সীমান্তে সপ্তাহব্যাপী কমরেড মণি সিংহ মেলা সমাপ্ত
- সময় ১০:১৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫
- / 14
অগণিত মানুষের উপস্থিতিতে ব্রিটিশ বিরোধী সংগ্রামী, টঙ্ক আন্দোলনের মহানায়ক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা কমরেড মণি সিংহের স্মরণে সপ্তাহব্যাপী কমরেড মণিসিংহ মেলা সমাপ্ত হয়েছে। নেত্রকোনা সীমান্তে দুর্গাপুরে নানা অনুষ্ঠান শেষে আলোচনা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এ মেলার সমাপ্তি ঘটে।
দুর্গাপুর পৌরশহরের বাগিচাপাড়া এলাকায় অবস্থিত টঙ্ক শহীদ স্মৃতি স্তম্ভ চত্বর এবং স্থানীয় এমকেসিএম উচ্চ বিদ্যালয় মাঠে কমরেড মণিসিংহ মেলা উদযাপন কমিটি আয়োজনের সাতদিনের এই মেলায় দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ী ও দর্শনার্থীরা এখানে ছুটে আসেন। মেলার শেষ দিনে ছিল উপচে পরা ভিড়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পদচারণায় মুকরিত হয়ে ওঠেছে মেলা প্রাঙ্গণ।
এছাড়াও প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় মেলায় নাচ, গান এবং নাটকও মুগ্ধ করছে আগত দর্শনার্থীদের। সমাপণী অনুষ্ঠানে আলোচনা সভায় উপজেলা সিপিবি’র সভাপতি আলকাছ উদ্দীন মীরের সভাপতিত্বে, সিপিবি’র যুগ্ম-সম্পাদক মোরশেদ আলমের সঞ্চালনায় মেলা কমিটির আহ্বায়ক ও প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন সিপিবি’র কেন্দ্রীয় নেতা ডা. দিবালোক সিংহ।
এ ছাড়াও এসময় উপস্থিত ছিলেন,মেলা কমিটির যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মুকুল, মেলা কমিটির নেতা ও উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম, জামাল উদ্দিন মাস্টার, মেলা কমিটির নেতা ও পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক রিয়াজুল করিম, মেলা কমিটির নেতা অ্যাডভোকেট মানেশ চন্দ্র সাহা প্রমুখ।
শেষাংশে মেলা কমিটির নেতা ও বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সাতদিনের এই মেলা সমাপ্ত হয়েছে।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited