সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত শরীফ - করিম বাহিনীর অস্ত্র ও গুলি জব্দ | Bangla Affairs
০২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত শরীফ – করিম বাহিনীর অস্ত্র ও গুলি জব্দ

নিজস্ব প্রতিবেদক, মোংলা
  • সময় ০৮:৫৭:২৯ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • / 5

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত শরীফ - করিম বাহিনীর অস্ত্র ও গুলি জব্দ

সুন্দরবনে অভিযান চালিয়ে দুর্ধর্ষ ডাকাত করিম- শরীফ বাহিনীর দুটি একনলা বন্দুক, ১১ রাউন্ড ফাঁকা গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন।

সোমবার ৭ এপ্রিল সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান , গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের পুরাতন ঝাপসি ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনী ডাকাতির উদ্দেশ্যে দলবলসহ অবস্থান করছে।

৭ এপ্রিল (সোমবার) দুপুর ২ টায় বাংলাদেশ কোস্ট গার্ড বেইস মোংলা জোনের সদস্যরা উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলটি বোট ( ট্রলার) ফেলে বনের ভেতরে পালিয়ে যায়। পরবর্তীতে ট্রলারটি তল্লাশি করে ২ টি একনলা বন্দুক, ১১ রাউন্ড ফাঁকা কার্তুজ, ২ টি খেলনা বন্দুক ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও অন্যান্য মালামালের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে আওতাধীন উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে ২৪ ঘন্টা ব্যাপী টহল কার্যক্রম অব্যাহত রেখেছে। যার মাধ্যমে এ সকল অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। জননিরাপত্তায় কোস্ট গার্ডের এরূপ কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে।

শেয়ার করুন

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত শরীফ – করিম বাহিনীর অস্ত্র ও গুলি জব্দ

সময় ০৮:৫৭:২৯ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

সুন্দরবনে অভিযান চালিয়ে দুর্ধর্ষ ডাকাত করিম- শরীফ বাহিনীর দুটি একনলা বন্দুক, ১১ রাউন্ড ফাঁকা গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন।

সোমবার ৭ এপ্রিল সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান , গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের পুরাতন ঝাপসি ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনী ডাকাতির উদ্দেশ্যে দলবলসহ অবস্থান করছে।

৭ এপ্রিল (সোমবার) দুপুর ২ টায় বাংলাদেশ কোস্ট গার্ড বেইস মোংলা জোনের সদস্যরা উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলটি বোট ( ট্রলার) ফেলে বনের ভেতরে পালিয়ে যায়। পরবর্তীতে ট্রলারটি তল্লাশি করে ২ টি একনলা বন্দুক, ১১ রাউন্ড ফাঁকা কার্তুজ, ২ টি খেলনা বন্দুক ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও অন্যান্য মালামালের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে আওতাধীন উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে ২৪ ঘন্টা ব্যাপী টহল কার্যক্রম অব্যাহত রেখেছে। যার মাধ্যমে এ সকল অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। জননিরাপত্তায় কোস্ট গার্ডের এরূপ কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে।