সাতক্ষীরায় ছাত্রদল নেতা বাপ্পীর ঈদসামগ্রী বিতরণ

- সময় ০৭:২৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
- / 9
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সাতক্ষীরায় অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছেন সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনজুরুল আলম বাপ্পী। রোববার (২৩ মার্চ) বিকেলে সাতক্ষীরা শহরের বিভিন্ন এলাকায় গিয়ে তিনি নিজ হাতে এসব উপহার তুলে দেন।
এই উদ্যোগের মাধ্যমে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে চেয়েছেন বলে জানান বাপ্পী। তিনি বলেন জননেতা তারেক রহমানের নির্দেশে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। ঈদের খুশি যেন কেউ বঞ্চিত না হয় সেই লক্ষ্যেই এই আয়োজন। মানুষ আনন্দিত হলে আমরাও তৃপ্তি পাই। ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কাজ চালিয়ে যাবো।
ঈদসামগ্রী পেয়ে খুশি সুবিধাবঞ্চিত মানুষগুলো। তারা বলেন এই দুর্মূল্যের বাজারে ঈদ করার চিন্তা করতে পারছিলাম না। কিন্তু বাপ্পী ভাইয়ের দেওয়া উপহার আমাদের মুখে হাসি ফুটিয়েছে।

এ ধরনের মানবিক উদ্যোগের জন্য ছাত্রদল নেতাকে ধন্যবাদ জানিয়ে এলাকাবাসী বলেন বিপদের দিনে কেউ পাশে থাকলে জীবনটা একটু সহজ হয়। ছাত্রদলের এ ধরনের কাজ প্রশংসনীয়।
উল্লেখ্য মনজুরুল আলম বাপ্পী দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন। তার এ উদ্যোগ প্রশংসিত হয়েছে শহরের সর্বস্তরের মানুষের কাছে।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited