সমিতির পাওনা টাকা চাইতেই হাত কেটে ফেলে দিল
- সময় ১১:৩৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
- / 85
সমিতির পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বাবুল আক্তার আনিস নামে এক ব্যক্তির হাতের কবজি রাস্তায় ফেলে দিয়েছে সন্ত্রাসীরা।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যার দিকে কুষ্টিয়া শহরের পৌর ১৭ নম্বর ওয়ার্ডের মিনাপাড়া প্রাইমারি স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
বাবুল আক্তার আনিস শহরের ঢাকা ঝালুপাড়া এলাকার মৃত আসালত ফকিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায় , কুষ্টিয়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড মিনাপাড়া প্রাইমারি স্কুলের সামনে সমিতির পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে নজরুল ইসলাম ওরফে নজু ক্যাডারসহ অজ্ঞাত চার থেকে পাঁচ জন এসে বাবুল আক্তার আনিসকে অতর্কিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় নজরুল ইসলাম ওরফে নজু ক্যাডারের হাতে থাকা হাঁসুয়া দিয়ে আনিসের বাম হাতের কবজির ওপর কোপ দেয়। এতে হাত থেকে কবজি বিচ্ছিন্ন হয়ে রাস্তায় পড়ে যায়। এসময় তাকে তার পিঠের ডানপাশে বাহুর ওপর কোপ দিয়ে রক্তাক্ত গুরুতর জখম করে পালিয়ে যায় তারা।পরে আহত অবস্থায় তাকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা।
আহত বাবুল আক্তার আনিসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন।
এবিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিহাবুর রহমান শিহাব বলেন,এলাকায় তাদের একটি সমিতি ছিল। সে সমিতিকে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।