সিরিয়াতে আসাদের বাবার কফিনে আগুন দিল বিদ্রোহীরা
- সময় ০৯:০৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
- / 27
সিরিয়ার বিদ্রোহীরা দেশটির পালিয়ে যাওয়া প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাবা এবং প্রয়াত প্রেসিডেন্ট হাফেজ আল আসাদের সমাধিতে হামলা চালিয়েছে।
এই ঘটনা ঘটেছে সিরিয়ার উপকূলীয় লাতাকিয়ার কারদাহ গ্রামে, যা আসাদ পরিবারের পূর্বপুরুষদের বাসস্থান।
বুধবার (১১ ডিসেম্বর) বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায় সিরিয়ার বিদ্রোহীরা হাফেজ আল আসাদের সমাধিস্থলে আগুন ধরিয়ে দিয়েছে।
এ ছাড়াও সংবাদ সংস্থা এএফপির ফুটেজে দেখা গেছে, বিদ্রোহীরা সামরিক পোশাক পরে বিপ্লবের পতাকা হাতে সমাধিস্থলের পুড়ে যাওয়া জায়গায় দাঁড়িয়ে আছে। সেখানে একটি কফিনসহ সমাধির কিছু অংশকে জ্বলতে দেখা যায়, যা ধারণা করা হচ্ছে হাফেজ আল আসাদের কফিন।
এদিকে যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বিদ্রোহীরা আলাউইত সম্প্রদায়ের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত লাতাকিয়া অঞ্চলে অবস্থিত এই সমাধি কমপ্লেক্সে আগুন দেয়।
ফুটেজে স্পষ্ট দেখা গেছে, সমাধির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পোড়া অবস্থায় রয়েছে। বিদ্রোহী যোদ্ধারা সেখানে ছবি তুলে তাদের প্রতিশোধের বার্তা দিয়েছে।
এই ঘটনা সিরিয়ার গৃহযুদ্ধের নতুন একটি উগ্র রূপকে তুলে ধরেছে, যেখানে ব্যক্তিগত ও ঐতিহাসিক প্রতিহিংসার প্রকাশ আরও তীব্র হয়ে উঠছে।