০১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

সাতক্ষীরায় ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
  • সময় ০৬:০১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
  • / 43

সাতক্ষীরায় ভারতীয় পণ্য জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিশেষ চোরাচালান বিরোধী অভিযানে ৮ লাখ ৪৪ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, ঔষধ এবং বোরকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনে ভোমরা, কালিয়ানী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী ও চান্দুরিয়া সীমান্ত এলাকায় বিজিবি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে, ভোমরা সীমান্তের ফলমোড় এলাকা থেকে ৩৫,০০০ টাকার ভারতীয় শাড়ি, কালিয়ানী বাজার থেকে ৭০,০০০ টাকার ভারতীয় ঔষধ, তলুইগাছা সীমান্তের গরিয়াডাঙ্গা ব্রিজ এলাকা থেকে ৩৯,০০০ টাকার ভারতীয় বোরকা, কাকডাঙ্গা সীমান্তের কেরাগাছি পাকা রাস্তা থেকে ৪,১০,০০০ টাকার ভারতীয় শাড়ি ও ঔষধ এবং মাদরা সীমান্তের ভাদিয়ালী গ্রাম থেকে ২,৪৫,০০০ টাকার ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়। হিজলদী সীমান্তের হিজলদী পূর্ব পাড়া এলাকা থেকে ৪৫,০০০ টাকার ভারতীয় শাড়িও জব্দ করা হয়।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বলেন, আটককৃত মালামাল অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা হচ্ছিল, যা দেশীয় শিল্পের জন্য হুমকি এবং সরকারি রাজস্বের ক্ষতি করছে। তিনি আরও জানান, বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান রোধে কঠোর অবস্থানে রয়েছে এবং নিয়মিত অভিযান চালিয়ে যাবে।

এছাড়া, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির তৎপরতা অব্যাহত থাকায় চোরাচালান অনেকাংশে কমেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

সাতক্ষীরায় ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি

সময় ০৬:০১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিশেষ চোরাচালান বিরোধী অভিযানে ৮ লাখ ৪৪ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, ঔষধ এবং বোরকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনে ভোমরা, কালিয়ানী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী ও চান্দুরিয়া সীমান্ত এলাকায় বিজিবি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে, ভোমরা সীমান্তের ফলমোড় এলাকা থেকে ৩৫,০০০ টাকার ভারতীয় শাড়ি, কালিয়ানী বাজার থেকে ৭০,০০০ টাকার ভারতীয় ঔষধ, তলুইগাছা সীমান্তের গরিয়াডাঙ্গা ব্রিজ এলাকা থেকে ৩৯,০০০ টাকার ভারতীয় বোরকা, কাকডাঙ্গা সীমান্তের কেরাগাছি পাকা রাস্তা থেকে ৪,১০,০০০ টাকার ভারতীয় শাড়ি ও ঔষধ এবং মাদরা সীমান্তের ভাদিয়ালী গ্রাম থেকে ২,৪৫,০০০ টাকার ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়। হিজলদী সীমান্তের হিজলদী পূর্ব পাড়া এলাকা থেকে ৪৫,০০০ টাকার ভারতীয় শাড়িও জব্দ করা হয়।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বলেন, আটককৃত মালামাল অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা হচ্ছিল, যা দেশীয় শিল্পের জন্য হুমকি এবং সরকারি রাজস্বের ক্ষতি করছে। তিনি আরও জানান, বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান রোধে কঠোর অবস্থানে রয়েছে এবং নিয়মিত অভিযান চালিয়ে যাবে।

এছাড়া, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির তৎপরতা অব্যাহত থাকায় চোরাচালান অনেকাংশে কমেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।