামা উল্লেখ করেছেন, রাজ্যটির প্রতিষ্ঠার জন্য আরও বিস্তারিত তথ্য শীঘ্রই প্রকাশ করা হবে।

ভ্যাটিকানের মডেলের অনুসরণে, সম্ভাব্য এই রাষ্ট্রটি শুধুমাত্র বেকতাশী ধর্মীয় কর্মকর্তাদের এবং সরকারের কর্মকর্তাদের নাগরিকত্ব প্রদান করবে। আইনগত বিশেষজ্ঞরা বর্তমানে আলবেনিয়ার মধ্যে নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আইন প্রণয়ন করছেন। এই আইনটি আলবেনিয়ার পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন হবে।

বেকতাশি অর্ডারের নেতা বাবা মন্ডি জানিয়েছেন, তিনি আধ্যাত্মিক নেতা হিসেবে দেশের প্রধানের ভূমিকা পালন করবেন। রাষ্ট্র কোনও সেনাবাহিনী, সীমান্ত রক্ষী বাহিনী বা আদালত বজায় রাখবে না।

রাষ্ট্রটি পরিকল্পিতভাবে অ্যালকোহল পান করার অনুমতি দেবে এবং নারীদের নিজেদের ইচ্ছামতো পোশাক পরার স্বাধীনতা দেবে, যা তুলনামূলকভাবে বেশি রক্ষণশীল ইসলামিক ধর্মতান্ত্রিক রাষ্ট্রগুলোর থেকে ভিন্ন।

নতুন রাষ্ট্রে নাগরিকত্ব কেবল ধর্মীয় নেতা এবং রাষ্ট্রের প্রশাসনের সাথে জড়িত ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ থাকবে, যা ভ্যাটিকানের নাগরিকত্ব কাঠামোর অনুরূপ। পাসপোর্ট হবে সবুজ, যা ইসলামে গভীরভাবে প্রতীকী একটি রঙ।

শেয়ার করুন

সুফি মুসলিমদের জন্য নতুন রাষ্ট্র হচ্ছে

সময় ০৪:৫২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪

ভ্যাটিকান সিটি; রোমান ক্যাথলিক ধর্মের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত একটি স্বতন্ত্র রাষ্ট্র। পৃথিবীতে এটিই একমাত্র দেশ; যা কিনা ধর্মীয় চর্চা ও আধ্যাত্মিকতা নিশ্চিত করতে গঠণ করা হয়।

ভ্যাটিক্যান সিটির আদলে এবার মুসলিম সুফি সম্প্রদায়ের জন্য নতুন একটি রাষ্ট্রের চিন্তাভাবনা করা হচ্ছে। দক্ষিণ-পূর্ব ইউরোপের ছোট্ট দেশ আলবেনিয়ার রাজধানী ও বৃহত্তম নগরী তিরানায় নতুন এই সার্বভৌম ক্ষুদ্র রাষ্ট্র করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী এডি রামা।

গত ২২ সেপ্টেম্বর জাতিসংঘে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় আলবেনিয়ার প্রধানমন্ত্রী তার এই পরিকল্পনার কথা জানান। এদি রামা জানান, রাজধানী তিরানার ২৭ একর জায়গা জুড়ে ক্ষুদ্র রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনা করছে তার সরকার। এই রাষ্ট্রের নিজস্ব সীমানা ও প্রশাসন থাকবে।

এডি রামা আরো জানান, ইতালির রাজধানী রোমে অবস্থিত ভ্যাটিকান সিটির আদলে এটি প্রতিষ্ঠা করা হবে, যার নাম হবে ‘দ্য সভরেন স্টেট অফ বেকতাশি অর্ডার’৷

আলবেনিয়া দীর্ঘদিন ধরেই ধর্মীয় সম্প্রীতি ও সহিষ্ণুতার জন্য বেশ পরিচিত। এখানে খুব কাছাকাছি দূরত্বেই গির্জা ও মসজিদের উপস্থিতি চোখে পরে। দক্ষিণ ইউরোপের দেশটিতে আন্তঃধর্মীয় বিয়েকেও বেশ সাদরে গ্রহণ করা হয়।

২০২৩ সালের আদমশুমারি অনুসারে আলবেনিয়ার জনসংখ্যা ২৪ লাখ যার মধ্যে অর্ধেকই মুসলিম ধর্মের অনুসারী। মুসলিম জনগোষ্ঠীর বেশিরভাগই সুন্নি মতাদর্শের অনুসারী, যার মধ্যে আনুমানিক ১০ শতাংশ মুসলিম বেকতাশি সম্প্রদায়ের। বাকি জনগোষ্ঠীর মধ্যে রোমান ক্যাথলিক ও অর্থোডক্স খৃস্টান ধর্মের অনুসারী রয়েছেন।

ত্রয়োদশ শতাব্দীতে অটোম্যান সাম্রাজ্যের সময় সুফিবাদ ও বেকতাশি আদর্শ বিকশিত হয় বলে প্রচলিত রয়েছে। নতুন রাষ্ট্রের উদ্যোগ সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্ধারা। তারা মনে করেন, এই পদক্ষেপের মাধ্যমে বিশ্বে ধর্মীয় সহিষ্ণুতা ও শান্তি বাড়বে।

যদি এটি প্রতিষ্ঠিত হয়, তাহলে এটি ভ্যাটিকান সিটির চেয়ে ছোট হবে। যার আয়তন হবে মাত্র ২৭ একর। ওই এলাকাটি বর্তমান বেকতাশী বিশ্ব সদর দপ্তর হিসেবে পরিচিত।

রাজ্যের প্রতিষ্ঠার পরিকল্পনা আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা এবং বেকতাশী অর্ডারের নেতা বাবা মন্ডির মধ্যে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী রামা উল্লেখ করেছেন, রাজ্যটির প্রতিষ্ঠার জন্য আরও বিস্তারিত তথ্য শীঘ্রই প্রকাশ করা হবে।

ভ্যাটিকানের মডেলের অনুসরণে, সম্ভাব্য এই রাষ্ট্রটি শুধুমাত্র বেকতাশী ধর্মীয় কর্মকর্তাদের এবং সরকারের কর্মকর্তাদের নাগরিকত্ব প্রদান করবে। আইনগত বিশেষজ্ঞরা বর্তমানে আলবেনিয়ার মধ্যে নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আইন প্রণয়ন করছেন। এই আইনটি আলবেনিয়ার পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন হবে।

বেকতাশি অর্ডারের নেতা বাবা মন্ডি জানিয়েছেন, তিনি আধ্যাত্মিক নেতা হিসেবে দেশের প্রধানের ভূমিকা পালন করবেন। রাষ্ট্র কোনও সেনাবাহিনী, সীমান্ত রক্ষী বাহিনী বা আদালত বজায় রাখবে না।

রাষ্ট্রটি পরিকল্পিতভাবে অ্যালকোহল পান করার অনুমতি দেবে এবং নারীদের নিজেদের ইচ্ছামতো পোশাক পরার স্বাধীনতা দেবে, যা তুলনামূলকভাবে বেশি রক্ষণশীল ইসলামিক ধর্মতান্ত্রিক রাষ্ট্রগুলোর থেকে ভিন্ন।

নতুন রাষ্ট্রে নাগরিকত্ব কেবল ধর্মীয় নেতা এবং রাষ্ট্রের প্রশাসনের সাথে জড়িত ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ থাকবে, যা ভ্যাটিকানের নাগরিকত্ব কাঠামোর অনুরূপ। পাসপোর্ট হবে সবুজ, যা ইসলামে গভীরভাবে প্রতীকী একটি রঙ।