১১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
কুমিল্লা বিএনপির নেতৃত্বে আবু-টিপু

সরকারের কিছু ব্যক্তির বক্তব্যে অস্থিরতা সৃষ্টি হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
  • সময় ০৯:০২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  • / 82

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের কিছু ব্যক্তির বক্তব্যে অস্থিরতা সৃষ্টি হচ্ছে। প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে অস্থিতিশীলতা লক্ষ্য করা যাচ্ছে, যা বিএনপি দেখতে চায় না। তিনি জোর দিয়ে বলেন, সরকার একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে সক্ষম এবং জনগণের প্রত্যাশা পূরণ করা উচিত।

মঙ্গলবার বিকেলে কুমিল্লা টাউনহল মাঠে মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান অভিযোগ করেন, স্বৈরাচারী শাসনের ফলে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। গত ১৫-১৬ বছরে গুম, খুন, হামলা ও মামলার মাধ্যমে বিএনপিকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। তবে জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশ ও জনগণকে ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করা সম্ভব। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের অস্থিরতা দূর করা প্রয়োজন। বিএনপি চায়, অন্তর্বর্তী সরকার জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেবে।

এসময় তারেক রহমান মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে সমাধান করার আহ্বান জানান। তিনি বলেন, বিভেদ নয়, বরং শান্তি প্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য।

সম্মেলন উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে নির্যাতন করেছে।

সম্মেলনে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু। সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।

সম্মেলনে একাধিক প্রার্থী না থাকায় উদবাতুল বারী আবুকে সভাপতি, ইউসুফ মোল্লা টিপুকে সাধারণ সম্পাদক এবং রাজিউর রহমান রাজিবকে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আলী আক্কাস।

শেয়ার করুন

কুমিল্লা বিএনপির নেতৃত্বে আবু-টিপু

সরকারের কিছু ব্যক্তির বক্তব্যে অস্থিরতা সৃষ্টি হচ্ছে

সময় ০৯:০২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের কিছু ব্যক্তির বক্তব্যে অস্থিরতা সৃষ্টি হচ্ছে। প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে অস্থিতিশীলতা লক্ষ্য করা যাচ্ছে, যা বিএনপি দেখতে চায় না। তিনি জোর দিয়ে বলেন, সরকার একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে সক্ষম এবং জনগণের প্রত্যাশা পূরণ করা উচিত।

মঙ্গলবার বিকেলে কুমিল্লা টাউনহল মাঠে মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান অভিযোগ করেন, স্বৈরাচারী শাসনের ফলে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। গত ১৫-১৬ বছরে গুম, খুন, হামলা ও মামলার মাধ্যমে বিএনপিকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। তবে জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশ ও জনগণকে ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করা সম্ভব। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের অস্থিরতা দূর করা প্রয়োজন। বিএনপি চায়, অন্তর্বর্তী সরকার জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেবে।

এসময় তারেক রহমান মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে সমাধান করার আহ্বান জানান। তিনি বলেন, বিভেদ নয়, বরং শান্তি প্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য।

সম্মেলন উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে নির্যাতন করেছে।

সম্মেলনে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু। সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।

সম্মেলনে একাধিক প্রার্থী না থাকায় উদবাতুল বারী আবুকে সভাপতি, ইউসুফ মোল্লা টিপুকে সাধারণ সম্পাদক এবং রাজিউর রহমান রাজিবকে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আলী আক্কাস।