ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সাতক্ষীরায় ট্রাক-বাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
  • সময় ০৮:৩৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
  • / 26

Satkhira Road Accident

সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়ায় বালুবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাতক্ষীরা সদরের মুনজিতপুর গ্রামের মৃত জামালউদ্দীনের ছেলে জয় এবং তার বন্ধু মাছখোলা গ্রামের হাবিবুল্লাহর ছেলে সিহাবুজ্জামান সিহাব।

সাতক্ষীরা সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন জানান, ট্রাকটি সাতক্ষীরা থেকে কলারোয়ার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে দুই মোটরসাইকেল আরোহী সাতক্ষীরা শহরের দিকে ফিরছিলেন। এ সময় দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহী প্রাণ হারান।

ASI Delwar Hossain
ASI Delwar Hossain

দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। তাদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

স্থানীয়রা জানান, সাতক্ষীরা-যশোর সড়কের এই অংশটি অতীতে বহু দুর্ঘটনার সাক্ষী। দ্রুতগতি ও অসতর্কতার কারণে এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ তাদের।

শেয়ার করুন

সাতক্ষীরায় ট্রাক-বাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সময় ০৮:৩৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪

সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়ায় বালুবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাতক্ষীরা সদরের মুনজিতপুর গ্রামের মৃত জামালউদ্দীনের ছেলে জয় এবং তার বন্ধু মাছখোলা গ্রামের হাবিবুল্লাহর ছেলে সিহাবুজ্জামান সিহাব।

সাতক্ষীরা সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন জানান, ট্রাকটি সাতক্ষীরা থেকে কলারোয়ার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে দুই মোটরসাইকেল আরোহী সাতক্ষীরা শহরের দিকে ফিরছিলেন। এ সময় দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহী প্রাণ হারান।

ASI Delwar Hossain
ASI Delwar Hossain

দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। তাদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

স্থানীয়রা জানান, সাতক্ষীরা-যশোর সড়কের এই অংশটি অতীতে বহু দুর্ঘটনার সাক্ষী। দ্রুতগতি ও অসতর্কতার কারণে এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ তাদের।