সিটি কলেজের নামফলক সরালো আইডিয়াল

- সময় ১০:৪৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫
- / 45
রাজধানীর ধানমন্ডিতে ঢাকা সিটি কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আধিপত্য বিস্তার ও পূর্বের ঘটনার জেরে রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ধানমন্ডি আইডিয়াল কলেজের শতাধিক শিক্ষার্থী লাঠিসোঁটা নিয়ে ঢাকা সিটি কলেজের সামনে জড়ো হয়। তারা কলেজের নামফলক থেকে ‘সিটি’ শব্দটি খুলে নিয়ে যায়।
সংঘর্ষের সূত্রপাত
গত ৫ ফেব্রুয়ারি দুপুরে ঢাকা সিটি কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় রোববার বিকেলে নতুন করে সংঘর্ষ বাধে।
সংঘর্ষের বিবরণ
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার দিকে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা এসে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং লাঠি দিয়ে আঘাত করে সিটি কলেজের নামফলক খুলে ফেলে। এতে সিটি কলেজের শিক্ষার্থীরাও উত্তেজিত হয়ে পাল্টা আক্রমণ করে। সংঘর্ষ চলতে থাকায় পুরো এলাকা আতঙ্কিত হয়ে পড়ে এবং মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সংঘর্ষের সময় সিটি কলেজের দুটি গেটের একটি থেকে ‘ঢাকা’ এবং অন্যটি থেকে ‘সিটি’ শব্দটি খুলে নেওয়া হয়।

দুই পক্ষের বক্তব্য
আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের দাবি, সকালে সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থী তাদের এক সহপাঠীকে স্লেজিং ও মারধর করে। এরই প্রতিবাদে তারা কলেজের সামনে গিয়ে বিক্ষোভ করে। তবে সিটি কলেজের শিক্ষার্থীরা এ অভিযোগ অস্বীকার করেছে এবং দাবি করেছে যে, তারা কেবলমাত্র প্রতিহত করেছে।
আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান
সংঘর্ষের বিষয়ে ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ জানান, ৫ ফেব্রুয়ারির ঘটনার জেরেই রোববার সংঘর্ষ হয়েছে। এতে দুই কলেজের দুই শিক্ষার্থী আহত হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে যেন পরবর্তীতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।
সংঘর্ষের ফলে বন্ধ হওয়া যান চলাচল পুনরায় শুরু হয়েছে এবং পরিস্থিতি এখন স্বাভাবিক বলে জানিয়েছে পুলিশ। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত বাক্য বিনিময় চলছে।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited