সিএনজি চালকদের প্রতিবাদের মুখে পিছু হটলো বিআরটিএ

- সময় ১১:২৭:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫
- / 60
সিএনজিচালিত অটোরিকশায় নির্ধারিত মিটারের চেয়ে বেশি ভাড়া আদায়ের ক্ষেত্রে মামলা ও জরিমানার নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। তবে চালকদের প্রতিবাদের মুখে সংস্থাটি এ সিদ্ধান্ত বাতিল করেছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, মিটারের চেয়ে বেশি ভাড়া আদায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণার পর রাজধানীর বিভিন্ন সড়কে বিক্ষোভ করেন সিএনজি চালকরা। তারা প্রধান প্রধান সড়ক অবরোধ করে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানান।
বিআরটিএর পূর্ব ঘোষণায় বলা হয়েছিল, সিএনজি চালকরা নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে ৫০ হাজার টাকা জরিমানা ও সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড হতে পারে। সংস্থাটি সড়ক পরিবহন আইন ২০১৮-এর ধারা ৩৫(৩) এবং ৮১ অনুযায়ী পুলিশকে এই বিধান কার্যকর করার নির্দেশ দিয়েছিল।
উল্লেখ্য, সরকার নির্ধারিত ভাড়ার নিয়ম অনুযায়ী, প্রথম দুই কিলোমিটারের জন্য ৪০ টাকা, পরবর্তী প্রতি কিলোমিটারে ১২ টাকা এবং প্রতি মিনিট অপেক্ষার জন্য দুই টাকা ভাড়া নির্ধারিত রয়েছে।
তবে যাত্রীদের অভিযোগ, রাজধানীতে সিএনজি অটোরিকশা চালকরা নির্ধারিত ভাড়া অনুসরণ করেন না এবং ১৫০ টাকার কম কোনো ভাড়া গ্রহণ করেন না।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited