“সারদা থেকে ২৫০ জন পুলিশ ক্যাডেট এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে”

- সময় ০২:২৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
- / 309
রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে ২৫০ জন ক্যাডেট উপ-পরিদর্শককে (এসআই) শৃঙ্খলাভঙ্গের কারণে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ (মঙ্গলবার, ২২ অক্টোবর) পুলিশ সদর দপ্তর থেকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।
পুলিশ সদর দপ্তর জানায়, সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে ৮২৩ জন ক্যাডেট এসআইয়ের মধ্যে ২৫০ জনেরও বেশি প্রশিক্ষণার্থীকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের প্রশিক্ষণ থেকে বাদ দেওয়া হয়েছে। ২০২৩ সালের ১১ নভেম্বর ক্যাডেট এসআইদের প্রশিক্ষণ শুরু হয়েছিল, যা ৪ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। এর আগেও ছাত্রলীগের সম্পৃক্ততার কারণে ৬২ জন এএসপিকে অব্যাহতি দেওয়া হয়েছিল।
গত ২০ অক্টোবর বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় শিক্ষানবিশ পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণবশত সেটি স্থগিত করা হয়। আজ ২৫০ জন প্রশিক্ষণপ্রাপ্ত এসআইকে অব্যাহতির খবর প্রকাশ্যে আসে।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited