সাতক্ষীরায় বিজিবির নতুন বিওপি উদ্বোধন

- সময় ০৪:৫২:২৭ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫
- / 70
সীমান্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা জোরদারে সাতক্ষীরার কলারোয়ায় সুলতানপুর বিওপি (বর্ডার অবজারভেশন পোস্ট) উদ্বোধন করা হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় এটি উদ্বোধন করেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: হুমায়ুন কবির।
এ সময় উপস্থিত ছিলেন উপ মহাপরিচালক সেক্টর কমান্ডার মেহেদী হাসান চৌধুরী, সাতক্ষীরা ৩৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো: আশরাফুল হক ও সহকারী পরিচালক মো: মাসুদ রানাসহ কর্মকর্তারা। এলাকার দু:স্থ ও অসহায়দের দেওয়া হয় খাদ্য সামগ্রী, প্রতিবন্ধীদের হুইল চেয়ার, বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ।

বিওপি উদ্বোধনকালে অতিরিক্ত মহাপরিচালক মো: হুমায়ুন কবির বলেন, এই সীমান্তের দুটি ফাঁড়ির মধ্যবর্তী দূরত্ব ১০ কি.মি হওয়ায় সুলতানপুর সীমান্ত ফাঁড়ি স্থাপনের প্রয়োজনীয়তা দেখা দেয়। এই ফাঁড়ি সীমান্ত সুরক্ষা, শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে ভূমিকা পালন করবে।
এই নতুন বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা উপজেলার চন্দনপুর ইউনিয়নের দক্ষিণে তালছাড়ি থেকে উত্তেরে বরমীতলা পর্যন্ত বিস্তৃত বলে জানিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited