সরকারি জায়গা আছে, তবুও স্কুলের জমিতে রাস্তা নির্মাণ | Bangla Affairs
০১:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সরকারি জায়গা আছে, তবুও স্কুলের জমিতে রাস্তা নির্মাণ

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
  • সময় ০৫:০৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
  • / 21

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিতে রাস্তা নির্মাণ

বহুদিন ধরে সরকারি রাস্তার নকশা পরিবর্তন করে দানকৃত কুমিল্লা চান্দিনা উপজেলার কামারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিতে রাস্তা নির্মাণ করা হয়েছে। উক্ত প্রাইমারি স্কুলের ছাত্রদের নিরাপত্তার ঝুঁকি সৃষ্টি হয়েছে, গত কয়েক বছর ধরে স্কুলে দানকৃত জমির মধ্য দিয়ে রাস্তাটিতে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে কচিকাঁচা ছোট্ট বাচ্ছা ছাত্র -ছাত্রীরা।

স্কুলের শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে ও শ্রেণিকক্ষের পাঠে নিবিড়ভাবে মনোযোগ দিতে পারছেনা, শিশুরা প্রচন্ড ভয় নিয়ে স্কুল মাঠে খেলাধুলা করে, তাতে করে শিশুর মানসিক বিকাশ পরিপূর্ণ হচ্ছে না। স্কুলটির দক্ষিণপাশে একটি ভবন যা মূলত শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং উত্তরপাশে স্কুলটির পুরাতন মূল ভবন ভেঙ্গে নির্মাণাধীন বহুল ভবনসহ চালুকৃত একটি আধুনিক ওয়াস ব্লক রয়েছে, আর মাঝে পূর্ব -পশ্চিম বরাবর স্কুল মাঠে রাস্তার চলাচলের ব্যবস্থা থাকায় শিক্ষার্থীদের প্রচন্ড ঝুঁকির মধ্যে থাকতে হয়।

সরেজমিনে গিয়ে সরাসরি গ্রামবাসী ও জমি দাতাদের উত্তরসূরীদের সাথে কথা বলে জানা যায়, পূর্বে সরকারি নকশা মেনে স্কুলের উত্তর পাশ দিয়ে সাম্পুরা বাড়ির কবর স্থানের পশ্চিম-উত্তর কোণ হতে বর্তমান কামারখোলা কেন্দ্রীয় বাবুস সালাম জামে মসজিদের ফটক বরাবর স্থায়ীভাবে রাস্তা চালু ছিল, যার প্রমাণ উক্ত এলাকার স্থানীয় মৌজা ম্যাপে দেখা যায়। কেউ কেউ বলেন সাম্পুরা বাড়ির পুকুরের উত্তর পাড় সংলগ্ন রাস্তা ভেঙ্গে পুকুরে পতিত হলে পথিকের হাটা চলাচলের ও যান্ত্রিক বাহনের যোগাযোগ সুবিধার জন্য সাময়িক ভাবে স্কুলের দানকৃত জমি রাস্তা হিসেবে ব্যবহার হয়।

সরকারি ভাবে ভেঙ্গে যাওয়া পুকুরে পাড়সহ রাস্তাটির কোন মেরামতের কাজ হয়নি। বিকল্প রাস্তা হিসেবে স্কুলের দানকৃত জমি দিয়ে পথিক, যাত্রী ও মালবাহী যানবাহন চলাচলের ব্যবহার সেই থেকে চালু হয়, কিন্তু দুঃখের বিষয় সেই সাময়িক ব্যবহারের নিমিত্তে প্রচলিত বিকল্প রাস্তাটি আজও ব্যবহৃত হচ্ছে।

সামাজিক সভা, মাহফিল, ইদ গা,জানাযার নামাজ এর জন্য মাঠটির অর্ধ অংশ ব্যবহার করা যায়, কেননা স্কুল মাঠের মাঝ বরাবর সাময়িক বিকল্প রাস্তা আজও চালু রয়েছে।

