ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সাউথ ব্লকের পাল্টা ডাকে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত

কূটনৈতিক প্রতিবেদক
  • সময় ০৮:৫৩:১৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫
  • / 24

সাউথ ব্লকের পাল্টা ডাকে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত

সীমান্ত পরিস্থিতি নিয়ে কথা বলতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে ডেকে পাঠানোর ঠিক পর দিনই অনুরূপ পাল্টা পদক্ষেপ নিল দিল্লি।

এদিন (সোমবার) দুপুরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মহম্মদ নূর আল ইসলামকে সমন করা হয়।

সেই অনুযায়ী তিনি বিকেলে সাউথ ব্লকে গিয়ে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন।

এর আগে ঢাকায় ভারতের হাই কমিশনার প্রণয় কুমার ভার্মাও রবিবার বিকেলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে সে দেশের কর্মকর্তাদের সঙ্গে দেখা করে এসেছিলেন।

আজ ভারত বা বাংলাদেশ কোনও পক্ষ থেকেই এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি, তবে সীমান্ত পরিস্থিতি নিয়েই যে সাউথ ব্লকে আলোচনা হয়েছে তা দু’দেশের কূটনৈতিক সূত্রগুলোই বিবিসির কাছে নিশ্চিত করেছে।

গতকাল (রবিবার) বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সংবাদমাধ্যমকে বলেছিলেন যে ভারত সীমান্তের বেশ কয়েকটি জায়গায় কাঁটাতারের বেড়া বসাচ্ছে – অথচ নিয়ম অনুযায়ী বাংলাদেশকে সে ব্যাপারে আগেভাগে অবহিত করা হয়নি।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিষয়টি নিয়ে ভারতীয় হাই কমিশনারকে সমন করছে, সাংবাদিক সম্মেলনে সে কথাও জানান তিনি।

ভারতের কূটনৈতিক সূত্রগুলো জানাচ্ছে, আজ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে সীমান্তে কাঁটাতারের বেড়া বসানো নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করে দেওয়া হয়েছে।

ভারত যে সীমান্তে আন্তর্জাতিক রীতিনীতি বা দ্বিপাক্ষিক সমঝোতার বিরুদ্ধে গিয়ে কিছু করছে না, সেটাও তাকে জানানো হয়েছে বলে বিবিসি জানতে পেরেছে।

 

শেয়ার করুন

সাউথ ব্লকের পাল্টা ডাকে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত

সময় ০৮:৫৩:১৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫

সীমান্ত পরিস্থিতি নিয়ে কথা বলতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে ডেকে পাঠানোর ঠিক পর দিনই অনুরূপ পাল্টা পদক্ষেপ নিল দিল্লি।

এদিন (সোমবার) দুপুরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মহম্মদ নূর আল ইসলামকে সমন করা হয়।

সেই অনুযায়ী তিনি বিকেলে সাউথ ব্লকে গিয়ে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন।

এর আগে ঢাকায় ভারতের হাই কমিশনার প্রণয় কুমার ভার্মাও রবিবার বিকেলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে সে দেশের কর্মকর্তাদের সঙ্গে দেখা করে এসেছিলেন।

আজ ভারত বা বাংলাদেশ কোনও পক্ষ থেকেই এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি, তবে সীমান্ত পরিস্থিতি নিয়েই যে সাউথ ব্লকে আলোচনা হয়েছে তা দু’দেশের কূটনৈতিক সূত্রগুলোই বিবিসির কাছে নিশ্চিত করেছে।

গতকাল (রবিবার) বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সংবাদমাধ্যমকে বলেছিলেন যে ভারত সীমান্তের বেশ কয়েকটি জায়গায় কাঁটাতারের বেড়া বসাচ্ছে – অথচ নিয়ম অনুযায়ী বাংলাদেশকে সে ব্যাপারে আগেভাগে অবহিত করা হয়নি।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিষয়টি নিয়ে ভারতীয় হাই কমিশনারকে সমন করছে, সাংবাদিক সম্মেলনে সে কথাও জানান তিনি।

ভারতের কূটনৈতিক সূত্রগুলো জানাচ্ছে, আজ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে সীমান্তে কাঁটাতারের বেড়া বসানো নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করে দেওয়া হয়েছে।

ভারত যে সীমান্তে আন্তর্জাতিক রীতিনীতি বা দ্বিপাক্ষিক সমঝোতার বিরুদ্ধে গিয়ে কিছু করছে না, সেটাও তাকে জানানো হয়েছে বলে বিবিসি জানতে পেরেছে।