ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় রুপার গহনা উদ্ধার, আটক ২

নিউজ ডেস্ক
  • সময় ০১:০৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • / 27

বিজিবি সাতক্ষীরা

সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে বিশেষ অভিযানে দশ কেজি একশত পঁচিশ গ্রাম ভারতীয় রুপার গহনা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ সময় দুই যুবককে আটক করা হয়। বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় এই অভিযান পরিচালিত হয়।

আটককৃতরা হলেন, কলারোয়া থানার কেরাগাছি চারাবাড়ি গ্রামের মো. জাকির মন্ডল (২৮) এবং মো. তামিম হোসেন (১৭)।

বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি তলুইগাছা বিওপির নায়েক সুবেদার মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান চালায়। মোটরসাইকেল তল্লাশি করে সিট কভারের নিচে ফিটিং এবং স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় রুপার গহনাগুলো উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত রুপার গহনাগুলোর ওজন ১০.১২৫ কেজি, বাজারমূল্য প্রায় ২১ লাখ ২৬ হাজার ২৫০ টাকা। এছাড়া জব্দ করা মোটরসাইকেলের আনুমানিক মূল্য ২ লাখ ৮০ হাজার টাকা।

চোরাকারবারীদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা করা হয়েছে এবং রুপার গহনাগুলো ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

বিজিবি জানায়, চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় রুপার গহনা বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছিল। এ ধরনের চোরাচালান দেশীয় শিল্পের ক্ষতি এবং রাজস্ব আয়ের ঘাটতি তৈরি করছে।

শেয়ার করুন

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় রুপার গহনা উদ্ধার, আটক ২

সময় ০১:০৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪

সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে বিশেষ অভিযানে দশ কেজি একশত পঁচিশ গ্রাম ভারতীয় রুপার গহনা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ সময় দুই যুবককে আটক করা হয়। বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় এই অভিযান পরিচালিত হয়।

আটককৃতরা হলেন, কলারোয়া থানার কেরাগাছি চারাবাড়ি গ্রামের মো. জাকির মন্ডল (২৮) এবং মো. তামিম হোসেন (১৭)।

বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি তলুইগাছা বিওপির নায়েক সুবেদার মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান চালায়। মোটরসাইকেল তল্লাশি করে সিট কভারের নিচে ফিটিং এবং স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় রুপার গহনাগুলো উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত রুপার গহনাগুলোর ওজন ১০.১২৫ কেজি, বাজারমূল্য প্রায় ২১ লাখ ২৬ হাজার ২৫০ টাকা। এছাড়া জব্দ করা মোটরসাইকেলের আনুমানিক মূল্য ২ লাখ ৮০ হাজার টাকা।

চোরাকারবারীদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা করা হয়েছে এবং রুপার গহনাগুলো ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

বিজিবি জানায়, চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় রুপার গহনা বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছিল। এ ধরনের চোরাচালান দেশীয় শিল্পের ক্ষতি এবং রাজস্ব আয়ের ঘাটতি তৈরি করছে।