সাতক্ষীরায় ভোমরা ইউনিয়ন বিএনপির অন্যরকম সংবর্ধনা
- সময় ০৭:৪৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
- / 48
দীর্ঘ দেড় যুগ পর সাতক্ষীরার ভোমরা ইউনিয়ন বিএনপির আলোচনা সভা করতে পেরেছে সংগঠনটি। একই আলোচনায় সভায় অন্যরম এক সংবর্ধনার আয়োজন করা হয়। আওয়ামী শাসন আমলে ভোমরা ইউনিয়ন বিএনপি’র মামলা-হামলা ও কারাবরণের শিকার নেতাকর্মীদের দেয়া হয়েছে সংবর্ধনা।
শুক্রবার বিকালে ভোমরা ইউনিয়ন শাখার আয়োজনে রাশিদা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় ভোমরা ইউনিয়ন বিএনপির সদস্য বাশারাত আলী গাজী’র সভাপতিত্বে এমন সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ভোমরা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ফরিদ আহমেদ,সাবেক অর্থ সম্পাদক ডা. জাহাঙ্গীর আলম,ভোমরা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব লুতফর রহমান মন্টু, যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেন।
ভোমরা ইউনিয়ন বিএনপি সদস্য আমিনুল ইসলাম বাবু’র সঞ্চালনায় এ-সময় উপস্থিতি ছিলেন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক হাসান আলী লাল্টু, ইউনিয়ন বিএনপির সদস্য আশরাফুল আলম,মাহবুবুর রহমান,মোকছেদ আলী, নুরুল ইসলাম নুরু, আব্দুর রাজ্জাক, আক্কাজ আলীসহ আরো অনেকে। আলোচনা সভা শেষে দুর্নীতিবাজ আওয়ামী শাসন আমলে ৬নং ভোমরা ইউনিয়ন বিএনপি এর নেতাকর্মী মিথ্যা মামলায় কারাবরণ করছে এবং মিথ্যা মামলা ও হামলার শিকার হয়েছে তাদের সংবর্ধনা দেওয়া হয়।
আলোচনা সভায় বক্তরা বলেন, আওয়ামী শাসন আমলে বিএনপি নেতাকর্মীরা ১৫ বছর নির্যাতনের শিকার হয়েছে। গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছে। রাতে বাড়ি থাকতে পারিনি ঘুমাতে পারি নি। এতো নির্যাতনের শিকার হয়েও পালিয়ে যায়নি। আমাদের বাসায় না পেয়ে পরিবারের অন্য সদস্যদের অন্যায়ভাবে আটক করে থানায় নিয়ে শারীরিক নির্যাতন করছে। অনেক নিরীহ মানুষকে নামে মামলা করেছে।
বক্তারা আরো বলেন, আওয়ামী লীগ ফ্যাসিবাদীলীগ হাসিনার দুঃশাসনের কারাবদ্ধ ছিলো ভোমরা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে আমরা একটি নতুন স্বাধীন দেশ পেয়েছি। এই স্বাধীনতা ধরে রাখতে সবাইকে আহবান জানান তারা।