স্থানীয় এলাকাবাসী, স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের দাবি খুব দ্রুত যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবে এবং প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের পড়াশোনা সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হবে।

শেয়ার করুন

সরকারি জায়গা আছে, তবুও স্কুলের জমিতে রাস্তা নির্মাণ

সময় ০৫:০৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫

বহুদিন ধরে সরকারি রাস্তার নকশা পরিবর্তন করে দানকৃত কুমিল্লা চান্দিনা উপজেলার কামারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিতে রাস্তা নির্মাণ করা হয়েছে। উক্ত প্রাইমারি স্কুলের ছাত্রদের নিরাপত্তার ঝুঁকি সৃষ্টি হয়েছে, গত কয়েক বছর ধরে স্কুলে দানকৃত জমির মধ্য দিয়ে রাস্তাটিতে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে কচিকাঁচা ছোট্ট বাচ্ছা ছাত্র -ছাত্রীরা।

স্কুলের শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে ও শ্রেণিকক্ষের পাঠে নিবিড়ভাবে মনোযোগ দিতে পারছেনা, শিশুরা প্রচন্ড ভয় নিয়ে স্কুল মাঠে খেলাধুলা করে, তাতে করে শিশুর মানসিক বিকাশ পরিপূর্ণ হচ্ছে না। স্কুলটির দক্ষিণপাশে একটি ভবন যা মূলত শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং উত্তরপাশে স্কুলটির পুরাতন মূল ভবন ভেঙ্গে নির্মাণাধীন বহুল ভবনসহ চালুকৃত একটি আধুনিক ওয়াস ব্লক রয়েছে, আর মাঝে পূর্ব -পশ্চিম বরাবর স্কুল মাঠে রাস্তার চলাচলের ব্যবস্থা থাকায় শিক্ষার্থীদের প্রচন্ড ঝুঁকির মধ্যে থাকতে হয়।

সরেজমিনে গিয়ে সরাসরি গ্রামবাসী ও জমি দাতাদের উত্তরসূরীদের সাথে কথা বলে জানা যায়, পূর্বে সরকারি নকশা মেনে স্কুলের উত্তর পাশ দিয়ে সাম্পুরা বাড়ির কবর স্থানের পশ্চিম-উত্তর কোণ হতে বর্তমান কামারখোলা কেন্দ্রীয় বাবুস সালাম জামে মসজিদের ফটক বরাবর স্থায়ীভাবে রাস্তা চালু ছিল, যার প্রমাণ উক্ত এলাকার স্থানীয় মৌজা ম্যাপে দেখা যায়। কেউ কেউ বলেন সাম্পুরা বাড়ির পুকুরের উত্তর পাড় সংলগ্ন রাস্তা ভেঙ্গে পুকুরে পতিত হলে পথিকের হাটা চলাচলের ও যান্ত্রিক বাহনের যোগাযোগ সুবিধার জন্য সাময়িক ভাবে স্কুলের দানকৃত জমি রাস্তা হিসেবে ব্যবহার হয়।

সরকারি ভাবে ভেঙ্গে যাওয়া পুকুরে পাড়সহ রাস্তাটির কোন মেরামতের কাজ হয়নি। বিকল্প রাস্তা হিসেবে স্কুলের দানকৃত জমি দিয়ে পথিক, যাত্রী ও মালবাহী যানবাহন চলাচলের ব্যবহার সেই থেকে চালু হয়, কিন্তু দুঃখের বিষয় সেই সাময়িক ব্যবহারের নিমিত্তে প্রচলিত বিকল্প রাস্তাটি আজও ব্যবহৃত হচ্ছে।

সামাজিক সভা, মাহফিল, ইদ গা,জানাযার নামাজ এর জন্য মাঠটির অর্ধ অংশ ব্যবহার করা যায়, কেননা স্কুল মাঠের মাঝ বরাবর সাময়িক বিকল্প রাস্তা আজও চালু রয়েছে।

স্থানীয় এলাকাবাসী, স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের দাবি খুব দ্রুত যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবে এবং প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের পড়াশোনা সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হবে।