ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সহিংসতা এড়াতে খাগড়াছড়িতে রাত জেগে পাহারা

নিউজ ডেস্ক
  • সময় ০৪:৩৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
  • / 266

এক স্কুল শিক্ষককে হত্যার পর উত্তপ্ত খাগড়াছড়িতে ফের সহিংসতা এড়াতে রাত জেগে পাহাড়া দিয়েছে স্ব-স্ব এলাকাবাসী। সব গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন ছিল নিরাপত্তা বাহিনী। অনেক এলাকার প্রবেশপথে ফেলে রাখা হয়েছে গাছের গুঁড়ি। পরিস্থিতি থমথমে থাকলেও রাতে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে বুধবার সকালে জানান জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।

খাগড়াছড়ি শহরের বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান, তারা রাত জেগে পাহারা দিয়েছেন। তাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিল বলে জানান।

এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ তুলে আবুল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে হাসনাত মুহাম্মদ সোহেল রানা নামে ওই শিক্ষককে পিটিয়ে হত্যা করা হয়। এই পরিপ্রেক্ষিতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে খাগড়াছড়ি জেলা সদর এলাকায় ১৪৪ ধারা জারি করেছেন জেলা ম্যাজিস্ট্রেট মো. সহিদুজ্জামান।

খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এই ঘটনার পর পাহাড়ি ও বাঙালিদের মধ্যে এই উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহত আবুল হাসনাত সোহেল রানা খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইন্সট্রাক্টর।

বিভিন্ন স্থানে দোকানপাটে হামলা ও ভাঙচুর চালানো হয়। ছবি তুলতে গিয়ে নাজেহাল হন তিন সাংবাদিক। পরিস্থিতির অবনতি প্রতিরোধে জেলা প্রশাসন খাগড়াছড়ি জেলা সদর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। মঙ্গলবার বেলা ৩টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ঘোষণা বলবত থাকবে।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পি চাকমা বলেন, ‘হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তি মারা গেছেন। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’

পুলিশ সুপার জানান, ঘটনায় জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন

সহিংসতা এড়াতে খাগড়াছড়িতে রাত জেগে পাহারা

সময় ০৪:৩৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪

এক স্কুল শিক্ষককে হত্যার পর উত্তপ্ত খাগড়াছড়িতে ফের সহিংসতা এড়াতে রাত জেগে পাহাড়া দিয়েছে স্ব-স্ব এলাকাবাসী। সব গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন ছিল নিরাপত্তা বাহিনী। অনেক এলাকার প্রবেশপথে ফেলে রাখা হয়েছে গাছের গুঁড়ি। পরিস্থিতি থমথমে থাকলেও রাতে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে বুধবার সকালে জানান জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।

খাগড়াছড়ি শহরের বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান, তারা রাত জেগে পাহারা দিয়েছেন। তাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিল বলে জানান।

এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ তুলে আবুল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে হাসনাত মুহাম্মদ সোহেল রানা নামে ওই শিক্ষককে পিটিয়ে হত্যা করা হয়। এই পরিপ্রেক্ষিতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে খাগড়াছড়ি জেলা সদর এলাকায় ১৪৪ ধারা জারি করেছেন জেলা ম্যাজিস্ট্রেট মো. সহিদুজ্জামান।

খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এই ঘটনার পর পাহাড়ি ও বাঙালিদের মধ্যে এই উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহত আবুল হাসনাত সোহেল রানা খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইন্সট্রাক্টর।

বিভিন্ন স্থানে দোকানপাটে হামলা ও ভাঙচুর চালানো হয়। ছবি তুলতে গিয়ে নাজেহাল হন তিন সাংবাদিক। পরিস্থিতির অবনতি প্রতিরোধে জেলা প্রশাসন খাগড়াছড়ি জেলা সদর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। মঙ্গলবার বেলা ৩টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ঘোষণা বলবত থাকবে।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পি চাকমা বলেন, ‘হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তি মারা গেছেন। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’

পুলিশ সুপার জানান, ঘটনায় জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।