সাবেক এমপিরা বিদেশে, তারপর দুদকের নিষেধাজ্ঞা!
- সময় ০৬:১৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
- / 21
সাবেক ৫ সংসদ সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যদিও সেই ৫ জন সাবেক এমপির মধ্যে তিনজন বিদেশে অবস্থান করছেন বলে নিশ্চিত হয়েছে বাংলা অ্যাফেয়ার্স।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। নতুন কমিশন দায়িত্ব নেওয়ার প্রথম দিনই এই সিদ্ধান্ত নিয়েছে। ফেনী-১ আসনের সাবেক এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ভোলা-৩ আসনের সাবেক এমপি নূর নবী চৌধুরী শাওন, হবিগঞ্জ-৩ আসনের সাবেক এমপি আবু জাহির, নোয়াখালী-১ আসনের সাবেক এমপি এইচ এম ইব্রাহিম এবং লক্ষ্মীপুর-২ আসনের সাবেক এমপি নুর উদ্দিন চৌধুরী নয়ন, এই ৫ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
একইসঙ্গে তাদের স্ত্রী, ছেলে-মেয়েদেরও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে দুদক।
তবে, বাংলা অ্যাফেয়ার্স নিশ্চিত হয়েছে ফেনী-১ আসনের সাবেক এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ভারতে অবস্থান করছেন। তার ঘনিষ্ঠজন যিনি ভারতে অবস্থান করছেন, তিনি সেটি জানিয়েছেন।
ভোলা-৩ আসনের সাবেক এমপি নূর নবী চৌধুরী শাওনের সর্বশেষ অবস্থান ছিল নেপালে। ১৫ দিন আগে তিনি সেখানে ছিলেন। এরপর দেশে ফিরেননি। সেখান থেকে তিনি ভারতে ফিরে আসবেন অথবা ইউরোপে যাওয়ার চেষ্টায় রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
বাংলা অ্যাফেয়ার্সের নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, লক্ষ্মীপুর-২ আসনের সাবেক এমপি নুর উদ্দিন চৌধুরী নয়ন বর্তমানে কানাডায় অবস্থান করছেন। নিজ নির্বাচনী এলাকায় নেতাকর্মীদের সাথেও তিনি যোগাযোগ রক্ষা করছেন।