ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সাংবাদিক পরিচয়ে স্বর্ণ চোরাচালান, শেষ রক্ষা হয়নি

নিজস্ব প্রতিবেদক, চুয়াডাঙ্গা
  • সময় ০১:২৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • / 25

সাংবাদিক পরিচয়ে চোরাচালান

মোটরসাইকেলে পত্রিকার স্টিকার লাগিয়ে এলাকায় বীরদর্পে ঘুরে বেড়ান মো. জাকিরুল ইসলাম। পরিচয় দেন ক্রাইম রিপোর্টার। কখনও টিভির, কখনও পত্রিকার। কিন্তু সাংবাদিক পরিচয়ের আড়ালে করেন স্বর্ণ চোরাচালান

বুধবার (২৫ ডিসেম্বর) ১৪টি সোনার বার নিয়ে ছোট ভাই ও এক সহযোগীসহ জাকিরুলকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গ্রেপ্তার তিনজন হলেন- চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্রামের মমিন মিয়ার ছেলে মো. জাকিরুল ইসলাম (২৮), তার ছোট ভাই মো. রাজিবুল ইসলাম (২৫) এবং মুজিবুর রহমানের ছেলে মো. সোলাইমান হোসেন (২২)।

বিজিবি
বিজিবি

বিজিবি চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজিবি সদস্যরা জানতে পারে, বুধবার বিকেলে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন এলাকা দিয়ে সোনার একটি চালান পাচার করা হবে। এ তথ্যের ভিত্তিতে বিজিবির সদস্যরা ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা রেলস্টেশন এলাকায় অবস্থান নেয়। বিকেল সাড়ে ৪টার সময় ট্রেন থেকে নামা সন্দেহভাজন তিন ব্যক্তি স্টেশনে ঘোরাফেরা করতে দেখলে বিজিবি তাদের গতিরোধ করে। পরে ওই ব্যক্তিরা পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে এবং তিনজনকে আটক করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে একপর্যায়ে তাদের শরীরে টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১ কেজি ৬৩০ গ্রাম ওজনের ১৪টি সোনার বার উদ্ধার করে। এ ঘটনায় বিজিবির নায়েক মো. জিয়াউর রহমান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেছে। আসামিদেরকে থানায় হস্তান্তর করেছে বিজিবি। জব্দ করা সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।

শেয়ার করুন

সাংবাদিক পরিচয়ে স্বর্ণ চোরাচালান, শেষ রক্ষা হয়নি

সময় ০১:২৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

মোটরসাইকেলে পত্রিকার স্টিকার লাগিয়ে এলাকায় বীরদর্পে ঘুরে বেড়ান মো. জাকিরুল ইসলাম। পরিচয় দেন ক্রাইম রিপোর্টার। কখনও টিভির, কখনও পত্রিকার। কিন্তু সাংবাদিক পরিচয়ের আড়ালে করেন স্বর্ণ চোরাচালান

বুধবার (২৫ ডিসেম্বর) ১৪টি সোনার বার নিয়ে ছোট ভাই ও এক সহযোগীসহ জাকিরুলকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গ্রেপ্তার তিনজন হলেন- চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্রামের মমিন মিয়ার ছেলে মো. জাকিরুল ইসলাম (২৮), তার ছোট ভাই মো. রাজিবুল ইসলাম (২৫) এবং মুজিবুর রহমানের ছেলে মো. সোলাইমান হোসেন (২২)।

বিজিবি
বিজিবি

বিজিবি চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজিবি সদস্যরা জানতে পারে, বুধবার বিকেলে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন এলাকা দিয়ে সোনার একটি চালান পাচার করা হবে। এ তথ্যের ভিত্তিতে বিজিবির সদস্যরা ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা রেলস্টেশন এলাকায় অবস্থান নেয়। বিকেল সাড়ে ৪টার সময় ট্রেন থেকে নামা সন্দেহভাজন তিন ব্যক্তি স্টেশনে ঘোরাফেরা করতে দেখলে বিজিবি তাদের গতিরোধ করে। পরে ওই ব্যক্তিরা পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে এবং তিনজনকে আটক করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে একপর্যায়ে তাদের শরীরে টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১ কেজি ৬৩০ গ্রাম ওজনের ১৪টি সোনার বার উদ্ধার করে। এ ঘটনায় বিজিবির নায়েক মো. জিয়াউর রহমান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেছে। আসামিদেরকে থানায় হস্তান্তর করেছে বিজিবি। জব্দ করা সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।