সুন্দরবনে আগুন, নিয়ন্ত্রণে কাটা হচ্ছে ফায়ার লাইন

- সময় ০৭:০৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
- / 26
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের গহীনে আগুন লেগেছে। আজ (২২ মার্চ) শনিবার দুপুর একটার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের কলমতেজি এলাকায় ধোঁয়ার কুণ্ডলি দেখতে পায় বন বিভাগের লোকজন। পানির উৎস দূরে হওয়ায় আগুন যাতে ছড়িয়ে না পড়তে পারে, এ জন্য স্থানীয়দের সঙ্গে নিয়ে ফায়ার লাইন (মাটি কেটে বিচ্ছিন্ন করা) কেটে দিচ্ছে বন বিভাগ। এ ছাড়া আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মোহাম্মদ নূরুল কমির বলেন, ‘দুপুর একটা নাগাদ বনকর্মীরা চাঁদপাই রেঞ্জের কলমতেজি এলাকায় আগুনের ধোঁয়ার কুণ্ডলি দেখতে পায়। সেখানে একটি জায়গায় কুণ্ডলা দেখা যাচ্ছে। আগুনের বড় কোনো শিখা নেই, আছে শুধু ধোঁয়া। এখন আগুনের যে ধরণ দেখছি তাতে ভয়ের কিছু নেই। আগুন লাগার স্থানটি সুন্দরবনের বেশ গহীনে। পানির উৎস সুন্দরবনের মরা ভোলা নদী।
যার দূরত্ব অন্তত তিন কিলোমিটার। এত দূর থেকে পানি সংগ্রহ করে আগুন নেভাতে হবে। আগুন যাতে বিস্তৃতি লাভ করতে না পারে সেজন্য স্থানীয় শতাধিক গ্রামবাসীকে সাথে নিয়ে ফায়ার লাইন কেটে আগুন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে। আগুন নেভাতে ইতিমধ্যে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে।’
বিভাগীয় বন কর্মকর্তা আরও বলেন, ‘অসাবধানতাবশত সুন্দরবনে প্রবেশ করা জেলে, বাওয়ালী বা মৌয়ালদের ফেলে দেওয়া বিড়ি-সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সুন্দরবনের আগুন লাগা এলাকায় লতাগুল্ম জাতীয় গাছপালা বেশি রয়েছে।’
এর আগে গত বছর ৪ মে চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া এলাকায় আগুন লাগে। এতে বনের পাঁচ একর এলাকা ক্ষতিগ্রস্থ হয়।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited