শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা করা হবে
সাধারণ মানুষ আমাদের আরো ৫ বছর থাকতে বলতেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

- সময় ০৫:০২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
- / 16
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারতের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। সেই চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে বলে, সাধারণ মানুষ আমাদের আরো ৫ বছর থাকতে বলতেছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কিছু জায়গায় মবের ঘটনা ঘটেছে। তবে আমরা প্রতিকার নিয়েছি। যে জায়গায় মবের ঘটনা ঘটেছে, সেখানে ব্যবস্থা নেয়া হয়েছে। ভবিষ্যতে এরকম ঘটনা ঘটলেও আইনের আওতায় নিয়ে আসা হবে।
এদিকে, বৃহস্পতিবার সকালে সিলেট বিমানবন্দর থানা পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় গার্ড অব অনার দেয়ার জন্য লাল গালিচা বিছানো দেখে পুলিশ সদস্যদের ওপর ক্ষোভ ঝাড়েন তিনি।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited